IPL 2025: ২০০৮ সালে আইপিএলের (IPL) প্রথম মরসুমের প্রথম ম্যাচটি খেলা হয়েছিলো চিন্নস্বামী স্টেডিয়ামে। সেদিন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এরপর দেড় দশকেরও বেশী সময় কেটে গিয়েছে। প্রতিটি আইপিএলেই অংশ নিয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কিন্তু ট্রফি আসে নি হাতের মুঠোয়। চার বার ফাইনালে গিয়েছে তারা ,কিন্তু সাফল্যের সন্ধান আর মেলে নি। কোহলি (Virat Kohli), গেইল, ডিভিলিয়ার্সের মত টি-২০ দুনিয়ার তাবড় তারকাদের নিয়ে দল গড়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো যায় নি। ব্যর্থতার দারাবাহিক চিত্রে বদল আনতে এবার মরিয়া টিম ম্যানেজমেন্ট। ২০২৫ মরসুমের মেগা নিলামের আগে তাই তারা নিচ্ছে কিছু কঠিন সিদ্ধান্ত। ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা সিরাজকে বাদ দিতেও তাই আপত্তি নেই তাদের।
Read More: ২০২৭ সালের বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মা, মুখ্য নির্বাচক করলেন কনফার্ম !!
লম্বা সময় বেঙ্গালুরুতে রয়েছেন সিরাজ-
সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে আইপিএল (IPL) জার্নি শুরু করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ‘অরেঞ্জ আর্মি’র হয়ে মাঠে নেমেছিলেন কেবল ১ মরসুম। ২০১৮-র আইপিএলে ৬ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। এরপর তিনি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে। ২০১৯ থেকে ২০২৪, ছয় মরসুম কাটিয়ে ফেলেছেন ফ্র্যাঞ্চাইজিতে। শুরুতে তাঁর চুক্তির অঙ্কটা ছিলো ২ কোটি ৬০ লক্ষ। পরে তা বেড়ে দাঁড়ায় ৮ কোটি টাকাতে। লম্বা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) শিবিরে থাকলেও উল্লেখযোগ্য সাফল্য এখনও পান নি তিনি। হয়ে উঠতে পারেন নি বোলিং বিভাগের নেতা। সিরাজের নিজের পারফর্ম্যান্সের গ্রাফ’ও ওঠানামা করেছে নিয়মিত। যার প্রতিফলন দেখা গিয়েছে দলের খেলাতেও। ব্যাটিং বিভাগ বরাবরই শক্তিশালী বেঙ্গালুরু’র, বোলিং ব্যর্থতাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অনেকবার। সেই সমস্যা দূর করতে পারেন নি সিরাজ।
মহম্মদ সিরাজ’কে বাদ দিচ্ছে RCB-
টি-২০ ক্রিকেটে বিস্তর ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। ২০১৮ থেকে ২০২২ অবধি অত্যন্ত মাঝারি মানের পারফর্ম্যান্স করেন তিনি। পাঁচ মরসুমে তাঁর উইকেট সংখ্যা ছিলো যথাক্রমে ১১, ৭, ১১, ১১ এবং ৯। ইকোনমি রেট’ও অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে ৮ থেকে ১০-এর মধ্যে। একটা সময় বেঙ্গালুরু (RCB) সমর্থকেরাও সরে দাঁড়িয়েছিলেন তাঁর পাশ থেকে। অনলাইনে ট্রলিং-এর শিকারও হন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আস্থা রেখেছিলো তাঁর উপর।
২০২৩ আইপিএলে (IPL) ছন্দ খুঁজে পান সিরাজ (Mohammed Siraj)। পাওয়ার প্লে’র পাশাপাশি ডেথ ওভারেও নিয়মিত উইকেট নিয়েছিলেন। ১৪ ম্যাচে ৭.৫ ইকোনমি রেটে ১৯ টি সাফল্য পান তিনি। সেই ধারাবাহিকতা ২০২৪-এ ধরে রাখতে ফের ব্যর্থ হয়েছেন সিরাজ। ১৫ উইকেট পেলেও রান বিলিয়েছেন যথেষ্ট। পাওয়ার প্লে’তেও ধারালো দেখায় নি তাঁকে। আর ধৈর্য্য ধরতে চায় না বেঙ্গালুরু (RCB)। নতুন করে বোলিং বিভাগকে তৈরি করে নিতে চান কর্মকর্তারা। নিলামের আগেই তাই ‘রিলিজ’ করা হতে পারে সিরাজ’কে।
রিলিজ তালিকায় একঝাঁক মহাতারকা-
কেবল মহম্মদ সিরাজ (Mohammed Siraj) নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিলিজ তালিকায় থাকার সম্ভাবনা আরও একঝাঁক তারকা ক্রিকেটারের। ১১ কোটি টাকায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ২০২২-এর নিলামে সই করিয়েছিলো তারা। গত মরসুমে একেবারের ভালো খেলতে পারেন নি তিনি। ব্যাটিং ও বোলিং-উভয় বিভাগেই হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে আইপিএলের মাঝপথে কিছু ম্যাচের জন্য বিরতিও নিয়েছিলেন। তাঁকে আসন্ন আইপিএলের (IPL) আগে ছেড়ে দিতে চলেছে দল। এছাড়া আরেক অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন’ও (Cameron Green) থাকছেন বাতিলের তালিকায়। বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি’র বয়স ৪০ ছুঁয়েছে। আগামীর পরিকল্পনায় তাঁকেও রাখছে না দল। সাথে লকি ফার্গুসন, আলঝারি জোসেফদের মত আন্তর্জাতিক তারকাদেরও ঠাঁই হওয়ার সম্ভাবনা ‘রিলিজ’ লিস্টে।