ipl-2025-rcb-fans-want-kl-rahul-back

IPL 2025: ২০২২ সালে পাঞ্জাব কিংস ছেড়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে যোগ দিয়েছিলেন কান্নুর লোকেশ রাহুল (KL Rahul)। পেয়েছিলেন অধিনায়কত্ব। ২০২৩-এর আইপিএল (IPL) চলাকালীন চোট পেলেও পরের মরসুমে ফের তাঁর হাতেই সঁপে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। কিন্তু আশানুরূপ সাফল্য দল’কে এনে দিতে পারেন নি তিনি। ২০২২ ও ২০২৩-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো লক্ষ্ণৌ, ২০২৪-এ শুরুটা ভালো করলেও লীগ পর্বের শেষ ল্যাপে এসে খেই হারিয়েছিলো তারা। পরপর বেশ কিছু ম্যাচ হেরে যাওয়ায় ছিটকে যায় প্রথম চার থেকে। শেষমেশ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নেয় তারা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে দলের পারফর্ম্যান্স মনে ধরে নি, তা বোঝা গিয়েছিলো হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর। অধিনায়ক মাঠে রাহুলকে রীতিমত ধমকাতে দেখা যায় কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। এরপরেই জোরালো হয়েছিলো তাঁর দল ছাড়ার জল্পনা।

Read More: অফ ফর্মের কাঁটায় বিদ্ধ শুভমান গিল, বাদ পড়ছেন বাংলাদেশ সিরিজ থেকে !!

রাহুল ফিরতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির সাথে কে এল রাহুলের (KL Rahul) বিচ্ছেদ আদৌ হচ্ছে নাকি হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর মেলে নি এখনও। তবে ক্রিকেট তারকা যদি সত্যিই দল ছাড়েন, সেক্ষেত্রে তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল (IPL) অভিষেক হয়ে থাকলেও বেঙ্গালুরু জার্সি গায়েই টি-২০’র আঙিনায় পরিচিতি লাভ করেছিলেন রাহুল (KL Rahul)। ২০১৬ সালে ছিলেন বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজিতে। ব্যাট হাতে করেছিলেন ৩৯৬ রান। মনে করা হচ্ছে প্রায় আট মরসুম পর তিনি ফিরতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্সেই। তাঁর প্রত্যাবর্তন দলের একাধিক শূন্যস্থান পূরণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখছে টিম ম্যানেজমেন্ট’ও।

২০২৪-এর আইপিএলের পর অবসর নিয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আসন্ন আইপিএলের (IPL) জন্য একজন উইকেটরক্ষক-ব্যাটার প্রয়োজন আরসিবি’র। কার্তিকের জুতোয় পা গলানোর আদর্শ ব্যক্তি হতে পারেন রাহুল। একইসাথে যদি চল্লিশ স্পর্শ করা ফাফ দু প্লেসি’কে (Faf du Plessis) রিলিজ করার সিদ্ধান্তনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেক্ষেত্রে একজন ওপেনার ও অধিনায়কের শূন্যতাও সৃষ্টি হবে দলে। রাহুলের আগমনে পূরণ হতে পারে তাও। পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর, একইসাথে ব্যাট হাতেও টুর্নামেন্টের অন্যতম সফল খেলোয়াড় তিনি। গড়ের দিক থেকে পিছনে ফেলেছেন স্বয়ং বিরাট কোহলিকেও। ২০১৬-তে বেঙ্গালুরুর হয়ে মিডল অর্ডারে খেললেও বর্তমানে ওপেনিং-এ স্বচ্ছন্দ রাহুল, ফলে মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না।

রাহুল’কে দলে চাইছেন সমর্থকরাও-

Royal Challengers Bengaluru | IPL | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

সতেরো বছর ট্রফির জন্য অপেক্ষা করে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকেরা। ২০২৫-এ শাপমুক্তির স্বপ্ন দেখছেন তাঁরা। কঠিন সময় কাটিয়ে তোলার ভগীরথ হিসেবে তাঁদের মধ্যে অনেকেরই বাজি কে এল রাহুল (KL Rahul)। তিনি কর্ণাটকের ক্রিকেটার, তাই স্থানীয়দের ভোট অনেকক্ষেত্রেই পাচ্ছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে একঝাঁক আরসিবি সমর্থককে জিজ্ঞাসা করা হয়েছে আগামী মরসুমে কোন তারকাকে দলে চান? উত্তরে সকলেই সমস্বরে বলেছেন কে এল রাহুলের নাম।

দুই খুদে সমর্থককে প্রথম জিজ্ঞাসা করা হয় এই প্রশ্ন। তাদের চটজলদি জবাব, “যদি কে এল রাহুল দলে যোগ দেন, তাহলে এই বছর কাপ তো নিশ্চিত করেই জিতবে দল।” গালে ভারতের পতাকা এঁকে মাঠে এসেছিলেন এক তরুণ। তাঁর বক্তব্য, “কে এল রাহুল যদি আমাদের দলে (আরসিব) যোগ দেন, তাহলে ব্যাটিং বিভাগ অত্যন্ত শক্তিশালী হবে।” চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে ভারত-এ বনাম ভারত-বি দলের খেলা। দলীপ ট্রফির ম্যাচ দেখতে আসা একঝাঁক তরুণের কাছেও রাখা হয়েছিলো এই একই প্রশ্ন। কোনো দ্বিধা ছাড়াই তাঁরা স্থানীয় নায়কের নাম জানিয়েছেন। আট থেকে আশি, রাহুলকে চেয়ে সওয়াল করেছেন সকলেই।

দেখুন সেই ভিডিও-

Also Read: IPL 2025: সকলকে চমকে দিল দিল্লি ক্যাপিটাল্স, ঋষভ পন্থকে সরিয়ে ঈশান কিষানকে দিচ্ছে দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *