ipl-2025-rcb-potential-strongest-xi

IPL 2025: ২২ তারিখ আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুমে অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত সতেরো বছরের চেষ্টাতেও খেতাব জয়ের স্বাদ পায় নি তারা। বেশ কয়েকবার প্লে-অফ বা ফাইনালের যোগ্যতা অর্জন করেও শেষমেশ ফিরতে হয়েছে খালি হাতে। এবার ছবিটা বদলাতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। প্রথম ট্রফির লক্ষ্যে স্কোয়াডে একঝাঁক রদবদল করেছে তারা। ছেড়ে দিয়েছে ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজদের মত টি-২০ দুনিয়ার সুপারস্টারদের। ছয়জনকে রিটেন করার সুযোগ থাকলেও আরসিবি ধরে রেখেছে কেবল তিনজনকে। ব্যবহার করে নি আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড’ও। ‘নিউ লুক’ বেঙ্গালুরু শিবিরের নতুন ‘ক্যাপ্টেন’ হিসেবে বেছে নেওয়া হয়েছে রজত পাটিদারকে (Rajat Patidar)। সাফল্যের লক্ষ্যে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। কারা জায়গা পাবেন প্রথম একাদশে? উত্তরের খোঁজে সমর্থকেরা।

Read More: “মেয়ে কোনো দোষ করে নি…” হোলি বিতর্কে সাফ জবাব হাসিনের, বিঁধলেন মহম্মদ শামিকেও !!

শুরুতে সল্ট-কোহলি, চারে পাটিদার-

Virat Kohli and Rajat Patidar | IPL | Image: Getty Images
Virat Kohli and Rajat Patidar | IPL | Image: Getty Images

ফাফ দু প্লেসি’র (Faf du Plessis) সঙ্গে গত তিন বছর বিরাট কোহলির (Virat Kohli) ওপেনিং জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) বহু সাফল্য এনে দিয়েছিলো। এবার দল বদলে দিল্লীতে গিয়েছেন প্রোটিয়া তারকা। ইনিংসের শুরুতে তাঁর পরিবর্তে কোহলির (Virat Kohli) সঙ্গী হতে চলেছেন ফিল সল্ট (Phil Salt)। গত মরসুমে নাইট রাইডার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ১৮২ স্ট্রাইক রেট ও প্রায় ৪০ গড়ে ৪৩৫ রান করেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। এবারও তাঁর থেকে বিস্ফোরক পারফর্ম্যান্সের আশায় থাকবেন বেঙ্গালুরু সমর্থকেরা। তিন নম্বরে দেখা যেতে পারে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal)। কর্ণাটকের তরুণের ‘ঘর ওয়াপসি’ হচ্ছে এবার। ব্যাটিং অর্ডারের নাম নম্বরে দেখা যাবে নবনির্বাচিত অধিনায়ক রজত পাটিদারকে (Rajat Patidar)। ২০২৪-এ ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ তাঁর সামনে।

সাফল্যের চাবিকাঠি হবেন অলরাউন্ডাররা?

Liam LIvingstone | IPL | Image: Getty Images
Liam LIvingstone | IPL | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে মিডল অর্ডারের ব্যর্থতা বেশ ভুগিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। এবারের মেগা নিলামে তাই সেই ফাঁকফোকর পূরণ করায় অধিক নজর দিয়েছিলেন কর্মকর্তারা। আসন্ন মরসুমে বেঙ্গালুরুর জন্য মুশকিল আসান হয়ে উঠতে পারেন তাঁদের তিন অলরাউন্ডার। ৮.৭৫ কোটি টাকায় পাঞ্জাব ছেড়ে আরসিবি’তে যোগ দিয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। পাঁচ নম্বরে ব্যাটিং-এর পাশাপাশি কার্যকরী হতে পারে তাঁর লেগস্পিন। ছয়ে নম্বরে দেখা যেতে পারে পেস বোলিং অলরাউন্ডার টিম ডেভিডকে (Tim David)। অস্ট্রেলীয় তারকা এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক ম্যাচে সাফল্য পেয়েছেন ‘ফিনিশার’ হিসেবে। বেঙ্গালুরুতে এবার দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে তাঁর। সাত নম্বরে দেখা যেতে পারে ক্রুণাল পাণ্ডিয়াকে (Krunal Pandya)। কার্যকরী ব্যাটিং-এর পাশাপাশি তাঁর লেফ্‌ট আর্ম অর্থোডক্স স্পিনও তফাৎ গড়ে দিতে পারে বাইশ গজে।

তিন পেসার ও এক স্পিনার বেঙ্গালুরুতে-

Josh Hazlewood | IPL | Image: Getty Images
Josh Hazlewood | IPL | Image: Getty Images

লিভিংস্টোন, ক্রুণালরা একাদশে থাকায় এমনিতেই স্পিন ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দিল্লীর তরুণ লেগস্পিনার সুয়শ শর্মাকে (Suyash Sharma) মাঠে নামাতে পারেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। দুই মরসুম নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবারের আইপিএলে (IPL) নজর কাড়তে পারে আরসিবি’র পেস ব্যাটার। বাম হাতি তরুণ যশ দয়ালকে (Yash Dayal) ‘রিটেন’ করেছে ফ্র্যাঞ্চাইজি। প্রথম একাদশে থাকছেন তিনি। তাঁর সঙ্গী হতে চলেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও জশ হ্যাজেলউড। রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সিতে টি-২০ লীগ কেরিয়ার শুরু করেছিলেন উত্তরপ্রদেশের ভুবি। ২০০৯-১০ মরসুমে তাদের হয়ে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স লীগ। দেড় দশক পর ‘ঘরে’ ফিরছেন তিনি। হ্যাজেলউডেরও (Josh Hazlewood) বেঙ্গালুরুতে এটা দ্বিতীয় ইনিংস। এর আগে ২০২২ ও ২০২৩-এ খেলেছেন অজি পেসার।

এক নজরে সম্ভাব্য সেরা এগারো-

বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, রজত পাটিদার (অধিনায়ক), টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা।

Also Read: IPL 2025: হাসপাতালে বিদেশী তারকা, মাঠে নামার আগেই জোর ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *