ipl-2025-rcb-fans-celebrate-win-vs-dc

IPL 2025: অ্যাওয়ে গ্রাউন্ডে অপরাজিত তকমা ধরে রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হাড্ডাহাড্ডি যুদ্ধে আজ দিল্লী ক্যাপিটালসকে (DC) ৬ উইকেটে হারিয়ে দিলো তারা। অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রজত পাটিদার। অনবদ্য পারফর্ম করেন ভুবনেশ্বের কুমার, জশ হ্যাজেলউড’রা। ২০ ওভারে ১৬২-এর বেশী তুলতে পারে নি দিল্লী। অভিষেক পোড়েল শুরুটা ঝড়ের গতিতে করলেও আজ বেশ ম্রিয়মান লাগলো কে এল রাহুল, ফাফ দু প্লেসিদের। রান তাড়া করতে নেমে চাপে পড়েছিলো আরসিবি’ও। ২৭ রানের মধ্যে জেকব বেথেল, দেবদত্ত পাডিক্কালকে খুইয়ে ফেলেছিলো তারা। আউট হয়েছিলেন অধিনায়ক পাটিদারও। এরপর প্রত্যাঘাতের পথে হাঁটেন ক্রুণাল পাণ্ডিয়া। সঙ্গী হন বহু যুদ্ধের নায়ক কোহলি। তাঁদের জুটিই খাদের কিনারা থেকে সাফল্যের সরণিতে ফেরায় বেঙ্গালুরুকে।

Read More: ক্রুনাল-কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে দুরমুশ দিল্লি ক্যাপিটালস, ৬ উইকেটে ম্যাচ জিতলো RCB !!

৪৭ বলে ৭৩* করে আজ অপরাজিত রইলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। কঠিন পরিস্থিতিতে যে ইনিংসটি খেলেছেন তিনি, তাকে ‘দুর্মূল্য’ আখ্যা দিচ্ছেন বেঙ্গালুরু সমর্থকেরা। লক্ষ্ণৌর জার্সিতে গত কয়েক মরসুম সেরা ছন্দে ছিলেন না তিনি। এবার বেঙ্গালুরুতে (RCB) এসে অনেক বেশী স্বাধীনতা নিয়ে খেলছেন। বিগত ম্যাচগুলিতে বল হাতে দলের সাফল্যের অবদান রেখেছিলেন, আজ জ্বলে উঠলেন ব্যাট হাতে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। ‘এবারের নিলামের অন্যতম সেরা বিনিয়োগ ক্রুণাল,’ লিখেছেন একজন। ‘প্রত্যেকদিনই দলকে সাফল্য এনে দিচ্ছে ও,’ মন্তব্য আরও একজনের। ‘একটাই তো হৃদয়, আর কত বার জিতবেন ক্রুণাল?’ লিখেছেন অন্য এক নেটিজেন। ’২৪ ক্যারাট সোনা,’ বাম হাতি অলরাউন্ডারের জন্য ভেসে এসেছে শুভেচ্ছা।

৫১ রানের কার্যকরী ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। কমলা টুপি ফিরে পেলেন তিনি। ‘মুকুট তো রাজার মাথাতেই মানায়,’ মন্তব্য করেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘আইপিএল আর বিরাট কোহলি যেন সমার্থক,’ লিখেছেন আরও একজন। ‘শীত গ্রীষ্ম বর্ষা, বিরাট কোহলিই ভরসা,’ আরসিবি সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য জনৈক ভক্তের। বিরাট আউট হওয়ার পর দ্রুত বাকি পথটুকু পৌঁছে দেন টিম ডেভিড। ‘ফিনিশার হো তো অ্যায়সা,’ সিঙ্গাপুরজাত অজি অলরাউন্ডারকেও কুর্নিশ করেছেন আরসিবি ভক্তরা। দিল্লীর বিরুদ্ধে ২ পয়েন্ট পাওয়ার পর আজ আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেলো বেঙ্গালুরু। আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হতে পারে প্লে-অফ। এখন থেকেই প্রথম ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেকে। ‘দলটাকে চ্যাম্পিয়নের মত লাগছে,’ ট্যুইটারে লিখেছেন ভক্তেরা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: তুমুল বাগ্‌বিতণ্ডায় কোহলি-রাহুল, উত্তপ্ত হলো অরুণ জেটলি স্টেডিয়াম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *