IPL 2025: গত ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে রান তাড়া করতে নেমে বড় ব্যবধানে হারতে হয়েছিলো পাঞ্জাব কিংস-কে। আজ তাই মুল্লানপুরের মাঠে টস জিতে তাই প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্তই নিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা ভালো হয় নি তাদের। দ্রুত ফেরেন প্রভসিমরণ সিং। শ্রেয়স নিজেও ব্যর্থ হন আজ। স্টয়নিস, ম্যাক্সওয়েল সমৃদ্ধ মিডল অর্ডারও ব্যর্থ দাগ কাটতে। তার পরেও নির্ধারিত ২০ ওভার শেষে পাঞ্জাবের (PBKS) স্কোরবোর্ডে ২১৯ রান। যাবতীয় ঝড়ঝাপ্টা সামলে দলকে বড় স্কোরের দিকে পৌঁছে দেওয়ার কৃতিত্বের সিংহভাগটাই দাবী করতে পারেন বছর ২৪-এর প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তাঁর ধুন্ধুমার শতরানই চালকের আসনে বসালো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে। ডেথ ওভারে ঝড় তোলেন শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেন। তাঁদের ‘ফিনিশিং টাচ’ ও চাপ বাড়ালো চেন্নাইয়ের উপর। জিততে গেলে ২২০ চাই ঋতুরাজদের।
Read More: IPL 2025: “ছোটা প্যাকেট, বড়া ধামাকা…” শতকের শৃঙ্গ জয় প্রিয়াংশ আর্যের, শুভেচ্ছায় ভরালো নেটমাধ্যম !!
একাই লড়ে গেলেন প্রিয়াংশ আর্য-

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল (IPL) মরসুমের প্রথম ম্যাচে ঝোড়ো ৪৭ রানের ইনিংস খেলেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। স্বাক্ষর রেখেছিলেন প্রতিভার। এরপর টানা দুটি খেলায় দশের গণ্ডী পেরোতে পারেন নি তিনি। তরুণ বাম হাতিকে নিয়ে ধৈর্য্য হারাচ্ছিলেন সমর্থকেরা। উঠছিলো তাঁকে রিজার্ভ বেঞ্চে রেখে অস্ট্রেলীয় জশ ইংলিসকে ওপেনার হিসেবে নামানোর দাবী। কিন্তু অবস্থান বদলান নি রিকি পন্টিং। বিশ্বকাপজয়ী অধিনায়কের জহুরীর চোখ ভুল করে নি রত্ন চিনতে। কোচের সেই আস্থার দামই আজ যেন বাইশ গজে দিলেন দিল্লীর ক্রিকেটার। অপর প্রান্তে পরপর উইকেট পড়ছিলো আজ। প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার’দের মত তারকারা বেশীক্ষণ টিকতে পারেন নি চেন্নাইয়ের (CSK) বোলিং-এর সামনে। ব্যর্থ ম্যাক্সওয়েল, স্টয়নিসরাও। কিন্তু চাপে পড়ে নি প্রিয়াংশ। বরং খাদের কিনার থেকে টেনে তুলেছেন নিজের দলকে।
মুল্লানপুরের বাইশ গজে চার-ছক্কার তুফান তোলেন প্রিয়াংশ আর্য। অর্ধশতকের গণ্ডী পেরোন মাত্র ১৯ বল খেলে। মাইলস্টোন পেরোনোর পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। রবিচন্দ্রণ অশ্বিনকে পরপর দুই বার আছড়ে ফেলেন গ্যালারিতে। প্রিয়াংশের বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গেলেন চেন্নাইয়ের ‘ বেবি মালিঙ্গা’ মাথিশা পাথিরাণা’ও। হজম করেন তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি। ৩৯ বল খেলে পেরিয়ে যান তিন অঙ্কের মাইলফলক’ও। আইপিএলের (IPL) ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরানের মালিক হলেন ২৪ বর্ষীয় তরুণ। ছুঁয়ে ফেললেন অজি তারকা ট্র্যাভিস হেড’কে। প্রিয়াংশের সামনে কেবল ক্রিস গেইল (৩০ বল), ইউসুফ পাঠান (৩৭ বল) ও ডেভিড মিলার (৩৮ বল)। ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগে প্রথম আনক্যাপড তারকা হিসেবে শতকের নজির গড়েছিলেন শন মার্শ। টুর্নামেন্টের অষ্টাদশতম মরসুমে অষ্টম ব্যাটার হিসেবে এই ক্লাবে জায়গা করে নিলেন প্রিয়াংশ।
ধুন্ধুমার ব্যাটিং শশাঙ্ক-ইয়ানসেনেরও-

৪৩ বল খেলে ১০৩ করে শেষমেশ সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। মারেন ৮টি চার ও ৯টি ছক্কা। এরপর ইনিংসকে টেনে নিয়ে গেলেন শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেন। গত মরসুমের স্কোয়াড থেকে মাত্র দুইজন’কে ‘রিটেন’ করেছিলো পাঞ্জাব কিংস। তাঁদের মধ্যে প্রথমজন-প্রভসিমরণ সিং আজ ব্যর্থ। কিন্তু দ্বিতীয় জন অর্থাৎ শশাঙ্ক সিং-কে পাওয়া গেলো চেনা মেজাজেই। চেন্নাই বোলিং-কে ছিন্নভিন্ন করলেন তিনিও। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক (Shashank Singh)। তাঁকে যোগ্য সঙ্গত করতে দেখা গেলো ইয়ানসেনকে। বোলিং-এর পাশাপাশি ব্যাট হাতেও তিনি যে সমান কার্যকরী তা বোঝালেন প্রোটিয়া অলরাউন্ডার। মাত্র ১৯ বল খেলে ২টি চার ও ২ ছক্কার সাহায্যে তিনি অপরাজিত থাকেন ৩৪ রান করে। তাঁদের ৬৫ রানের অবিচ্ছেদ্য জুটি রানের পাহাড়ে পৌঁছে দিলো পাঞ্জাব কিংস’কে। জমিয়ে দিলো ‘কিংস’ বনাম ‘সুপার কিংস’ দ্বৈরথ।