ipl-2025-rcb-score-169-in-first-innings-against-gt

IPL 2025: পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে টসে জিতে গুজরাট অধিনায়ক শুভমান গিল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি থেকে রজত পাটিদার কেউই দলকে ভরসা দিতে পারেননি। বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ। তবে লিয়াম লিভিংস্টোনের অর্ধশতরানে ভর করে শেষ পর্যন্ত ১৬৯ রানে পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Read More: IPL 2025: “বিরাটদের বোতলবন্দী করে ফেলেছে…” চিন্নাস্বামীর ব্যাটিং স্বর্গে আস্ফালন গুজরাত বোলারদের, হইচই সোশ্যাল মিডিয়ায় !!

টপ অর্ডারের বিপর্যয়-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিল সল্ট এবং বিরাট কোহলি ওপেনিং করতে আসেন। তবে দ্বিতীয় ওভারেই তরুণ বোলার আরশাদ খানের বলে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে অঘটন ঘটান বিরাট। মাত্র ৬ বলে ৭ রানে আউট হয়ে দলকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেন তিনি। গুজরাটের হয়ে প্রথম থেকেই পুরোনো দলের বিপক্ষে বল হাতে ঘাতক হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ। তৃতীয় ওভারে তিনি দেবদত্ত পাডিক্কলের উইকেট উড়িয়ে দেন। আইসিবির এই তারকা ফেরেন মাত্র ৪ রানে। এরপর ওপেনার ফিল সল্ট রজত পটিদারের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সিরাজের সামনে আত্মসমর্পণ করেন সল্ট। ১৩ বলে ১৪ রান করে তিনি ফিরে যান। গুরুত্বপূর্ণ সময় হতাশ করেন রজত পাটিদারও। বেঙ্গালুরু অধিনায়ক মাত্র ১২ বলে ১২ রান করে এলবিডব্লিউ হয়ে যান। পাটিদারের উইকেট শিকার করেন অভিজ্ঞ ইশান্ত শর্মা।

লিভিংস্টোনের প্রসংশনীয় লড়াই-

Liam Livingstone | Image: Getty Images
Liam Livingstone | IPL | Image: Getty Images

৪২ রানে এক সময় আরসিবি ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে লিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে ভরসা দেন। ৩৮ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তারা। সাই কিশোরের বলে রহুল তেওয়াটিয়াকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জিতেশ শর্মা। তার ব্যাট থেকে এসেছিল ২১ বলে ৩৩ রান। কঠিন সময়ে লিভিংস্টোন একদিক থেকে ধরে রানের গতি সচল রেখেছিলেন। তিনি ৪০ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং একটি চার।

১৯ তম ওভারে মহম্মদ সিরাজের বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে বসেন লিভিংস্টোন। এই উইকেটে সঙ্গে তারকা পেসার আজ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন। সাই কিশোর ৪ ওভারে ২২ রান দিয়ে পেয়েছেন ২ টি উইকেট। ১ করে উইকেট ঝুলিতে ভরেন আরশাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা ও ইশান্ত শর্মা। অন্যদিকে নিচের দিকে ব্যাট করতে নেমে টিম ডেভিড ব্যাট হাতে জ্বলে ওঠেন। তার ১৮ বলে ৩২ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৬৯ রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Also Read: IPL 2025 KKR vs SRH: বাদের খাতায় রিঙ্কু সিং, হায়দ্রাবাদের বিরুদ্ধে রদবদল নাইটদের ওপেনিং জুটিতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *