IPL 2025: দিনকয়েক আগে মুল্লানপুরের মাঠে ১১২ তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজ ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের সামনে সুযোগ ছিলো সেই হতাশাজনক পরাজয়ের বদলা নেওয়ার। কিন্তু পারলেন না অজিঙ্কা রাহানেরা। বাধা হয়ে দাঁড়ালো প্রকৃতি। টসে জিতে প্রথম ব্যাটিং করে পাঞ্জাব কিংস তোলে ২০১ রান। জোড়া অর্ধশতক করেন দুই ওপেনার প্রভসিমরণ সিং (Prabhsimran Singh) ও প্রিয়াংশ আর্য। শ্রেয়স আইয়ারও খেলেন ২৫ রানের ঝোড়ো ক্যামিও। রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ৭ রান তুলেছিলো নাইট রাইডার্স। এরপরই ঝেঁপে বৃষ্টি নামে কলকাতায়। আর এগোনো যায় নি খেলা। শেষমেশ রান ১০টা ৫৮ নাগাদ আয়োজকদের তরফে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। চলতি আইপিএলে (IPL) এই প্রথম সম্পূর্ণ করা গেলো না কোনো ম্যাচ।
Read More: ”চেন্নাইয়ের হারের জন্য দায়ী..”, সমালোচনার মধ্যে ধোনি পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন সুরেশ রায়না !!
আজকের খেলার আগে লীগ তালিকায় পঞ্চম স্থানে ছিলো পাঞ্জাব কিংস। ৮ ম্যাচে তাদের ঝুলিতে ছিলো ১০ পয়েন্ট। আর নাইট রাইডার্স ছিলো সপ্তম স্থানে। ৮ ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট সংখ্যা ছিলো ৬। আজ পয়েন্ট ভাগাভাগি হওয়ায় এক ধাপ উপরে উঠে এলো পাঞ্জাব। ১১ পয়েন্ট নিয়ে আপাতত তারা চার নম্বরে। কলকাতার অবশ্য অবস্থানের কোনো উন্নতি হলো না। শুধু পয়েন্ট সংখ্যা ৬ থেকে বেড়ে হলো ৭। বৃষ্টি দুই পয়েন্টের স্বপ্ন চুরমার করলেও আদতে লাভই হলো গতবারের চ্যাম্পিয়নদের, রাহানে-রিঙ্কুদের, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ। দিনকয়েক আগে এই ইডেনেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯৯ তাড়া করতে নেমে ৩৯ রানে হেরেছে কলকাতা (KKR)। তার আগে রান তাড়া করতে নেমে হেরেছে লক্ষ্ণৌর বিপক্ষে। আজও ভেঙ্কটেশ-রাসেলরা ২০২ তাড়া করতে আদৌ পারতেন কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা।
আজকের ম্যাচের পর চলতি আইপিএলে (IPL) নাইটদের বাকি রইলো আর পাঁচটি ম্যাচ। বেগুনি-সোনালী শিবিরের জন্য ‘প্লাস পয়েন্ট’ তাদের +০.২১২ নেট রান-রেট। যা তাদের সামনে থাকা লক্ষ্ণৌ বা পাঞ্জাব দলের চেয়ে বেশী। তাই অঙ্কের হিসেবে এখনও প্লে-অফে পা রাখা সম্ভব কলকাতার পক্ষে। বাকি পাঁচটি ম্যাচের সবক’টিই যদি বড় ব্যবধানে জিততে পারেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীরা, তাহলে তাঁদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১৫। নেট রান-রেট’ও নিঃসন্দেহে বাড়বে বেশ খানিকটা। অন্যান্য দলগুলির কয়েকটি ম্যাচে যদি সুবিধাজনক ফলাফল হয় সেক্ষেত্রে শিকে ছিঁড়লেও ছিঁড়তে পারে নাইটদের (KKR) ভাগ্যে। গত বছরের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল থেকে অনুপ্রেরণা নিতে পারেন রাহানেরা। ১৪ পয়েন্ট পেয়েও রান রেট বেশী থাকায় প্লে-অফে গিয়েছিলেন কোহলিরা। এই বছর একই রকম মিরাক্ল-এর অপেক্ষায় থাকবে কলকাতা।
দেখুন IPL-এর পয়েন্ট তালিকা-
🚨 IPL 2025 POINTS TABLE 🚨 pic.twitter.com/crlLkmORnF
— Johns. (@CricCrazyJohns) April 26, 2025