IPL 2025: জয় দিয়েই ২০২৫-এর আইপিএল (IPL) অভিযান শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে বড়সড় জয় ছিনিয়ে নিলো তারা। টসে জিতে প্রথম কলকাতাকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। রাহানে-নারাইন জুটিতে বড় রানের স্বপ্ন দেখেছিলো গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু বাধ সাধেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট তুলে নাইটদের অগ্রগতি রুখে দেন তিনি। ১৭৪-এ থামতে হয় বেগুনি-সোনালী শিবিরকে। দুই ওপেনার ফিল সল্ট (Phil Salt) ও বিরাট কোহলির জোড়া অর্ধশতকে সহজেই ম্যাচ জেতে বেঙ্গালুরু। ব্যাট হাতে নজর কাড়েন নয়া অধিনায়ক রজত পাটিদারও (Rajat Patidar)। ১৬ বলে ২১২.৫০ স্ট্রাইক রেটে ৩৪ করেন তিনি। আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ জিতে বেশ তৃপ্ত রজত। চাইছেন আরও সাফল্য।
Read More: IPL 2025: “কাটা ঘায়ে সল্ট-এর ছিটে…” প্রাক্তন ‘নাইট’ই গলার কাঁটা কলকাতার, RCB-র জয় উদ্যাপন সোশ্যাল মিডিয়ার !!
জয় ছিনিয়ে নিতে কাঠখড় পোড়াতে হয়েছে। ম্যাচ শেষে সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন রজত পাটিদার। মধ্যপ্রদেশের ক্রিকেটার জানান, “চাপ তো ছিলোই। কিন্তু আজ দিনটা আমার জন্য ভালো ছিলো। এভাবেই যদি জিততে থাকি, তাহলে দিনগুলোও ভালোই হবে।” শুরুর দিকে রান খরচ করলেও তিনি পাশে ছিলেন সুয়শ শর্মা’র। আন্দ্রে রাসেলের মত বিস্ফোরক ব্যাটারকে আউট করে অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন দিল্লীর তরুণ লেগস্পিনার। খেলা শেষে সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন রজত (Rajat Patidar)। বলেন, “সুয়শ রান খরচ করলেও আমি চিন্তা করি না। ও আমাদের প্রধান উইকেটশিকারী। তাই আমি ওর পাশে ছিলাম।” সাফল্যের সিংহভাগ কৃতিত্বই বোলারদের দিচ্ছেন অধিনায়ক। “১৩ ওভারের পর থেকে ওরা যথেষ্ট সাহস আর মানসিক দৃঢ়তা দেখিয়েছে। ওদের উইকেট তোলার মানসিকতা সত্যিই তারিফযোগ্য,” সংযোজন তাঁর।
আইপিএল (IPL) কেরিয়ারের ৫৭তম অর্ধশতক আজ এলো বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। মহাতারকায় মোহিত রজত পাটিদার। সাক্ষাৎকারে বলেন, “ওনার মত একজন খেলোয়াড় দলে থাকা একটা দারুণ ব্যাপার। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের থেকে শেখার একটা বড় সুযোগ এটা আমার জন্য।” ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে হর্ষিত রাণা’কে যে শটটি মেরেছেন রজত, তার চর্চা চলছে বিশেষজ্ঞমহলের। ভাগ্য নয়, নিজের ব্যাটিং দক্ষতারই ফসল ঐ দৃষ্টিনন্দন শট, সাফ জানিয়েছেন তিনি। “ওটা আগে থেকেই ভেবে রেখেছিলাম। আমি কভারের উপর দিয়ে মারতে চেয়েছিলেন। বল খানিকটা ভেতর দিকে ঢুকে এসেছিলো। যার ফলে আপনাআপনিই চলে গিয়েছে ওটা।” এখন দিনছয়েকের বিশাম, তারপর চেন্নাইয়ের মুখোমুখি হবে বেঙ্গালুরু। ইডেনের এই সাফল্য চেপকেও নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন পাটিদার।