ipl-2025-rcb-retains-only-3-players

IPL 2025: ২০২৫ আইপিএলের (IPL) মেগা অকশনের জন্য ১২০ কোটি টাকার অকশন পার্স নির্দিষ্ট করে দিয়েছে বোর্ড। পাঁচটি রিটেনশন স্লট ব্যবহার করলে খরচ পড়বে ৭৫ কোটি টাকা। অর্থাৎ নিলামে হাতে থাকা অর্থের পরিমাণ কমে দাঁড়াবে ৪৫ কোটিতে। যা ভালো দল গড়তে কখনই যথেষ্ট নয় বলে মনে করছে ক্রিকেটমহল। তাই পাঁচটি স্লটের সবক’টি ব্যবহার করা নিয়ে দ্বিধায় সিংহভাগ ফ্র্যাঞ্চাইজি। ব্যতিক্রম নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ও (RCB)। নিলামের জন্য পর্যাপ্ত টাকা অকশন পার্সে যাতে থাকে তা নিশ্চিত করার জন্য তারা পাঁচ জন নয় বরং তিনজন ক্রিকেটারকে ‘রিটেন’ করার কথা ঘোষণা করেছে তারা। মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) অবশ্যই থাকছেন এই তালিকায়। এছাড়া রয়েছেন রজত পতিদার (Rajat Patidar) ও যশ দয়াল (Yash Dayal)। অকশনের জন্য তাদের হাতে থাকছে ৮৩ কোটি টাকা।

Read More: IPL 2025: গম্ভীরের সিদ্ধান্তে লাভবান KKR, সস্তায় এই তারকাকে দলে রাখছে নাইট বাহিনী !!

বেঙ্গালুরুর রিটেনশন তালিকায় তিন তারকা-

Faf du Plessis and Virat Kohli | IPL | Image: Getty Images
Faf du Plessis and Virat Kohli | Image: Getty Images

২০০৮ সালে পথচলা শুরু করে আইপিএল (IPL)। তখন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টানা সতেরো বছর একই দলের জার্সি গায়ে মাঠে নামার নজির নেই অন্য কোনো ক্রিকেটারের। ‘কিং’ কোহলির সাথে সম্পর্কে দাঁড়ি টানার কথা ভাবছে না বেঙ্গালুরু। বরং প্রথম স্লটেই ধরে রাখা হচ্ছে ২০২৪-এর কমলা টুপি বিজয়ীকে। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তারা রিটেন করছে রজত পতিদার’কে। মধ্যপ্রদেশের ক্রিকেটার ২০২১ থেকে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে। ২০২২-এ রিলিজ করলেও পর লভনীত সিসোদিয়ার বদলি হিসেবে ফেরানো হয়েছিলো তাঁকে। ব্যাট হাতে বেশ ধারাবাহিক তিনি। দ্বিতীয় স্লটটি রাখা হচ্ছে তাঁর জন্য। তৃতীয় ‘রিটেনশন’ স্লট পাচ্ছেন যশ দয়াল। আনক্যাপড ক্রিকেটার হওয়ায় কম দামে তাঁকে ধরে রাখতে পারছে রয়্যাল চ্যালেঞ্জার্স।

এক নজরে RCB-র রিটেনশন তালিকা-

১) বিরাট কোহলি- ২১ কোটি টাকা

২) রজত পতিদার- ১১ কোটি টাকা

৩) যশ দয়াল (আনক্যাপড)- ৫ কোটি টাকা

বাদ পড়ছেন ম্যাক্সওয়েল, দু প্লেসি’রা-

Glenn Maxwell and Faf du Plessis | IPL | Image: Getty Images
Glenn Maxwell and Faf du Plessis | Image: Getty Images

বেঙ্গালুরু’র (RCB) রিলিজ তালিকাতে সুপারস্টারদের ছড়াছড়ি। গত তিন বছরের অধিনায়ক ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) ছেঁটে ফেলা হয়েছে। সূত্রের খবর যে ২০২৫-এর আইপিএলে (IPL) অধিনায়কত্বে ফিরতে পারেন বিরাট কোহলি স্বয়ং। এছাড়াও বাদের তালিকায় গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ক্যামেরন গ্রিনের মত তারকা অলরাউন্ডাররা। রিটেনশন সংক্রান্ত নিয়মবিধি প্রকাশিত হওয়ার পর বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন যে ধরে রাখা হবে মহম্মদ সিরাজ’কে। সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্সে (RCB) কাটিয়েছেন তিনি। কিন্তু তাঁকেও ছেঁটে ফেলার মত কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ফ্র্যাঞ্চাইজি। বিপুল অর্থের বিনিময়ে আলঝারি জোসেফকে দলে সামিল করা হয়েছিলো গত মিনি নিলাম থেকে। বাদ পড়েছেন তিনিও। সবক’টি রিটেনশন স্লট ব্যবহার না করায় বেঙ্গালুরু অকশন পার্সে শক্তিশালী দল গঠনের জন্য যথেষ্ট অর্থ থাকবে বলে মত ক্রিকেটমহলের।

এক নজরে RCB-র রিলিজ তালিকা-

ফাফ দু প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মায়াঙ্ক ডাগার, অনুজ রাওয়াত , সুয়শ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহীপাল লোমরোর, কর্ণ শর্মা, মনোজ ভাণ্ডাগে, বিজয়কুমার বৈশাখ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, হিমাংশু শর্মা, রিস টপলি, রাজন কুমার, আলঝারি জোসেফ, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নীল সিং, সৌরভ চৌহান।

Also Read: PAK vs ENG: শাপমুক্তি পাকিস্তানের, ১৩৪৯ দিন পর ঘরের মাঠে এলো টেস্ট জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *