IPL 2025: রাজস্থান রয়্যালসকে হারিয়ে গত বৃহস্পতিবার লীগ তালিকার শীর্ষস্থান দখল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ তা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। যদি চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিতে পারে আরসিবি, তাহলে তারা পৌঁছবে ১৬ পয়েন্টে। কার্যত আইপিএলের (IPL) শেষ চারের ছাড়পত্রও ছিনিয়ে নেবেন তারা। ঘরের মাঠে এই সোনালী সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবেন বিরাট কোহলি, রজত পাটিদার, ক্রুণাল পাণ্ডিয়ারা। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এই বছর চূড়ান্ত হতাশ করেছে সমর্থকদের। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি’রা। বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই পয়েন্ট এই মুহূর্তে সান্ত্বনা পুরস্কার হতে পারে শিবম দুবে, স্যাম কারানদের জন্য। সেই লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা। আজ ‘দাক্ষিণাত্য ডার্বি’তে কোন পক্ষ বাজিমাত করে তা দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেটজনতা।
Read More: ভিডিও: নিজের দেশেই সুরক্ষিত নয় শহিদ আফ্রিদি, জনগণের হাতে খেলেন বেধড়ক মার !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৫২
তারিখ- ০৩/০৫/২০২৫
ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
M Chinnaswamy Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়ে। প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৮-এর কাছাকাছি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডও রয়েছে এখানেই। কিন্তু খানিক ভিন্ন চরিত্রের বাইশ গজ দেখা গিয়েছে এই মরসুমে। বেশ কিছু ম্যাচে পিচ ছিলো মন্থর। কার্যকরী হয়েছেন স্পিন বোলাররা। আজ বেঙ্গালুরুতে বৃষ্টির সতর্কতা রয়েছে। যদি খেলার আগে পিচ ঢাকা থাকে তাহলে আর্দ্রতার কারণে ব্যাটারদের চেয়ে পেস বোলাররা অধিক সাহায্য পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে যে ইতিপূর্বে আয়োজিত ৯৯টি আইপিএল ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছে প্রথম ব্যাটিং করতে নামা দল। আর ৫৩টিতে জিতেছে রান তাড়া করতে নামা দল। অমীমাংসিত থেকেছে ৪টি ম্যাচ।
Bengaluru Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম সুপার কিংস। ম্যাচ ঘিরে রয়েছে বৃষ্টির সতর্কতা। গার্ডেন সিটিতে বর্ষণের সম্ভাবনা ৬৫ শতাংশ, জানিয়েছে হাওয়া অফিস। আদৌ সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে তাই থাকছে অনিশ্চয়তা। আজ বেঙ্গালুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৬ শতাংশ থাকতে পারে। এছাড়া ম্যাচের সময় হাওয়ার গতিবেগ হতে পারে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা।
RCB vs CSK, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৪
- বেঙ্গালুরুর জয়- ১২
- চেন্নাইয়ের জয়- ২১
- অমীমাংসিত- ০১
- শেষ সাক্ষাতে ফলাফল- বেঙ্গালুরু ৫০ রানে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

রজত পাটিদার-
আমরাও প্রথমে বোলিং-ই করতাম। তবে উইকেট খুব একটা বদলাবে না। আমরা চেষ্টা করবো একটা ভালো স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখতে। সবাইকে মানসিক ভাবে ভালো জায়গায় রয়েছে। নিজের ভূমিকা দারুণ ভাবে পালন করছে। একজন অধিনায়ক হিসেবে আমি আমার ছেলেদের নিয়ে আত্মবিশ্বাসী। এখনও পর্যন্ত অনেকে দলের হয়ে ভালো পারফর্ম করেছে যেটা একটা ভালো দিক। আমাদের হাতে আর চারটে ম্যাচ রয়েছে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। এখন প্রত্যেকটা খেলাই খুব গুরুত্বপূর্ণ। এখনই (প্লে-অফের) যোগ্যতা অর্জন নিয়ে ভাবছি না। আমরা চারটে ম্যাচেই ভালো করার চেষ্টা করবো। দলে একটা পরিবর্তন রয়েছে। জশের (হ্যাজেলউড) বদলে (লুঙ্গি) এনগিডি খেলছে।
মহেন্দ্র সিং ধোনি-
আমরা প্রথমে বোলিং করবো। যে চারটে ম্যাচ হাতে রয়েছে তাতে যা যা করা সম্ভব তা করতে চাই। আগামী বছরের দিকে তাকাতে চাই। কে কে কোন ভূমিকায় কার্যকরী হতে পারে তা দেখে নিতে চাই। হ্যাঁ আমাদের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই চারটে ম্যাচ থেকে সেরাটা নিঙড়ে নেওয়াও গুরুত্বপূর্ণ। উইকেট দেখে বেশ চটচটে মনে হচ্ছে। হয়ত অনেকক্ষণ আচ্ছাদনের নীচে ছিলো। তাছাড়া এটা এমনই একটা ভেন্যু যেখানে রান করা সহজ। শুরুতে খানিক সমস্যা হলেও পরে ব্যাট করা অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। ব্যাটারদের নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে হবে। বোলারদের মার খাওয়ার ভয় পেলে চলবে না। কারণ কোনো না কোনো দিন সবাইকেই মার খেতে হয়। একটা পরিকল্পনা ছকে নিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দল অপরিবর্তিতই থাকছে।
দুই দলের প্রথম একাদশ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
জেকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেপার্ড, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।
ইমপ্যাক্ট প্লেয়ার- সুয়শ শর্মা, মনোজ ভাণ্ডাগে, রসিক দার সালাম, লিয়াম লিভিংস্টোন, স্বপ্নীল সিং।
চেন্নাই সুপার কিংস (CSK)-
সাইক রশিদ, আয়ুষ মাথরে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), দীপক হুডা, অংশুল কম্বোজ, মাথিশা পাথিরাণা, নূর আহমেদ, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার- শিবম দুবে, রবিচন্দ্রণ অশ্বিন, জেইমি ওভারটন, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ।
RCB vs CSK টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস।