IPL 2025: পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) গত মরসুমে পারে নি শেষ চারের ছাড়পত্র আদায় করে নিতে। শুরুটা ভালো করেছিলো তারা। কিন্তু মাঝে বেশ কয়েকবার পা হড়কানোয় সমস্যায় পড়তে হয় আইপিএলের (IPL) লীগ পর্বের শেষ ল্যাপে এসে। মরসুমের ১৪তম ম্যাচে তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। ১৮ রানের কম ব্যবধানে হারলেও সুযোগ ছিলো নক-আউট পর্বে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে ২৭ রানে হেরে বসে তারা। তীরে এসে ডোবে তরী। গতবারের ব্যর্থতা আগামী বছর কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টায় সিএসকে (CSK) দল। ইতিমধ্যেই মেগা অকশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। রেডারে রয়েছেন বেশ কিছু তারকা। অষ্টাদশ আইপিএলে (IPL) কি কি পরিবর্তন হতে পারে স্কোয়াডে? জেনে নিন এই প্রতিবেদনে।
Read More: “লজ্জা লাগা উচিত…” আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ভেস্তে যেতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে BCCI !!
অবসর নিতে পারেন ধোনি-
২০১৯ সালের পর ভারতীয় দলের জার্সিতে আর দেখা যায় নি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আইপিএল (IPL) থেকে কবে তিনি সরে দাঁড়াবেন সেই জল্পনাও চলছে বেশ কয়েক বছর। প্রাক্তন পেসার ও সঞ্চালক ড্যানি মরিসন (Danny Morrison) একবার তাঁকে জিজ্ঞাসাও করেছিলেন অবসরের ব্যাপারে। দৃপ্ত কন্ঠে ধোনি জানিয়েছিলেন, “ডেফিনিটলি নট।” ২০২৩ সালে জোর গুঞ্জন ছিলো যে সরে দাঁড়াবেন মাহি। ট্রফি জয়ের পর আদর্শ মঞ্চ’ও ছিলো তাঁর সামনে। কিন্তু কিংবদন্তি তারকা সেই রাস্তা বেছে নেন নি। তিনি সাক্ষাৎকারে জানান, “এখন হয়ত সরে যাওয়ার ঘোষণা করাই সহজ হবে। কিন্তু সমর্থকদের জন্য মাস আটেক পর আবার ফিরে আসতে চাই। ওনাদের কিছু ফিরিয়ে দিতে চাই।” কথা রেখেছিলেন ধোনি (MS Dhoni)। হাঁটুর অস্ত্রোপচার করিয়ে ২০২৪-এর আইপিএলে (IPL) ফিরেছিলেন মাঠে। ব্যাট হাতেও কিছু দুর্দান্ত ক্যামিও উপহার দিয়েছেন।
২০২৫-এর আইপিএলের (IPL) সময় ধোনি’র বয়স দাঁড়াবে প্রায় ৪৩। তিনি কি আবারও হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন? প্রশ্ন রয়েই গিয়েছে ক্রিকেটজনতার মধ্যে। ২০২১ অবধি নিয়ম ছিলো যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর বা তাঁর বেশী সময় অবসৃত কোনো খেলোয়াড়কে আনক্যাপড ধরা হবে। ইতিমধ্যে ধোনি’কে রিটেন করার জন্য সেই নিয়ম পুনর্ব্যবহারের আর্জি বিসিসিআই-এর কাছে জানিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। সূত্রের খবর যে একজন মাত্র খেলোয়াড়ের জন্য নিজেদের নিয়ম বদলানোর পথে হাঁটছে না বোর্ড। ফলত ধোনি’কে (MS Dhoni) রিটেন করা কঠিন হবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষে। কেরিয়ারের সায়াহ্নে এসে নিলামে যোগ দিতে চাইবেন না হয়ত ধোনি। ফলে অবসরের পথ বেছে নিতে পারেন তিনি। পাঁচ বারের খেতাবজয়ী অধিনায়ক হয়ত মেন্টর হতে পারেন চেন্নাইয়ের (CSK)।
ঋতুরাজের বদলে অধিনায়ক হবেন পন্থ?
দীর্ঘ সময় ধরে চেন্নাই সুপার কিংসের (CSK) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি যদি ২০২৫-এর আইপিএলের (IPL) আগে সরে দাঁড়ান তাহলে সেই পজিশনে কোনো তারকাকে নিতেই হবে ফ্র্যাঞ্চাইজিকে। কিংবদন্তির উত্তরসূরি হিসেবে আদর্শ হতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০১৬ থেকে দিল্লী (DC) দলে রয়েছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে সাম্প্রতিক সময় দূরত্ব বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেট তারকার মধ্যে। বিশেষ করে দিল্লী কোচের পদ থেকে রিকি পন্টিং-কে (Ricky Ponting) সরিয়ে দেওয়ায় অখুশি হয়েছেন পন্থ। মরসুম শুরুর আগেই রিলিজ চেয়ে নিতে পারেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে তরুণ উইকেটরক্ষক ব্যাটারের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই। ধোনি’র (MS Dhoni) সাথে খুবই ভালো সম্পর্ক পন্থের। গুরু-শিষ্যের সেই রসায়ন সাফল্য এনে দিতে পারে চেন্নাইকে।
যদি সত্যিই ঋষভ পন্থ (Rishabh Pant) দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়ে যোগ দেন চেন্নাই সুপার কিংসে (CSK), তাহলে রদবদল দেখা যেতে পারে নেতৃত্বেও। ২০২৪ মরসুমেই ধোনি সরে দাঁড়ানোয় অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) হাতে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে নি দল। ঋতুরাজ যদিও ব্যাট হাতে সফল হয়েছেন। তাঁকে নেতৃত্বের বাড়িত বোঝা যাতে না নিতে হয়, তা নিশ্চিত করার চেষ্টা আগামী বছর করতে পারে সিএসকে। দিল্লীর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে ঋষভের (Rishabh Pant)। জাতীয় দলকেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে নেতৃত্ব দিয়েছেন তিনি। ধোনির উত্তরসূরির হাতেই দল চালনার ভার তুলে দিতে পারেন কাশী বিশ্বনাথন’রা। চেন্নাইয়ের অধিনায়কত্ব প্রশ্নের দীর্ঘমেয়াদী সমাধান হতে পারেন পন্থ।