IPL 2025: “এটা আমার ঘর…” ম্যাচ জিতিয়ে আগ্রাসী কে এল রাহুল, আয়না দেখালেন বিরাট কোহলিকে !! 1

IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হতাশাজনক পারফর্ম্যান্সের সম্পূর্ণ দায়টাই কার্যত চাপানো হয়েছিলো কে এল রাহুলের কাঁধে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লক্ষ্ণৌ ১০ উইকেটে হারায় মাঠে দাঁড়িয়েই যেভাবে অধিনায়ক রাহুলকে তিরস্কার করেছিলেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা, তা রীতিমত দৃষ্টিকটু লেগেছিলো ক্রিকেটজনতার। ২০২৫-এ রাহুল কি থাকবেন লক্ষ্ণৌ’তে? নাকি দল ছাড়বেন? দেখা দিয়েছিলো প্রশ্ন। শেষমেশ সুপারজায়ান্টস শিবিরের সাথে বিচ্ছেদেরই সিদ্ধান্ত নেন কর্ণাটকের ক্রিকেটার। জেড্ডায় আয়োজিত মেগা নিলামে রাহুলকে (KL Rahul) ফেরাতে বিন্দুমাত্র আগ্রহ দেখায় নি লক্ষ্ণৌ। বরং ১২ কোটি টাকায় তাঁকে দলে সামিল করে দিল্লী ক্যাপিটালস (DC)। নতুন জার্সিতে এই আইপিএলে (IPL) চাপমুক্ত দেখাচ্ছে তাঁকে। খোলামনে খেলছেন রাহুল। তার প্রতিফলন স্পষ্ট মাঠের পারফর্ম্যান্সেও।

Read More: প্রীতি জিন্টার দেওয়া উপহার নিয়ে তুমুল অশান্তি, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পাঞ্জাব সমর্থকরা !!

কোহলিকে জবাব দিলেন কে এল-

KL Rahul | IPL | Image: Getty Images
KL Rahul | IPL | Image: Getty Images

দিনকয়েক আগে চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দিল্লী ক্যাপিটালসকে দুই পয়েন্ট এনে দিয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতেও জ্বলে উঠলো তাঁর ব্যাট। টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলো দিল্লী। টিম ডেভিডের ৩৭ রানের ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান স্কোরবোর্ডে যোগ করে ‘হোম টিম।’ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয় নি ক্যাপিটালস শিবিরের। ৯ রান করে সাজঘরে ফেরেন ফাফ দু প্লেসি। কিছুক্ষণের মধ্যেই আউট হন জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল’ও। দু’জনেই করেন ৭ রান করে। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিলো দিল্লী (DC)। জাঁকিয়ে বসেছিলো হারের আশঙ্কা। এরপর রীতিমত ঢাল হয়ে দাঁড়ান রাহুল’ই (KL Rahul)।

প্রথমে অক্ষর প্যাটেল ও পরে ট্রিস্টান স্টাবসের সাথে জুটি গড়েন কে এল রাহুল (KL Rahul)। ১৭.৫ ওভারের মধ্যে ‘খতম’ করেন খেলা। অপরাজিত রইলেন ৫৩ বলে ৯৩* রান করে। অপর প্রান্তে ট্রিস্টান স্টাবস অপরাজিত থাকেন ৩৮ করেন। বেঙ্গালুরুতেই জন্মেছেন রাহুল। চিন্নাস্বামীর প্রতিটি ঘাসের সাথে পরিচয় রয়েছে তাঁর। ‘ঘরের মাঠে’ দিল্লীকে ম্যাচ জিতিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিকেও যেন বার্তা দিলেন তিনি। ইনিংসের গোড়ার দিকে দিল্লীর একটি উইকেট পড়ায় প্রায় রাহুলের মুখের সামনে গিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। খেলা শেষে স্বভাববিরুদ্ধ আগ্রাসনে জাতীয় দলের সতীর্থকে ‘জবাব’ দিতে দেখা গেলো রাহুলকে। ব্যাট দিয়ে প্রথমে ঘাসের উপর একটি বৃত্ত আঁকেন তিনি। তারপর তার কেন্দ্রে নিজের ব্যাটটি স্থাপন করে বুঝিয়ে দেন যে এই মাঠের ‘কিং’ আজ কোহলি নয়, বরং কে এল।

দেখুন সেই সেলিব্রেশনের ভিডিও-

চিন্নাস্বামীকে ‘ঘর’ বললেন রাহুল-

RCB vs DC | IPL | Image: Getty Images
RCB vs DC | IPL | Image: Getty Images

‘ঘরের মাঠে’ ম্যাচ জিতিয়ে তিনি যে আপ্লুত তা উদ্‌যাপনেই বুঝিয়েছিলেন রাহুল (KL Rahul)। খেলা শেষে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে আরও একবার সবাইকে তা মনে করিয়ে দিয়ে যান বেঙ্গালুরু বধের নায়ক। “উইকেট একটু কঠিন ছিলো। কিন্তু ২০ ওভার উইকেটকিপিং করার সময় লক্ষ্য করেছিলেন যে বল পিচে পড়ে খানিক থমকে ব্যাটে আসছে। আমি জানতাম এখানে কোন শট খেলতে হবে। শুধু শুরুটা ভালো হওয়ার প্রয়োজন ছিলো। ইনিংসের গোড়ায় আগ্রাসী হতে চেয়েছিলাম, তারপর পরিকল্পনা ছিলো অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার। ছক্কা মারার সময় আমি জানতাম কোথায় কোথায় মারার সুযোগ রয়েছে। (রজত পাটিদার) ক্যাচ ফস্কানোয় সুবিধা পেয়েছি। এটা আমার মাঠ, এটা আমার ঘর, এটাকে আমি সবার চেয়ে ভালো চিনি,” আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছিলো রাহুলের গলায়। পরে ইন্সটাগ্রাম স্টোরির ক্যাপশনে ‘আমার মাঠ’ লেখেন তিনি।

দেখুন রাহুলের ইন্সটাগ্রাম পোস্ট-

Also Read: IPL 2025 RCB vs DC Highlights: ‘দিল’ জিতলেন কে এল রাহুল, বেঙ্গালুরুর ডেরায় ম্যাচ জিতলো দিল্লী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *