IPL 2025: গত ৮ তারিখ ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। ম্যাচ খেলতে ‘নবাবের শহরে’ পৌঁছেও গিয়েছিলেন বিরাট কোহলি’রা। কিন্তু ভারত-পাক সীমান্ত সংঘর্ষের ফলে নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএল (IPL)। ফলে সেই সময় ভেস্তে গিয়েছিলো ম্যাচটিও। ৮ তারিখের সেই ম্যাচ অবশেষে আয়োজিত হচ্ছে আজ অর্থাৎ ২৭ তারিখ। লক্ষ্ণৌ-বেঙ্গালুরু দ্বৈরথ দিয়েই যবনিকা পড়ছে অষ্টাদশতম আইপিএলের (IPL) লীগ পর্বে। লক্ষ্ণৌ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। আর বেঙ্গালুরু নিশ্চিত করেছে প্লে-অফের টিকিট। আপাতদৃষ্টিতে নিয়মরক্ষার লড়াই মনে হলেও আদতে কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে আজকের দ্বৈরথের। বিশেষ করে বেঙ্গালুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ।
Read More: “হীরা হারিয়ে কপাল চাপড়াচ্ছে…” শ্রেয়সকে ছেড়ে দেওয়ার মাশুল গুনতে হলো KKR-কে, সমাজ মাধ্যমে শুরু হল চর্চা !!
এলিমিনেটর আশঙ্কা বাড়াচ্ছে RCB-র-

পাঞ্জাব কিংস (PBKS) যে প্রথম দুইয়ের মধ্যে থাকবে তা নিশ্চিত। চতুর্থ স্থান পাকা মুম্বই ইন্ডিয়ান্সেরও (MI)। কিন্তু প্লে-অফে পৌঁছানো বাকি দু’টি দল গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোন পজিশনে লীগ পর্ব শেষ করবে সেই প্রশ্নের উত্তর মিলবে আজ। আপাতত ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত (GT)। আর তিনে থাকা বেঙ্গালুরুর সংগ্রহ ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট। আজ যদি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) হারিয়ে দেয় আরসিবি, সেক্ষত্রে ১৯ পয়েন্টে পৌঁছবে তারা। গুজরাতকে সরিয়ে জায়গা করে নেবে প্রথম দুইয়ের মধ্যে। সেক্ষেত্রে ২৯ তারিখ মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকবে। সেই ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে পা রাখার পথ খোলা থাকবে বেঙ্গালুরুর সামনে।
কিন্তু যদি আজ একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিপক্ষে বেঙ্গালুরু হেরে বসে সেক্ষেত্রে বদলে যাবে সমীকরণ। তখন পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাতের (GT)। আর এলিমিনেটরের অনিশ্চয়তা অপেক্ষা করে থাকবে আরসিবি’র জন্য। ৩০ মে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলিদের নিঃসন্দেহে চাপে রাখবে গত বছরের অভিজ্ঞতা। ২০২৪-এ লীগ পর্বের শেষ ছয়টি ম্যাচ জিতে প্লে-অফে পৌঁছেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। কিন্তু এলিমিনেটর ম্যাচেই রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে হেরে থেমেছিলো তাদের আইপিএল (IPL) অভিযান। কেবলমাত্র ২০২৪ নয়, এর আগেও ২০২০ ও ২০২১-এ এলিমিনেটর কাঁটা বিদ্ধ করেছে তাদের। তাই ঘরপোড়া গরুর মতই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন সমর্থকেরা।
বেঙ্গালুরু জার্সিতে ফিরছেন হ্যাজেলউড-

চোট পেয়েছিলেন বেঙ্গালুরু বোলিং-এর প্রধান ভরসা জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেন নি তিনি। অজি পেসারকে দেখা যায় নি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচেও। তবে প্লে-অফের আগে তাঁকে নিয়ে স্বস্তি ফিরেছে আরসিবি শিবিরে। সেরে উঠেছেন হ্যাজেলউড। আইপিএল (IPL) স্থগিত থাকার সময় দেশে ফিরে গিয়েছিলেন তিনি। ব্রিসবেনে রিহ্যাব করেছেন তিনি। বিশেষজ্ঞরা মাঠে নামার অনুমতি দেওয়ায় ফিরে এসেছেন ভারতে। আজ লক্ষ্ণৌর বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে। এছাড়া নক-আউট পর্বেও মাঠে নামবেন ডান হাতি ফাস্ট বোলার। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। রয়েছেন পার্পল ক্যাপের দৌড়ে। প্লে-অফে যদি জ্বলে উঠতে পারেন তাহলে বেঙ্গালুরুর ট্রফি জয়ের সম্ভাবনা যে অনেকটা বাড়বে তা বলাই যায়।