IPL 2025: আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে ঝড়ের আশঙ্কা করছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পণ্ড হতে পারে নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই, দুশ্চিন্তা ছিলো ক্রিকেটজনতার মধ্যেও। শেষমেশ প্রকৃতি শান্ত থাকলেও সেই কালবৈশাখীর দেখা মিললো অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ব্যাটে। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমে বেশ বিপাকে পড়েছিলো গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরতে হয় ক্যুইন্টন ডি কক’কে (Quinton de Kock)। তিন ওভার শেষে বেগুনি-সোনালী শিবিরের স্কোরবোর্ডে ছিলো মাত্র ৯ রান। ধুঁকতে থাকা দলকে এরপর নয়া জীবন দান করে অধিনায়ক রাহানের ব্যাট। পরবর্তী তিন ওভারেই ম্যাচের মোড় কার্যত ঘুরিয়ে দেন তিনি। মাত্র দেড় কোটিতে তাঁকে দলে নিয়েছেন শাহরুখরা। প্রাইস ট্যাগের দিক থেকে পিছিয়ে থাকলেও দক্ষতায় তিনি যে এখনও রয়েছেন প্রথমের সারিতেই, তা বুঝিয়ে গেলেন মুম্বইয়ের তারকা।
Read More: IPL 2025 KKR vs RCB: হ্যাজেলউডের স্যুইং-এ পরাস্ত ডি কক, ইনিংসের শুরুতেই উইকেট হারালো কলকাতা !!
প্রস্তুতি ম্যাচগুলিতে বড় রান পান নি রাহানে (Ajinkya Rahane)। অধিনায়কের ফর্ম নিয়ে উঠতে শুরু করেছিলো প্রশ্ন। কিন্তু আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন তিনি। আসরেও সেই ফর্ম ধরে রাখার ইঙ্গিত দিলেন তিনি। রসিক দার সালামকে এক ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণের শুরুটা করেছিলেন রাহানে। এরপর আক্রমণ শানান ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya), যশ দয়ালদের বিরুদ্ধেও। পাওয়ার প্লে’র শেষ তিনটি ওভার থেকে নাইট শিবির ছিনিয়ে নেয় ৫১ রান। এরপরেও থামে নি রাহানে’র বিক্রম। সুনীল নারাইনকে সাথে নিয়ে বেঙ্গালুরু বোলিং-এর উপর চাপ বাড়ানোর কাজ চালিয়ে যান তিনি। শেষমেশ নবম ওভারের প্রথম বলে সুয়শ শর্মাকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সম্পূর্ণ করেন অর্ধশতক। নাইটদের (KKR) হয়ে এটা ‘দ্বিতীয় ইনিংস’ রাহানের। মাইলস্টোন ছুঁয়েই শুরু করলেন পথচলা।
একাদশতম ওভারে থামলো রাহানে (Ajinkya Rahane) ঝড়। ক্রুণাল পাণ্ডিয়াকে পুল মারতে গিয়ে শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। ধরা পড়েন রসিক দার সালামের হাতে। ৩১ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তাঁর ব্যাট থেকে আজ এসেছে ৫৬ রান। ‘জিঙ্কস’-এর দুর্ধর্ষ ইনিংস মন ভরিয়েছে নেটজনতার। নাইট (KKR) অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁরা। ‘বুড়ো হাড়ে ভেল্কি দেখালো রাহানে,’ লিখেছেন এক ব্যক্তি। ‘এই ফর্মটা গোটা মরসুম ধরে রাখতে পারলে নাইটদের চিন্তা কমবে,’ মন্তব্য আরও একজনের। ‘কি একটা ইনিংস!’ বিস্ময় চেপে রাখতে পারেন নি এক গুণমুগ্ধ ভক্ত। ‘আইপিএলের শুরুতেই স্মরণীয় পারফর্ম্যান্স,’ তৃপ্তি স্পষ্ট অন্য এক ক্রিকেটপ্রেমীর ট্যুইটে। ‘প্রতিভার কদর করতে জানে নাইট টিম ম্যানেজমেন্ট,’ রাহানেকে অধিনায়ক নির্বাচনের জন্য কেউ কেউ ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোরদেরও।
দেখে নিন ট্যুইট চিত্র-
Ajinkya Rahane Half Century 😈 Well Plated Till Now !#KKRvsRCB #TATAIPL #KKRvsRCB
— Shobhit kumar (@Shobhit110198) March 22, 2025
First fifty of IPL2025! It is the KKR captain with the half-century, coming off just 25 balls.
This is Rahane’s 31st IPL fifty.
RCB bowlers getting treatment from Captain Rahane and Narine.— Addicted (@AddictedBet) March 22, 2025
Rahane redemption 🔥🔥👏 wow #RCBvsKKR #IPL2025
— rAvI RaThOrE (@Ravi_rathore060) March 22, 2025
Rahane’s inner CSK blood taking Revenge of Last Year 🔥🔥🔥🔥#KKRvsRCB pic.twitter.com/ahnwICm1c7
— anuj (@KingAaryannn) March 22, 2025
Rahane on fire !!!
— Madhur Kapoor (@MadhurKapoor12) March 22, 2025
Ajinkya Rahane #KKRvsRCB #IPL2025 pic.twitter.com/RjXRLWEeMS
— . (@single_soul1) March 22, 2025
First 50 of #IPL2025 comes from the KKR Captain Jinx Rahane, at a SR of 200+. He’s still in his CSK mode. Love to see our ex players going on to do special things with other clubs. #KKRvRCB https://t.co/WiCEE542tS
— Sarath (@SEL_27) March 22, 2025
Kya Pel rhi hai KKR RCB ko like always 😂
Sorry Rahane for doubting you and Narine toh Narine hai of course !
— Harrry Ghai (@harrryghai) March 22, 2025
Happy for Rahane. 🙂
When people where questioning why him as captain soo— Varnata singh (@VarnataS) March 22, 2025