IPL 2025: এক সপ্তাহের বিরতির পর আজ থেকে ফের শুরু হওয়ার কথা আইপিএল (IPL)। চিন্নাস্বামী স্টেডিয়ামও প্রস্তুত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR) ম্যাচের জন্য। কিন্তু বাধার পাহাড় খাড়া করেছে প্রকৃতি। গতকাল থেকেই ‘গার্ডেন সিটি’র আকাশের মুখ ভার। বৃষ্টি হয়ে চলেছে দফায় দফায়। চিন্নাস্বামী স্টেডিয়ামের বিশ্বমানের নিকাশি ব্যবস্থার সৌজন্যে ম্যাচ হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন আয়োজকরা। কিন্তু যত রাত গড়াচ্ছে ততই চিন্তা বাড়ছে তাঁদের। সন্ধ্যে ৭টা ৩০ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও নিরন্তর বৃষ্টিতে নির্দিষ্ট সময়ে শুরু করা যায় নি ম্যাচ। এরপর কেটে গিয়েছে এক ঘন্টারও বেশী সময়। কিন্তু এক মুহূর্তের জন্য থামে নি বর্ষণ। ইতিমধ্যেই ওভার কমতে শুরু হয়েছে ম্যাচ থেকে। শেষ পর্যন্ত ৫ ওভারের ম্যাচও আয়োজন করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
Read More: RR vs PBKS: নেই মার্কাস স্টয়নিস, জশ ইংলিশ, রাজস্থানের বিপক্ষে পাঞ্জাব দলে এন্ট্রি নিচ্ছেন এই দুই তারকা !!
বৃষ্টি কপাল পোড়ালো নাইটদের-

আজ যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় তাহলে সঙ্কটে পড়বে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এমনিতেই গত ৬ তারিখ ইডেনে লীগ তালিকার ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে হেরে বিদায়ের দোরগোড়ায় গত আইপিএলের (IPL) চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে নাইটদের ঝুলিতে ১২ ম্যাচে ১১ পয়েন্ট। নেট রান-রেট +০.১৯৩। তারা রয়েছে ছয় নম্বরে। অঙ্কের হিসেবে প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ-দুই দলের বিপক্ষেই জয় ছাড়া গতি নেই অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane)। আজ যদি পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়, তাহলে সেই সামান্য আশাটুকুও নিভে যাবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই। গণিতের জটিল হিসেবেও আর শেষ চারের টিকিট অর্জন করার সম্ভাবনা থাকবে না বেগুনি-সোনালী শিবিরের।
এই প্রথম নয়, চলতি মরসুমে এর আগেও কলকাতা নাইট রাইডার্সের (KKR) বাধা হয়েছে বৃষ্টি। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ম্যাচটি ভেস্তে গিয়েছিলো প্রকৃতির খামখেয়ালিপনার জন্য। সেখানেও এক পয়েন্টই পেয়েছিলেন অজিঙ্কা রাহানেরা। পক্ষান্তরে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু (RCB) অবশ্য বিশেষ সমস্যায় পড়বে না আজ খেলা বাতিল হলে গুজরাত টাইটান্সকে (GT) সরিয়ে লীগ তালিকার শীর্ষে চলে যাবে বেঙ্গালুরু। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট হবে তাদের। প্লে-অফ নিশ্চিত করার জন্য হাতে থাকবে দু’টি ম্যাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়বে আগামীকালের দিল্লী বনাম গুজরাত (DC vs GT) ম্যাচ। যদি অ্যাওয়ে ম্যাচে দিল্লীকে হারাতে পারেন শুভমান গিল’রা, তাহলে প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারবেন তাঁরা।
ফিরেছেন হ্যাজেলউড, নেই বেথেল-

ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিলো আইপিএল (IPL)। দ্বিতীয় পর্বের জন্য আর ফিরতে রাজী হন নি ফাফ দু প্লেসি, মিচেল স্টার্কদের মত বিদেশী তারকারা। তবে ব্যতিক্রম জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। কাঁধের চোটে ভুগছিলেন তিনি। খেলতে পারেন নি চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর শেষ ম্যাচটি। প্লে-অফে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিলেন সমর্থকেরা। কিন্তু যাবতীয় আশঙ্কায় জল ঢেলে ভারতে ফিরে এসেছেন অস্ট্রেলীয় পেসার। বাকি ম্যাচগুলিতে খেলতেও দেখা যাবে তাঁকে। তবে হ্যাজেলউডকে পেলেও আইপিএলের (IPL) প্লে-অফে জেকব বেথেলকে পাচ্ছে না বেঙ্গালুরু। ২৯ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। সেখানে ডাক পাওয়ায় ভারত ছাড়তে হবে তরুণ ওপেনারকে।