IPL 2025 RCB vs GT Toss Report in Bengali: টস জিতলো গুজরাত, তারকা পেসারকে বাইরে রেখেই বেঙ্গালুরুর মুখোমুখি শুভমানের দল !! 1

IPL 2025: নতুন অধিনায়ক রজত পাটিদারের অধীনে দুরন্ত গতিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন ও চেপকে পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ জিতে এই মুহূর্তে লীগ তালিকার শীর্ষে তারা। আজ দাপট ধরে রাখার লক্ষ্য সামনে রেখেই হোমগ্রাউন্ডে নামছে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ঝোড়ো ইনিংস খেলেছেন ফিল সল্ট (Phil Salt), রজত পাটিদাররাও। আজও তাঁদের থেকে ধুন্ধুমার ব্যাটিং-এর প্রত্যাশায় সমর্থকেরা। বল হাতে দলের ভরসা হতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া, জশ হ্যাজলউডরা। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও গুজরাত ঘুরে দাঁড়িয়েছে মুম্বইকে হারিয়ে। ফর্মে রয়েছেন সাই সুদর্শন (B.Sai Sudharshan)। আজও ব্যাটিং-এর প্রধান ভরসা হতে চলেছেন তিনিই। থাকছেন শুভমান গিল, জস বাটলাররাও। পুরনো দল বেঙ্গালুরুর বিরুদ্ধে মহম্মদ সিরাজ কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের।

Read More: IPL 2025 RCB vs GT: বাদ পড়ছেন দেবদত্ত পাডিক্কাল, গুজরাতের বিরুদ্ধে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বেঙ্গালুরু !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ১৪

তারিখ- ০২/০৪/২০২৫

ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। আইপিএলের (IPL) অন্যতম সেরা ব্যাটিং সহায়ক পিচ দেখা যায় ‘গার্ডেন সিটি’র চিন্নাস্বামী স্টেডিয়ামে। টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে এখানেই। আজকের দ্বৈরথেও ব্যাটাররা ছড়ি ঘোরাতে পারেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। ইনিংসের শুরুতে পেসারদের জন্য খানিক সাহায্য থাকলেও থাকতে পারে। তবে ম্যাচ যত গড়াবে ততই ব্যাটারদের জাঁকিয়ে বসার সম্ভাবনা। আজ অবধি ৯৫টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে বেঙ্গালুরুর মাঠে। এর মধ্যে ৪১টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। আর ৫০টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। বাকি ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Bengaluru Weather Forecast | Image: Twitter
Bengaluru Weather Forecast | Image: Twitter

বেঙ্গালুরুতে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স ও গুজরাত টাইটান্স (RCB vs GT)। আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, জানাচ্ছে হাওয়া অফিস। যা স্বস্তি যুগিয়েছে ক্রিকেটজনতাকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬০ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন হাওয়ার গতিবেগ হতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা।

RCB vs GT হেড টু হেড পরিসংখ্যান-

RCB vs GT | IPL |  Image: Getty Images
RCB vs GT | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • বেঙ্গালুরুর জয়- ০৩
  • গুজরাতের জয়- ০২
  • শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Shubman Gill and Rajat Patidar | Image: Twitter
Shubman Gill and Rajat Patidar | Image: Twitter

রজত পাটিদার-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। কারণ পিচটা নতুন। বাইশ গজ বেশ শক্ত। বেশী বদলও হবে না। যেভাবে সবাই দলের সাফল্যে অবদান রাখছে তা আমায় অধিনায়ক হিসেবে আলাদা আত্মবিশ্বাস যোগাচ্ছে। আমরা এই দর্শকদের ভালোবাসি। যেভাবে ওরা সবসময়, সব জায়গায় আমাদের সাথে থাকে, তা অতুলনীয়। দলে কোনো বদল নেই।

শুভমান গিল-

আমরা প্রথম বোলিং করবো। উইকেট দেখে বেশ ভালো লাগছে। আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি খুব একটা বদলায় না। আমরা কেবল ছোটোখাটো ভুলগুলো কমাতে চাই। যে জায়গাগুলোয় উন্নতির অবকাশ রয়েছে, সেগুলো ঠিক করতে চাই। ব্যক্তিগত কারণে কাগিসো (রাবাডা) খেলতে পারছে না। আর্শাদ খান প্রথম একাদশে ফিরছে।

দুই দলের প্রথম একাদশ-

RCB vs GT | Image: Getty Images
RCB vs GT | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড।

ইমপ্যাক্ট প্লেয়ার– সুয়শ শর্মা, রসিক দার সালাম, মনোজ ভাণ্ডাগে, জেকব বেথেল, স্বপ্নীল সিং।

গুজরাত টাইটান্স (GT)-

শুভমান গিল (অধিনায়ক), বি.সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, আর. সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- ওয়াশিংটন সুন্দর, শেরফেন রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, মহীপাল লোমরোর, অনুজ রাওয়াত।

RCB vs GT টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স।

Also Read: IPL 2025: PBKS’র বিপক্ষে বিতর্কিত সেলিব্রেশনের জের, বিপুল টাকার জরিমানা LSG’র দিগ্বেশ রাঠির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *