IPL 2025: নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ জিতে দুরন্ত গতিতে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নয়া অধিনায়ক রজত পাটিদারের অধীনে দলের পারফর্ম্যান্স স্বপ্ন দেখাচ্ছিলো সমর্থকদের। কিন্তু ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হলো ৮ উইকেটের ব্যবধানে। টসে জিতে আজ প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টাইটান্স অধিনায়ক শুভমান গিল। পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ। যোগ্য সঙ্গত আর্শাদ খান, সাই কিশোরদেরও। ধুঁকতে থাকা বেঙ্গালুরু ১৬৯ অবধি পৌঁছায় লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিডদের সৌজন্যে। রান তাড়া করতে নেমে অধিনায়ক শুভমানকে দ্রুত খুইয়েছিলো গুজরাত। কিন্তু সাই সুদর্শন ও জস বাটলারের জুটি ছিনিয়ে নিয়ে যায় ম্যাচ। ধুন্ধুমার ক্যামিও শেরফেন রাদারফোর্ডেরও।
Read More: KKR vs SRH: বাদ অভিষেক শর্মা, বিদেশি এই অলরাউন্ডারের ওপর ভরসা রাখছে হায়দ্রাবাদ শিবির !!
বেঙ্গালুরুর মানরক্ষা লিভিংস্টোনের ব্যাটে-

ইনিংসের শুরুতেই আজ জোর ধাক্কা খেয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর্শাদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ৭-এর বেশী এগোতে পারেন নি তিনি। তিনে নামা দেবদত্ত পাডিক্কালও ব্যর্থ হলেন আরও একবার। মহম্মদ সিরাজের শিকার হতে হয় তাঁকে। পাওয়ার-প্লে সিরাজকে তিন ওভার বোলিং করান শুভমান। ফলও মেলে হাতেনাতে। ফর্মে থাকা ফিল সল্টকেও আউট করেন বেঙ্গালুরুর প্রাক্তনী। ১৪ করে আউট হন ইংল্যান্ড তারকা। একটা সময় ৪২ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। ডুবতে থাকা ব্যাটিং-কে ভরসা যোগান লিয়াম লিভিংস্টোন। ৪০ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। লোয়ার মিডল অর্ডারে জিতেশ শর্মা ও টিম ডেভিড’ও করেন যথাক্রমে ৩৩ ও ৩২ রান। তিন জনের মিলিত প্রচেষ্টায় ১৬৯ রান স্কোরবোর্ডে তুলতে পারে আরসিবি। ১৯ রান খরচ করে ৩ উইকেট সিরাজের।
দুরন্ত জুটি সাই-বাটলারের-

চলতি আইপিএলে এখনও বড় রান অধরাই শুভমান গিলের। আজ ১৪ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভুবনেশ্বর কুমারের বলে। তবে বেঙ্গালুরুর প্রত্যাবর্তনের পথ আটকালেন সাই সুদর্শন ও জস বাটলার। অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়ালদের মত বিগ হিটার হয়ত নন তামিলনাড়ুর সাই। কিন্তু প্রতিভায় যে কোনো অংশেই পিছিয়ে নেই তা প্রতিদিনই বুঝিয়ে দিচ্ছেন তিনি। গত দুটি ইনিংসে অর্ধশতক এসেছিলো তাঁর ব্যাট থেকে। আজ থামলেন ৪৯ রানে। তিনে নেমে তরুণ বাম হাতির সাথে জুটি বাঁধেন জস বাটলার। আজ উইকেটরক্ষকের দস্তানা হাতে একটি সহজ ক্যাচ ফস্কেছিলেন তিনি। ব্যাট হাতে পুষিয়ে দিলেন ইংল্যান্ড কিংবদন্তি। দ্বিতীয় উইকেটের জন্য ৭৫ রানের জুটি গড়েন সাই সুদর্শনের সাথে। তরুণ সতীর্থ ফেরার পরেও জারি রাখলেন আক্রমণ। মাত্র ৩৯ বলে ৭৩ করে রইলেন অপরাজিত।
দাপুটে জয় গুজরাতের-

১৮তম ওভারের পঞ্চম বলে জশ হ্যাজেলউডকে চিন্নাস্বামীর গ্যালারিতে আছড়ে ফেলে গুজরাতকে দুই পয়েন্ট এনে দেন ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড। মাত্র ১৮ বলে ৩০* রানের ঝোড়ো ইনিংস আজ খেললেন তিনিও। বল হাতে বেঙ্গালুরু জার্সিতে একমাত্র উজ্জল জ্যোতিষ্ক ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন তিনি। জশ হ্যাজেলউড ১টি উইকেট পেলেও ৩.৪ ওভারে খরচ করেছেন ৪৩ রান। ১৭তম ওভারে তাঁর উপর চড়াও হন জস বাটলার। হাঁকান জোড়া ছক্কা। সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া-আজকের ম্যাচে ঝুলি শূন্য সকলেরই। কলকাতা ও চেন্নাইয়ের বিরুদ্ধে পরপর দুটি জয়ের ফলে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আজকের হার একধাক্কায় তাদের নামিয়ে দিলো তৃতীয় স্থানে। এক ও দুই নম্বরে যথাক্রমে পাঞ্জাব ও দিল্লী। গুজরাত আজ উঠে এলো চারে।