IPL 2025: শনিবার রুদ্ধশ্বাস লড়াইতে চেন্নাই সুপার কিংসকে (CSK) ২ রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান তিনি। কোহলি, বেথেল ও রোমারিও শেপার্ডের অর্ধশতক ভর করে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রান স্কোরবোর্ডে যোগ করে হোম টিম। রান তাড়া করতে নামা চেন্নাই দারুণ ভাবে জবাব দিয়েছিলো বেঙ্গালুরুকে (RCB)। ঝড় তোলেন বছর সতেরোর আয়ুষ মাথরে (Ayush Mhatre)। শতক হাতছাড়া হলেও তাঁর ৯৪ রানের ইনিংস জায়গা করে নিলো ক্রিকেটমহলের আলোচনায়। সর্বস্ব দিয়ে চেষ্টা করলেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। কিন্তু ৭৭* রানের ইনিংস খেলেও শেষমেশ পরাজিতের দলেই নাম লেখাতে হলো তাঁকে। ডেথ ওভারে ব্যাটিং ব্যর্থতার ফলে হেরেই মাঠ ছাড়তে হলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের।
Read More: ৬,৬,৬,৬,৬,৬.., CSK-র বিরুদ্ধে রোমারিও শেফার্ডের নতুন রেকর্ড, দ্রুততম অর্ধশতরান বানিয়ে তৈরি করলেন ইতিহাস !!
চিন্নাস্বামীতে রণংদেহী রোমারিও-

ব্যাট হাতে ইনিংসের শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন জেকব বেথেল (Jacob Bethell) ও বিরাট কোহলি। ইংল্যান্ডের তরুণ বেথেল কেরিয়ারের প্রথম আইপিএল (IPL) ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেন নি। কিন্তু দ্বিতীয় সুযোগে নজর কেড়ে নিলেন তিনি। মাত্র ৩৩ বল খেলে করেন ৫৫ রান। দারুণ ছন্দে বিরাট’ও (Virat Kohli)। চলতি মরসুমের সপ্তম অর্ধশতক আজ এলো তাঁর ব্যাট থেকে। ৩২ বল খেলে ৬২ করেন বেঙ্গালুরুর সুপারস্টার। দুই ওপেনার আউট হওয়ার পর অবশ্য ঝিমিয়ে পড়েছিলো আরসিবি’র ইনিংস। পাটিদার, পাডিক্কাল বা জিতেশ শর্মারা ফেরেন অল্প রানেই। ডেথ ওভারে খেলার মোড় ঘোরান রোমারিও শেপার্ড (Romario Shepherd)। খলিল আহমেদের এক ওভার থেকে ছিনিয়ে নেন ৩৫ রান। মাত্র ১৪ বলে খেলে ৫৩ করে অপরাজিত থাকলেন তিনি। আইপিএলে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক এলো তাঁর ব্যাটে।
অবিশ্বাস্য ইনিংস আয়ুষের-

চেন্নাইয়ের হয়ে আজ ওপেন করতে নেমেছিলেন সাইক রশিদ ও আয়ুষ মাথরে (Ayush Mhatre)। ১১ বলে ১৪ করে ফিরে যান সাইক। কিন্তু পিছন ফিরে তাকান নি বছর ১৭-এর আয়ুষ। ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ডিয়া, যশ দয়াল, সুয়শ শর্মা-বেঙ্গালুরুর বোলিং লাইন আপে অভিজ্ঞতার অভাব ছিলো না আজ। কিন্তু যাবতীয় আক্রমণ সাবলীল ভঙ্গিতে সামলাতে দেখা গেলো মুম্বইয়ের কিশোরকে। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে হইচই ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলের (IPL) ইতিহাসে কনিষ্ঠতম শতরানকারী হয়েছিলেন তিনি। আজ আয়ুষের (Ayush Mhatre) সামনে সুযোগ ছিলো দ্বিতীয় কনিষ্ঠতম হওয়ার। কিন্তু মাইলস্টোন আর ছোঁয়া হলো না তাঁর। ৪৮ বলে ৯৪ করেই থামতে হলো তাঁকে। মুম্বইয়ের কিশোরকে আজ যোগ্য সঙ্গত অভিজ্ঞ জাদেজার। জুটিতে ১১৪ রান যোগ করেন দু’জনে।
বেঙ্গালুরুকে ম্যাচ উপহার চেন্নাইয়ের-

আয়ুষ যখন আউট হন তখন চেন্নাইয়ের প্রয়োজন ২২ বলে ৪৩ রান। হাতে তখনও সাত উইকেট। আস্কিং রেট ১২ ছুঁইছুঁই। আধুনিক টি-২০তে ব্যাটিং দলের হয়েই সম্ভবত বাজি ধরবেন অধিকাংশ ক্রিকেটপ্রেমী। কিন্তু সিএসকে তরীর হাল ধরার জন্য কোনো নাবিকেরই দেখা পাওয়া গেলো না আজ। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চেষ্টা করলেন ঠিকই। কিন্তু ৪৫ বলে ৭৭* করে দিনের শেষে ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হলো তাঁকে। ডিওয়াল্ড ব্রেভিস (১ বলে ০), মহেন্দ্র সিং ধোনি’দের (৮ বলে ১২) থেকে কোনোরকম সাহায্যই তিনি পেলেন না। শেষ ওভারে নো-বলে ছক্কা হজম করে চেন্নাইকে বাড়তি সুবিধা করে দিয়েছিলেন যশ দয়াল। তার ফায়দাও তুলতে পারলেন না হলুদ জার্সিধারীরা। ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই (CSK)। আজকের হার আরও অন্ধকারে ডোবালো তাদের। অন্যদিকে ১৬ পয়েন্টে পৌঁছে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেললো বেঙ্গালুরু।