ipl-2025-rcb-vs-kkr-match-preview

IPL 2025: গত ৭ তারিখ ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে মাঝপথে বন্ধ করতে হয়েছিলো পাঞ্জাব বনাম দিল্লী ম্যাচ। এরপর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় গোটা টুর্নামেন্টই। দুই পক্ষ সংঘর্ষবিরতি ঘোষণার পর উন্নতি হয়েছে পরিস্থিতি। যুদ্ধের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে উপমহাদেশ। ফিরছে আইপিএল’ও (IPL)। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। লীগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরসিবি প্লে-অফের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। ঘরের মাঠে ২ পয়েন্ট পেলেন শেষ চার নিশ্চিত করে ফেলবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। ফিল সল্ট ও রজত পাটিদারের প্রত্যাবর্তন আশা জাগাচ্ছে তাঁদের শিবিরে। অন্যদিকে চেন্নাইয়ের বিপক্ষে হারের পর কার্যত ছিটকেই গিয়েছে কলকাতা। অঙ্কের হিসেবে আশা বাঁচিয়ে রাখতেও জয় ছাড়া পথ নেই রাহানেদের সামনে।

Read More: “ওকে বাদ দেওয়া হয়েছে…” বিরাট কোহলির অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ কাইফের !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)

ম্যাচ নং- ৫৮

তারিখ- ১৭/০৫/২০২৫

ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium | Image: Getty Images
M Chinnaswamy Stadium | Image: Getty Images

সাধারণত চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং বান্ধব বাইশ গজই চোখে পড়ে। আইপিএলের (IPL) ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজিরও রয়েছে এই মাঠেই। কিন্তু এই মরসুমে খানিক বদলেছে এখানের পিচের চরিত্র। বেশ কয়েকটি ম্যাচে মন্থর উইকেট দেখা গিয়েছে। বল পড়ে খানিক থমকে ব্যাটে আসছে। যার ফলে কার্যকর হয়েছেন স্পিনাররা। শনিবার চিরাচরিত ব্যাটিং পিচ নাকি স্পিনিং ট্র্যাক–কি অপেক্ষা করে আছে আরসিবি ও নাইট রাইডার্সের জন্য? জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। পরিসংখ্যান বলছে যে বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে আইপিএলের (IPL) ১০০টি ম্যাচ। এর মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে ৪৩টিতে। রান তাড়া করতে নামা দল জয় পেয়েছে ৫৩টিতে। আর অমীমাংসিত থেকেছে বাকি ৪টি ম্যাচ। শনিবার টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং বেছে নিতে পারেন।

Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Bengaluru Weather Forecast | Image: Twitter
Bengaluru Weather Forecast | Image: Twitter

শনিবারের বেঙ্গালুরু বনাম কলকাতা (RCB vs KKR) ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে বর্ষণের সম্ভাবনা রয়েছে ৭৫ শতাংশ। ঐদিন ‘গার্ডেন সিটি’র সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮১ শতাংশ, বলছে পূর্বাভাস। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ ১১ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।

RCB vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

RCB vs KKR | IPL | Image: Getty Images
RCB vs KKR | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩৫
  • বেঙ্গালুরুর জয়- ১৫
  • কলকাতার জয়- ২০
  • শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৭ উইকেটে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

RCB vs KKR | IPL | Image: Getty Images
RCB vs KKR | IPL | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, স্পেন্সার জনসন।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, স্পেন্সার জনসন, হর্ষিত রাণা।

ইমপ্যাক্ট প্লেয়ার- লভনীত সিসোদিয়া, মনীশ পাণ্ডে, অনুকূল রয়, মায়াঙ্ক মারকণ্ডে, হর্ষিত রাণা/অঙ্গকৃষ রঘুবংশী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, সুয়শ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- রসিক দার সালাম, মায়াঙ্ক আগরওয়াল/সুয়শ শর্মা, মনোজ ভাণ্ডাগে, স্বপ্নীল সিং, লিয়াম লিভিংস্টোন।

Also Read: IPL 2025: নাইটদের চিন্তা বাড়িয়েছেন এই ক্যারিবিয়ান তারকা, খেলবেন না আইপিএলের বাকি ম্যাচগুলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *