IPL 2025: ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লী ক্যাপিটালস (DC) ত্যাগের সম্ভাবনা নিয়ে ঝড় উঠেছে ক্রিকেটমহলে। ২০১৬ সাল থেকে দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন ঋষভ। ২০২২ থেকে সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। টানা নয় বছর এক দলে থাকলেও ট্রফি জিততে পারেন নি তিনি। ২০২০ সালে আইপিএল (IPL) ফাইনাল খেলা ছাড়া দিল্লীর জার্সিতে কোনো সাফল্যের স্বাদ পান নি পন্থ। কেরিয়ারের গুরুত্বপূর্ণ মোড়ে সেই অধরা সাফল্যের সন্ধানেই সম্ভবত দিল্লী ছাড়ার কথা ভাবছেন তিনি। এছাড়া তাঁর দলবদলের অন্যতম কারণ হতে পারে ম্যানেজমেন্টে রদবদল। পূর্বতন কোচ রিকি পন্টিং-এর (Ricky Ponting) অন্যতম পছন্দের ক্রিকেটার ছিলেন পন্থ। কিন্তু ২০২৫ মরসুমের আগে পন্টিং-কে সরিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। ফলে কর্তাদের সাথে সম্পর্কে সম্ভবত চিড় ধরেছে ঋষভের। তাই ‘রিটেন’ হওয়ার বদলে ‘রিলিজ’ চেয়ে নিতে পারেন তিনি।
Read More: শ্রেয়স আইয়ারের নামে ভুয়ো খবর ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন ক্রিকেট তারকা !!
দিল্লী ছাড়ার ইঙ্গিত দিলেন ঋষভ পন্থ-
দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজির হয়ে ১১১টি ম্যাচে ৩২৮৪ রান করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১৮টি অর্ধশতক ও ১টি শতরান’ও রয়েছে তাঁর। কিন্তু এবার সম্ভবত দীর্ঘ সম্পর্কে দাঁড়ি টানতে চলেছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে দিল্লী ক্যাপিটালসকে (DC) আনফলো করেছেন ক্রিকেটতারকা। পাশাপাশি দলবদলের জল্পনা অনেকখানি উস্কে দিয়েছে তাঁর একটি ট্যুইটার পোস্ট। অনুরাগীদের কাছে তিনি জানতে চেয়েছেন, “আমি যদি নিলামে অংশ নিই তাহলে কোন দল কত অর্থের বিনিময়ে আমায় দলে নেবে?” নিছক কৌতূহলবশত এই পোস্ট করা নাকি এর পিছনে অন্য কোনো গূঢ় ইঙ্গিত রয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত নয় ক্রিকেটজনতা। আগামী ৩১ অক্টোবর বিসিসিআই-এর কাছে রিটেনশন তালিকা জমা করবে সব ফ্র্যাঞ্চাইজি। তখনই যাবতীয় প্রশ্নের উত্তর জানা যাবে বলে মনে করা হচ্ছে।
দেখুন ঋষভের সোশ্যাল মিডিয়া পোস্ট-
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
ধোনির উত্তরসূরি পন্থ? রয়েছে জল্পনা-
দিল্লী ছাড়লে ঋষভ পন্থের (Rishabh Pant) সম্ভাব্য গন্তব্য কি হতে পারে? এই নিয়ে গত কয়েক মাস ধরে নিরন্তর চর্চা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে চেন্নাই সুপার কিংস (CSK) নাকি তরুণ তুর্কিকে সই করানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। এই মুহূর্তে পাঁচ বারের চ্যাম্পিয়নদের হয়ে উইকেটের পিছনে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু তাঁর বয়স ৪৩। ২০২৫-এর আইপিএল (IPL) তিনি খেলবেন কিনা তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। এই আবহে ঋষভের (Rishabh Pant) মধ্যেই কিংবদন্তি তারকার উত্তরসূরিকে খুঁজে নিতে চাইছেন কাশী বিশ্বনাথন’রা। এমনিতে ধোনির সাথে ঋষভের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। মাঠের বাইরে একসাথে অনেকটা সময় কাটান দু’জনে। জাতীয় দলের মত আইপিএলেও (IPL) তাঁর ছেড়ে যাওয়া আসনে বসার সুযোগ আসতেই পারে পন্থের কাছে।
বেঙ্গালুরুর রেডারে রয়েছেন ঋষভ-
সতেরো বছরের চেষ্টাতেও আইপিএল (IPL) জিততে সক্ষম হয় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চার বার খালি হাতে ফিরতে হয়েছে ফাইনাল থেকে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ২০২৫-এ ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড বানানোই এখন প্রথম অগ্রাধিকার টিম ম্যানেজমেন্টের। সূত্রের খবর যে কোহলি (Virat Kohli( ও মহম্মদ সিরাজ ছাড়া গত বছরের সম্পূর্ণ স্কোয়াডকেই ছেঁটে ফেলতে চাইছে তারা। যদি ঋষভ পন্থ (Rishabh Pant) নিলামে আসেন তাহলে বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটারের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে পারে তারা। গত আইপিএলের পর অবসর নিয়েছেন দীনেশ কার্তিক। মিডল অর্ডারে ব্যাটিং করতে সক্ষম একজন উইকেটরক্ষক অবশ্যই প্রয়োজন বেঙ্গালুরুর। সেই শূন্যস্থান ঋষভকে পূরণ করতে চাইবে কোহলির ফ্র্যাঞ্চাইজি। ২৭ বর্ষীয় তারকার জন্য বিশাল অর্থ খরচ করতেও পিছপা হবে না তারা।