ipl-2025-rahul-injured-before-mi-vs-dc

IPL 2025: মরসুমের শুরুটা দুর্দান্ত গতিতে করেছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। পরপর চারটি ম্যাচ জিতে একটা সময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিলো তারা। প্লে-অফে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের দেখতে পাচ্ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এরপরেই মুখ থুবড়ে পড়েছে তাদের ফর্ম। শেষ আট ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিততে পেরেছে দিল্লী। পাঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে মাঝপথে। আপাতত তাই ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে ১৩ পয়েন্ট। লীগ তালিকায় নামতে নামতে পাঁচ নম্বরে পৌঁছে গেছে ক্যাপিটালস (DC) শিবির। আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে তারা। প্লে-অফের আশা জিইয়ে রাখতে জয় ছাড়া পথ খোলা নেই সামনে। মিচেল স্টার্ক, জেক ফ্রেজার-ম্যাকগার্করা দল ছাড়ায় এমনিতে শক্তি কমেছে দিল্লী। মরণবাঁচন ম্যাচের আগে গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে কে এল রাহুলের (KL Rahul) চোট।

Read More: IPL 2025: তিন ম্যাচের পারিশ্রমিক ৫.২৫ কোটি, এই তারকাকে নিতে কালঘাম ছুটলো মুকেশ আম্বানির !!

অনুশীলনে চোট পেয়েছেন রাহুল-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | IPL | Image: Getty Images

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ছেড়ে এই মরসুমে দিল্লী ক্যাপিটালসে (DC) যোগ দিয়েছেন কে এল রাহুল (KL Rahul)। নতুন দলের জার্সিতে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে। দিল্লী ফ্র্যাঞ্চাইজির এর প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি। মিডল অর্ডার হোক বা ওপেনিং-সব পজিশনেই দাপটের সাথে ব্যাটিং করেছেন তিনি। চলতি আইপিএলে (IPL) ১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৯৩ রান। স্ট্রাইক রেট ১৪৮.০৪ ও গড় ৬১.৬২। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চোখধাঁধানো ৯৭* রানের ইনিংস খেলেছেন। দিনকয়েক আগেই গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ১১২* রানের ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে তাঁর দিকেই তাকিয়ে ছিলো দিল্লী ক্যাপিটালস (DC) শিবির। কিন্তু রাহুলের (KL Rahul) চোট চাপে ফেলে দিলো তাদের।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর মিলেছে যে নেটে অনুশীলনের সময় পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar) একটি ডেলিভারি আছড়ে পড়ে রাহুলের (KL Rahul) ডান পায়ের হাঁটুতে। এরপর আর অনুশীলন চালিয়ে যান নি ‘আহত’ তারকা। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। বুধবার তিনি খেলতে পারবেন কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত মেলে নি। তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন দিল্লী (DC) সমর্থকেরা। গত ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে সফল হয়েছিলেন রাহুল। যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে মুম্বইয়ের (MI) বিপক্ষে ওয়াংখেড়েতেও হয়ত ইনিংসের শুরুতেই দেখা যাবে তাঁকে। তবে ফাফ দু প্লেসির সুযোগ পাওয়া নিয়ে রয়েহে সংশয়। প্রোটিয়া তারকার বদলে অভিষেক পোড়েলকে (Abishek Porel) ওপেন করতে পাঠাতে পারেন কোচ হেমাঙ্গ বাদানি।

দিল্লী-মুম্বইয়ের প্লে-অফ সমীকরণ-

DC vs MI | IPL | Image: Getty Images
DC vs MI | IPL | Image: Getty Images

ইতিমধ্যেই আইপিএলের (IPL) শেষ চারে পৌঁছে গিয়েছে গুজরাত, বেঙ্গালুরু ও পাঞ্জাব। চতুর্থ জায়গাটি নিয়ে লড়াই দিল্লী ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। আপাতত এগিয়ে মুম্বই’ই (MI)। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লীগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। হার্দিকদের জন্য সমীকরণ অপেক্ষাকৃত সহজ। দিল্লী ও পাঞ্জাবের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট নিয়ে সটান প্লে-অফে জায়গা করে নিতে পারবেন তাঁরা। দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলে মুম্বইয়ের পয়েন্ট হবে ১৬। দিল্লী যদি নিজেদের বাকি দুটি ম্যাচের মধ্যে অন্তত একটিতে হারে, তাহলেও প্লে-অফ নিশ্চিত রোহিত-হার্দিকদের। দিল্লীর (DC) জন্য রাস্তা কিছুটা কঠিনতর। আগামীকাল মুম্বইকে হারাতেই হবে তাদের। এরপর ২৪ তারিখ পাঞ্জাবের বিপক্ষে না জিততে পারলে তাকিয়ে থাকতে হবে মুম্বইয়ের দিকে। শেষ ম্যাচে রোহিতরা হারলে দিল্লী সুযোগ পাবে নক-আউটে।

Also Read: IPL 2025 MI vs DC: প্লে-অফ নিশ্চিত করার সোনার সুযোগ মুম্বইয়ের সামনে, দিল্লীর বিরুদ্ধে তুরুপের তাস এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *