IPL 2025: গতকাল প্রকাশ্যে এলো আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা। ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স পাঁচ জন’কে আগামী মরসুমের জন্য ধরে রাখার কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ভারতীয় তারকা শুভমান গিল ও সাই সুদর্শন। এছাড়া দুই আনক্যাপড ক্রিকেটার-শাহরুখ খান ও রাহুল তেওয়াটিয়াকেও ২০২৫-এর আইপিএলে দেখা যাবে গুজরাত টাইটান্সের জার্সিতে। ২০২৪-এ আশানুরূপ ফলাফল করতে পারে নি ফ্র্যাঞ্চাইজি। দশ দলের টুর্নামেন্টে তারা লীগ পর্ব শেষ করেছে অষ্টম স্থানে। হাতছাড়া হয়েছে প্লে-অফের টিকিট। ২০২৫-এ সাফল্যের সরণিতে ফিরতে মরিয়ে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই নতুন করে দল গড়তে তৈরি গুজরাত। শামি, কেন উইলিয়ামসন, নূর আহমেদদের মত তারকাকে ছেড়ে দিতেও তাই দ্বিধা করে নি তারা।
Read More: IPL 2025: শ্রেয়স আইয়ারের চাহিদা মেটাতে ব্যর্থ KKR, ৩০ কোটির কারণেই হলো বিচ্ছেদ !!
রশিদ’কে দেওয়া হবে নেতার দায়িত্ব ?
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দল ছেড়েছিলেন গত আইপিএলের (IPL) আগে। ফিরেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। তখনই নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) নাম ঘোষণা করে গুজরাত টাইটান্স। নেতা হিসেবে প্রথম মরসুমে বিশেষ সাফল্য পান নি পাঞ্জাবের তরুণ। শুরুটা জয় দিয়ে করেছিলেন ঠিকই। কিন্তু এরপর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। ফলে লীগ তালিকায় অনেকটা পিছিয়ে পড়তে হয়েছিলো গুজরাত টাইটান্স’কে (GT)। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার জন্য আগামী আইপিএলে ফের নেতা বদল করবে টাইটান্স শিবির? তাদের রিটেনশন তালিকা দেখে অনেকেই মনে করছেন তেমনটা। সাধারণত অধিনায়ক বা দলের প্রধান মুখেরাই রিটেনশনের ক্ষেত্রে প্রথম স্লটটি পেয়ে থাকেন। কিন্তু গুজরাত শুভমানকে নয়, বরং রশিদ’কে (Rashid Khan) দিয়েছে সেটি। যা জন্ম দিয়েছে প্রশ্নের।
১৬.৫০ কোটি টাকায় শুভমান গিল’কে (Shubman Gill) রিটেন করেছে গুজরাত। সেখানে রশিদ পেয়েছেন ১৮ কোটি টাকা। অনেকেই মনে করছেন যে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ যে আফগান তারকা তা এই সিদ্ধান্ত থেকেই দিনের আলোর মত পরিষ্কার। এই মুহূর্তে শুভমানের বদলে রশিদকে (Rashid Khan) অধিনায়ক করা অধিক যুক্তযুক্ত বলে মনে করছে ক্রিকেটমহলেরও একটা বড় অংশ। নেপথ্যে তাঁর অভিজ্ঞতা। ভারতীয় তারকার থেকে নেতা হিসেবে অনেক বেশী অভিজ্ঞ আফগানিস্তানের সুপারস্টার। তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি তাঁর অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালেও পা দিয়েছেন তিনি। আগ্রাসী ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে বাজিমাত করার ফর্মূলা খুঁজেছেন রশিদ। সেই অভিজ্ঞতা ব্যবহার করলে গুজরাত অধিক লাভবান হতে পারে আইপিএলের (IPL) আসরে।
মুম্বইয়ের প্রস্তাব উপেক্ষা রশিদ খানের-
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে (IPL) পথচলা শুরু করেছিলেন রশিদ খান (Rashid Khan)। ২০২২ সালে যোগ দেন গুজরাত টাইটান্সে। তিন বছর কাটিয়েছেন ফ্র্যাঞ্চাইজিতে। আগামীতেও সেখানেই থাকার ব্যপারে সম্মতি দিলেন আফগান তারকা। খবর মিলেছিলো যে রশিদকে (Rashid Khan) পেতে হাত বাড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুকেশ আম্বানির দলের তরফে ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিলো তাঁকে। গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন বিভিন্ন দলের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই আম্বানিদের ডাকে রশিদ (Rashid Khan) সাড়া দেবেন বলে মনে করেছিলেন অনেকে। তাঁর গুজরাত (GT) ত্যাগের জল্পনা মিথ্যা বলে প্রমাণিত হলো গতকাল। ২০ কোটি নয়, বরং ১৮ কোটিতেই পুরনো দলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।