ipl-2025-rcb-can-try-for-rinku-singh

IPL 2025: সতেরো মরসুম কেটে গেলেও আইপিএল (IPL) ট্রফি এখনও প্রবেশ করে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাবিনেটে। চারবার ফাইনাল খেলেছে তারা। কিন্তু শিকে ছেঁড়ে নি ভাগ্যে। ২০২৪ মরসুমে তাদের কাছে সুযোগ ছিলো কামব্যাকের এক মহাকাব্য লেখার। প্রথম ৮ ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছিলো তারা। কিন্তু শেষ ছয় ম্যাচে টানা ছয় তাদের পৌঁছে দিয়েছিলো প্লে-অফে। বাকি পথটুকু আর অতিক্রম করতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। এলিমিনেটরে রাজস্থানের বিরুদ্ধে হেরে ইতি টানে মরসুমে। ২০২৫-এর আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা অকশন। নতুন তারকাদের দলে নিয়ে ট্রফির জন্য নতুন উদ্যমে ঝাঁপাতে চায় তারা। রিটেনশন তালিকায় কোহলি, সিরাজ’দের সাথে থাকতে পারেন উইল জ্যাকস ও রজত পতিদার। নিলাম থেকেই নেওয়া হবে বাকিদের। চ্যাম্পিয়ন দল গড়তে কেকেআর থেকে রিঙ্কু সিং-কে (Rinku Singh) দলে নিতে পারে তারা।

Read More: প্রকাশ্যে অশ্বিনের পছন্দের IPL একাদশ, সফলতম ক্রিকেটারদেরই দিলেন না সুযোগ !!

ব্যাপক রদবদলের সম্ভাবনা বেঙ্গালুরু স্কোয়াডে-

Royal Challengers Bengaluru | IPL | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

বারবার খেতাবের খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। ২০২৫-এর আইপিএলে যাতে তেমনটা না হয় তা নিশ্চিত করতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি কর্তারা। সেইমতই ছক সাজাতে চাইছে বিরাট কোহলি’র (Virat Kohli) দল। মেগা অকশনের আগে স্কোয়াডে প্রচুর রদবদলের সম্ভাবনা। বাদ পড়তে পারেন গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) মত সুপারস্টার। ২০২২ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন তিনি। অস্ট্রেলীয় অলরাউন্ডার প্রথম তিন মরসুম ভালো পারফর্ম করলেও ২০২৪-এর আইপিএলে (IPL) একেবারেই নিজেকে মেলে ধরতে পারেন নি। তাই তাঁকে ছাঁটাই করা হতে পারে। ১৭.৫ কোটিতে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ট্রেড করেছিলো বেঙ্গালুরু (RCB)। বাদ পড়তে পারেন তিনিও।

বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসির (Faf du Plessis) বয়স পেরিয়েছে ৪০। আগামী মরসুমে তাঁকেও ধরে রাখা নিয়ে দ্বিধায় ফ্র্যাঞ্চাইজি। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা বাতিলের তালিকায় সামিল হতে পারেন তিনিও। বদলের সম্ভাবনা রয়েছে বোলিং বিভাগেও। বড় রান তুলেও তা রক্ষা করতে না পারা আরসিবি’র বরাবরের সমস্যা। তা দূর করতে বিশেষ ভাবনা নিতে পারে ফ্র্যাঞ্চাইজি। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় ক্যারিবিয়ান ফাস্ট বোলার আলঝারি জোসেফকে (Alzharri Joseph) গত মিনি নিলামে দলে নিয়েছিলো তারা। ২.৪ কোটি খরচ করেছিলো কিউই পেসার লকি ফার্গুসনের (Lockie Ferguson) জন্য। দুই বিদেশী তারকাকেই রাখা হবে বাতিলের তালিকায়। রিস টপলি, টম কারান, বিজয়কুমার বৈশাখদের’ও রিলিজ করা হতে পারে।

RCB-র তুরুপের তাস হতে পারেন রিঙ্কু-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

আগামী মরসুমে কাদের দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) জার্সিতে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপাতত ক্রিকেটজনতার মনে। বোলিং বিভাগকে শক্তিশালী করতে ফ্র্যাঞ্চাইজিকে যে অল-আউট ঝাঁপাতে হবে তা পরিষ্কার। দরকার একজন উইকেটরক্ষক-ব্যাটার’ও। এছাড়াও মিডল অর্ডারেও ক্ষমতা বাড়ানোর ভাবনা রয়েছে কর্মকর্তাদের। ২০২৩, ২০২৪-এর আইপিএলে (IPL) দেখা গিয়েছে প্রথম তিনজন ব্যাটার দ্রুত সাজঘরে ফিরলেই মুখ থুবড়ে পড়ছে দল। কখনও আবার ‘ফিনিশার’-এর অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দূর করার জন্য বেঙ্গালুরু চেষ্টা করতে পারে রিঙ্কু সিং-কে (Rinku Singh) দলে সামিল করার। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক অবিশ্বাস্য ইনিংস’ও খেলেছিলেন ‘ফিনিশার’ হিসেবে।

রিঙ্কু’কে (Rinku Singh) কলকাতা (KKR) রিটেন করে কিনা সেদিকে নজর থাকবে। আপাতত তাঁর সাথে ৫৫ লক্ষ টাকার চুক্তি নাইটদের। গত মরসুমে যা বেড়ে হয়েছে ১ কোটি টাকা। বেশী অর্থের সন্ধানে যদি রিঙ্কু নাইট শিবির থেকে রিলিজ নিয়ে নাম লেখান নিলামে, তাহলে সহজ হয়ে যেতে পারে বেঙ্গালুরুর (RCB) কাজ’টা। উত্তরপ্রদেশের ক্রিকেটার নিজেও আগ্রহ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে আরসিবি মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সাথে ভালো সম্পর্কের কথা স্বীকার করার পাশাপাশি জানিয়েছেন, “কলকাতা যদি আমায় ‘রিটেন’ না করে তাহলে আমি চাইবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে।” রিঙ্কু’র (Rinku Singh) স্বপ্নপূরণ হলে আখেরে লাভই হবে বেঙ্গালুরু’র। মিডল অর্ডার মায়েস্ত্রো’র ব্যাটে মিটতে পারে অধরা ট্রফির অপেক্ষা।

Also Read: ৪, ৪, ৪, ৬, ৬… জ্বলে উঠলেন ‘ফিনিশার’ রিঙ্কু, কঠিন পরিস্থিতিতেও ছিনিয়ে নিলেন জমজমাট জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *