IPL 2025: আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে এখনও অবধি একমাত্র অপরাজিত দল দিল্লী ক্যাপিটালস। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে তারা। ঝুলিতে ৬ পয়েন্ট। অপরাজিত তকমা ধরে রাখতে তারা যে কতটা মরিয়া তার প্রমাণ আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে বল হাতে দিলো অক্ষর প্যাটেলের দল। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ক্যাপিটালস শিবির। ইনিংসের গোড়ায় যখন একের পর এক চার-ছক্কা হাঁকাচ্ছিলেন ফিল সল্ট, বিরাট কোহলি’রা, তখন হোম টিমের দাপটে রীতিমত দিশাহারাই দেখাচ্ছিলো দিল্লী’কে। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফেরে তারা। কুলদীপ, মুকেশরা একের পর এক উইকেট তুলে ছিনিয়ে নেন ম্যাচের রাশ। ধুঁকতে থাকা বেঙ্গালুরু ফের লড়াইতে ফেরে ইনিংসের একদম শেষলগ্নে। অলরাউন্ডার টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ক্যামিও নির্ধারিত ২০ ওভারে আরসিবি’র স্কোর পৌঁছে দেয় ৭ উইকেটের বিনিময়ে ১৬৩তে।
Read More: IPL 2025: “কিছু বললেই ঝামেলা…” প্রকাশ্যে KKR-এর কোন্দল, অধিনায়কত্ব ছাড়ছেন অজিঙ্কা রাহানে !!
সল্ট ঝড় সামলে লড়াইতে ফেরে দিল্লী-

ইনিংসের শুরুটা ঝড়ের গতিতে করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন দিল্লী অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁকে বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান কোহলি। পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকান ফিল সল্ট। পাওয়ার-প্লে’তে ছন্দে থাকা মিচেল স্টার্কের উপরেও চড়াও হন ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক-ব্যাটার। একই ওভারে দু’টি ছক্কা ও চারটি চার মারেন তিনি। দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন অজি পেসার। আজ সল্টের বিরুদ্ধে একই ওভারে ৩০ রান খরচ করে বসেন তিনি। সল্ট-কোহলির আগ্রাসী ব্যাটিং দেখে মনে হয়েছিলো যে সহজেই ২০০ পেরোবে বেঙ্গালুরু। কিন্তু ছন্দপতন ঘটে চতুর্থ ওভারে। কোহলির সাথে ভুলবোঝাবুঝিতে রান-আউট হন সল্ট। ১৭ বলে ৩৭ করে তিনি ফেরার পরেই মোড় ঘুরে যায় খেলার।
তিন নম্বরে নেমে ফের ব্যর্থ দেবদত্ত পাডিক্কাল। মুকেশ কুমারের শিকার হয়ে হাঁটা দেন সাজঘরের উদ্দেশ্যে। ৮ বল খেলে তাঁর ঝুলিতে মাত্র ১ রান। বেশীদূর এগোতে পারেন নি বিরাট কোহলিও। লেগস্পিনার বিপ্রজ নিগমের বলে উইকেট হারান তিনি। বেঙ্গালুরু সুপারস্টারের ‘মিসহিট’ লং-অফ থেকে বেশ খানিকটা দৌড়ে এসে তালুবন্দী করেন মিচেল স্টার্ক। ১৪ বল খেলে আজ বিরাটের সংগ্রহ ২২ রান। রান পান নি লিয়াম লিভিংস্টন’ও। ৬ বলে ৪ করে আউট হন মোহিত শর্মা’র বলে। জিতেশ শর্মা’র ঝুলিতে আজ ১। ব্যাটিং বিপর্যয়ের মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্সের আশা-ভরসা হতে পারতেন অধিনায়ক পাটিদার। ক্রিজ আঁকড়ে রেখে স্কোরবোর্ডকে সচল রাখার মরিয়া প্রয়াস চালান মধ্যপ্রদেশের ক্রিকেটার। কিন্তু চেনা ধুন্ধুমার মেজাজে পাওয়া যায় নি তাঁকেও। ২৩ বলে ২৫ করে কুলদীপের টার্নে উইকেট হারান তিনি।
ডেভিডের ক্যামিও লড়াইতে রাখলো বেঙ্গালুরুকে-

১৮ বলে ১৮ রান করে যখন আউট হন ক্রুণাল পাণ্ডিয়া তখন বেঙ্গালুরুর স্কোরবোর্ডে ১২৫ রান। অল-আউটের ভয় জাঁকিয়ে বসেছিলো সমর্থকদের মনে। অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা কাটলো টিম ডেভিডের ব্যাটে। অজি অলরাউন্ডার’কে জেড্ডার মেগা নিলাম থেকে দলে ফিরিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। কর্মকর্তাদের আস্থার প্রতিদান পারফর্ম্যান্স দিয়েই দিচ্ছেন তিনি। আজও ডেথ ওভারে ঝড় তুলতে দেখা গেলো তাঁকে। অক্ষর প্যাটেল, মুকেশ কুমারদের বিরুদ্ধে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর স্কোর ১৬০-এর গণ্ডী পার করান তিনি। দিল্লীর হয়ে আজ ২টি করে উইকেট পেয়েছেন বিপ্রজ নিগম ও কুলদীপ যাদব। ১টি করে সাফল্য মোহিত শর্মা, মুকেশ কুমারের। ফর্মে থাকা দু প্লেসি, রাহুলদের বিরুদ্ধে ১৬৪-এর লক্ষ্য যথেষ্ট কিনা তা নিয়ে দ্বিধা রয়েছে। তবে টিম ডেভিড যে বেঙ্গালুরুকে লড়াইয়ের মঞ্চ উপহার দিয়েছেন তা মানছেন বিশেষজ্ঞরা।