IPL 2025 RCB vs RR Toss Report in Bengali: টসে জয় রাজস্থানের, বেঙ্গালুরু বধের লক্ষ্যে তারকা পেসারকে দলে ফেরালেন রিয়ানরা !! 1

IPL 2025: আইপিএলের (IPL) প্রথম পর্বের খেলায় রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আজ চিন্নাস্বামীতে ‘রয়্যাল’ দ্বৈরথের ভবিতব্য কি হয় সেদিকে এখন তাকিয়ে ক্রিকেটজনতা। অ্যাওয়ে ম্যাচগুলিতে অনবদ্য খেললেও চলতি মরসুমে ঘরের মাঠে এখনও একটি খেলাতেও জয় পান নি বিরাট কোহলি, রজত পাটিদাররা। আজ সেই  অন্ধকার কাটিয়ে ওঠার সুযোগ থাকছে তাঁদের কাছে। আজ জিতলে প্লে-অফের দিকে বেশ খানিকিটা এগোবে বেঙ্গালুরু। অন্যদিকে লীগ তালিকায় আট নম্বরে থাকা রাজস্থানের (RR) সামনে আজ অস্তিত্ব রক্ষার লড়াই। সঞ্জু স্যামসন নেই চোটের কারণে। আজ ফের একবার রিয়ান পরাগকে দেখা যাবে অধিনায়ক হিসেবে। হ্যাজেলউড-ভুবনেশ্বরদের বিরুদ্ধে বছর চোদ্দর বৈভব সূর্যবংশী কেমন পারফর্ম করেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার।

Read More: রাজস্থানের ম্যাচ ফিক্সিং নিয়ে ঘনাচ্ছে রহস্য, সামনে এলো বিসিসিআইয়ের বক্তব্য !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৪২

তারিখ- ২৪/০৪/২০২৫

ভেন্যু- চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

সাধারণত চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়ে। এখানে প্রথম ইনিংসের গোড় স্কোর ঘোরাফেরা করে ১৬৮’র আশেপাশে। আইপিএলের (IPL) ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান ওঠার নজিরও রয়েছে এই মাঠেই। কিন্তু এবার উইকেটের ঈষৎ ভিন্ন চরিত্র নজরে এসেছে। বেশ কয়েকটি খেলায় দেখা গিয়েছে মন্থর উইকেট। বল পড়ে খানিক থমকে ব্যাটে আসায় কঠিন হয়েছে বড় শট খেলা। আজ চিন্নাস্বামীর বাইশ গজের চরিত্র ঠিক কেমন হবে তা নিয়ে জল্পনা চলছে ক্রিকেটমহলে। আজ অবধি ৯৮টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজন করেছে বেঙ্গালুরুর মাঠ। তার মধ্যে প্রথম ব্যাট করতে নেমে জয় এসেছে ৪১টি ম্যাচে। রান তাড়া করে জয় এসেছে ৫৩টি ম্যাচে। আর ৪টি থেকেছে অমীমাংসিত।

Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Bengaluru Weather Forecast | Image: Twitter
Bengaluru Weather Forecast | Image: Twitter

 বৃহস্পতিবার ‘গার্ডেন সিটি’ বেঙ্গালুরুতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ও রাজস্থান রয়্যালস। আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই আজ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৪ শতাংশ থাকার সম্ভাবনা। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

RCB vs RR হেড টু হেড পরিসংখ্যান-

RCB vs RR | IPL | Image: Getty Images
RCB vs RR | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩৩
  • বেঙ্গালুরুর জয়- ১৬
  • রাজস্থানের জয়- ১৪
  • অমীমাংসিত- ০৩
  • শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৯ উইকেটে জয়ী।

দুই অধিনায়কের মন্তব্য-

Riyan Parag and Rajat Patidar | Image: Twitter
Riyan Parag and Rajat Patidar | Image: Twitter

রজত পাটিদার-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। এই বছরের পিচটা চিন্নাস্বামীর চেনা বাইশ গজের মত নয় বরং বেশ কঠিন ও অপ্রত্যাশিত। আমাদের যত দ্রুত সম্ভব তার সাথে মানিয়ে নিতে হবে। শটচয়নের ক্ষেত্রে নিখুঁত হতে হবে। আমাদের দল একই থাকছে।

রিয়ান পরাগ-

আমরা প্রথমে বোলিং করব। পিচে পা রাখার পর খানিক চটচটে মনে হলো। আশা রাখছি পরে অবস্থার উন্নতি হবে। আমাদের নিজেদের নীতি’র উপর আস্থা রাখতে হবে। যদি ১০০ শতাংশ দিতে পারি তাহলে ফলাফল আপনা-আপনিই আসবে। সঞ্জু ভাই (স্যামসন)-এর পেশীতে ‘টিয়ার’ ধরা পড়েছে। প্রতিটা ম্যাচ ধরে এগোচ্ছি আমরা। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে।  আমাদের দলে একটি বদল রয়েছে। মাহিশ (তীক্ষণা)র বদলে (ফজলহক) ফারুখি খেলছে।

দুই দলের প্রথম একাদশ-

RCB vs RR | IPL | Image: Getty Images
RCB vs RR | IPL | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), রোমারিও শেপার্ড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড‌, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড,  যশ দয়াল।

ইমপ্যাক্ট প্লেয়ার- জেকব বেথেল, রসিক দার সালাম, মনোজ ভাণ্ডাগে, স্বপ্নীল সিং, সুয়শ শর্মা।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল,  নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরণ হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, ফজলহক ফারুখি, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে।

ইমপ্যাক্ট প্লেয়ার- কুণাল রাঠৌর, বৈভব সূর্যবংশী, যূধবীর সিং চরক, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় সিং।

RCB vs RR টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং বেছে নিলো রাজস্থান রয়্যালস।

Also Read: IPL 2025 RCB RCB vs RR Match Preview: বেঙ্গালুরুর মাটিতে জয়ে ফিরতে মরিয়া রাজস্থান, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *