ipl-2025-rcb-vs-gt-probable-xi-of-rcb

IPL 2025: দুরন্ত ছন্দে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চলতি মরসুমে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মত দুই হেভিওয়েট দলের বিরুদ্ধে মাঠে নেমেছেন বিরাট কোহলিরা। জিতেছেন দুটি ম্যাচই। অ্যাওয়ে ম্যাচ থেকে চার পয়েন্ট ছিনিয়ে নিয়ে আপাতত লীগ তালিকার শীর্ষস্থানে রয়েছে আরসিবি। আজ ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে হারিয়ে সেই দাপট ধরে রাখতে মরিয়া তারা। শুভমানদের বিরুদ্ধেও বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও ফিল সল্টকে (Phil Salt)। গত দুটি ম্যাচে সাফল্য পেয়েছে তাঁদের জুটি। টাইটান্স বাহিনীর বিরুদ্ধেও দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর চ্যালেঞ্জ থাকবে দুই তারকার সামনে। তিন নম্বরে দেবদত্ত পাডিক্কালের বদলে উত্তরপ্রদেশের স্বস্তিক চিকারাকে আজ খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন বেঙ্গালুরু কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

চার নম্বরে দেখা যেতে পারে অধিনায়ক রজত পাটিদারকে (Rajat Patidar)। দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মাঝের ওভারগুলোতে স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন ‘ক্যাপ্টেন।’ এরপর থাকছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। তাঁর ব্যাটিং-এর পাশাপাশি কার্যকরী ভূমিকা নিতে পারে বোলিং-ও। ছয় ও সাতে জিতেশ শর্মা ও টিম ডেভিডকে খেলাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স। ইনিংসকে ‘ফিনিশিং টাচ’ দেওয়ার দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। এরপর আটে থাকছেন ক্রুণাল পাণ্ডিয়া (Keunal Pandya)। তাঁর অলরাউন্ড দক্ষতা এই মরসুমে বেঙ্গালুরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাইটদের বিরুদ্ধে ইতিমধ্যেই সেরা ক্রিকেটারের পুরষ্কারও পেয়েছেন সিনিয়র পাণ্ডিয়া। বোলিং-এর সময় বাড়তি স্পিনার হিসেবে নামানো হতে পারে সুয়শ শর্মাকে। পেস বিভাগে ভুবনেশ্বর ও হ্যাজেলউডের সাথে থাকছেন যশ দয়াল।

Read More: IPL 2025: PBKS’র বিপক্ষে বিতর্কিত সেলিব্রেশনের জের, বিপুল টাকার জরিমানা LSG’র দিগ্বেশ রাঠির !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ১৪

তারিখ- ০২/০৪/২০২৫

ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি গুজরাত টাইটান্স। বরাবরই এই মাঠের বাইশ গজ ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এমনকি আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসটিও দেখা গিয়েছে এখানেই। খেলার শুরুতে পেসারদের জন্য খানিক সাহায্য থাকলেও ম্যাচ যত গড়ায় ততই ছড়ি ঘোরাতে দেখা যায় ব্যাটারদের। ফলে আজকের ম্যাচেও বড় রান উঠতে চলেছে বলেই অনুমান ক্রিকেট বিশেষজ্ঞদের। এখনও অবধি চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের (IPL) ৯৫টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৪১টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। আর ৫০টি ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। বামি ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। বুধবার টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।

RCB vs GT হেড টু হেড পরিসংখ্যান-

RCB vs GT | Image: Getty Images
RCB vs GT | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • বেঙ্গালুরুর জয়- ০৩
  • গুজরাতের জয়- ০২
  • শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

বিরাট কোহলি-

মরসুমের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিক কারণেই নজর থাকবে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে অপরাজিত ৫৯ রান করে এবারের আইপিএল অভিযান শুরু করেছেন ‘কিং’ কোহলি। চেপকের কঠিন পিচেও তাঁর ব্যাট থেকে এসেছে ৩১ রান। চিন্নাস্বামীর চেনা বাইশ গজে ঝড় তুলবেন বিরাট, আশাবাদী ভক্তেরা।

ফিল সল্ট-

১১.৫০ কোটি টাকায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন ফিল সল্ট (Phil Salt)। ভারতের বিরুদ্ধে টি-২০, একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর তাঁকে নিয়ে চিন্তায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স সমর্থকেরা। কিন্তু যাবতীয় সন্দেহ তুড়ি মেরে উড়িয়ে দুরন্ত গতিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। নাইটদের বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধেও করেছেন ৩২। বুধবার’ও পাওয়ার-প্লে’তে তাঁর ধুন্ধুমার ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছেন সকলে।

জশ হ্যাজেলউড-

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বল হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুরুপের তাস হয়ে উঠতে পারেন অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। সদ্য চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন। কলকাতার বিরুদ্ধে ২২ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন। চেন্নাইয়ের বিপক্ষে তাঁর ঝুলিতে এসেছে ৩টি শিকার। চিন্নাস্বামীতে নতুন বল হাতে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার প্রচেষ্টা থাকবে তাঁর।

সম্ভাব্য একাদশ-

Royal Challengers Bengaluru | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

ওপেনার- বিরাট কোহলি, ফিল সল্ট ✈️

মিডল অর্ডার- স্বস্তিক চিকারা*, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টোন ✈️

ফিনিশার- টিম ডেভিড ✈️, জিতেশ শর্মা

বোলার- ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড ✈️, সুয়শ শর্মা*

উইকেটরক্ষক- জিতেশ শর্মা

*- ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।

এক নজরে RCB-র সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

বিরাট কোহলি, ফিল সল্ট ✈️, স্বস্তিক চিকারা, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড ✈️, লিয়াম লিভিংস্টোন ✈️, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড ✈️।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

বিরাট কোহলি, ফিল সল্ট ✈️, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড ✈️, লিয়াম লিভিংস্টোন ✈️, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড ✈️, সুয়শ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- স্বস্তিক চিকারা/সুয়শ শর্মা, দেবদত্ত পাডিক্কাল, স্বপ্নীল সিং, জেকব বেথেল, মোহিত রাঠী।

Also Read: IPL 2025: “আমাদের চিন্তা করতে..” LSG’কে হারানোর পর ঋষভ পান্থের করা অপমানের জবাব দিলো PBKS !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *