IPL 2025: ঋতুরাজের 'চোটে' ভাগ্য খুলছে পৃথ্বী শয়ের, CSK'র জার্সিতে মাতাবেন মঞ্চ !! 1

IPL 2025: গত ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ব্যাটিং-এর সময় চোট পেয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ইনিংসের শুরুতে তুষার দেশপাণ্ডের বল আছড়ে পড়েছিলো তাঁর কনুইতে। যন্ত্রণায় হাতের ব্যাট মাটিতে ফেলে বসে পড়েন তিনি। ছুটে আসতে হয়েছিলো ফিজিওকে। কিছুক্ষণের মধ্যে অবশ্য সেই আঘাত সামলে ওঠেন তিনি। করেন অর্ধশতক’ও। ঐ ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। এর মধ্যে আরও গোটা দুয়েক ম্যাচও খেলে ফেলেছে চেন্নাই (CSK)। সেগুলিতে অংশও নিয়েছিলেন ঋতুরাজ। দিল্লীর বিরুদ্ধে করেন ৫ ও পাঞ্জাবের বিপক্ষে আউট হন ১ রান করে। অস্বস্তিতে যে রয়েছেন তা বোঝা গিয়েছিলো শরীরী ভাষাতে। শেষমেশ স্ক্যান রিপোর্ট সামনে আসতেই মিললো দুঃসংবাদ। কনুইতে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ায় সম্পূর্ণ আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি।

Read More: IPL 2025 CSK vs KKR: ঋতুরাজের পরিবর্তে অধিনায়ক ধোনি, নাইটদের বিরুদ্ধে নতুন উদ্যমে মাঠে নামতে তৈরি চেন্নাই !!

ঋতুরাজের বদলে অধিনায়ক ধোনি-

Ruturaj Gaikwad | IPL | Image: Getty Images
Ruturaj Gaikwad | Image: Getty Images

এমনিতেই চলতি আইপিএলে (IPL) বেহাল দশা চেন্নাই সুপার কিংসের (CSK)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচটি জেতার পর একটানা চারটি খেলায় হেরেছে তারা। এই মুহূর্তে রয়েছে লীগ তালিকার নবম স্থানে। এই পরিস্থিতিতে অধিনায়কের ছিটকে যাওয়া যে গোদের উপর বিষফোঁড়ার সামিল তা মানতে বাধ্য হচ্ছেন বিশেষজ্ঞরা। অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে আলোর সরণিতে ফিরতে সেই মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) মগজাস্ত্রের উপরেই আস্থা রাখতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিকে। ২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার ট্রফি জিতিয়ে নেতৃত্বের ব্যাটন ঋতুরাজের (Ruturaj Gaikwad) হাতে তুলে দিয়েছিলেন ধোনি। কনুইয়ের চোটে ‘শিষ্য’ ছিটকে যাওয়ায় ফের একবার অধিনায়কের সিংহাসনে বসতে চলেছেন ‘গুরু’ই। গতকাল এক ভিডিও বার্তায় সেই তথ্য জানিয়েছেন ঋতুরাজ স্বয়ং।

“দুর্ভাগ্যজনক ভাবে কনুইতে চোট পাওয়ায় আইপিএলের বাকি অংশে খেলতে পারছি না। তার জন্য অত্যন্ত হতাশ আমি। এখনও অবধি পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এখন একজন ‘তরুণ’ উইকেটরক্ষক দলকে নেতৃত্ব দেবেন। আশা রাখছি পরিস্থিতি বদলাবে। আমি দলের সঙ্গেই থাকবো, ওদের সমর্থন যোগাবো,” সোশ্যাল মিডিয়ায় সিএসকে’র পোস্ট করা ভিডিও বার্তায় বলেছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। “নিঃসন্দেহে দলকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারলে ভালো লাগত। কিন্তু কিছু জিনিস যে আমাদের নিজেদের হাতে নেই তা মানতেই হয়। ডাগ-আউট থেকে আমি যে দলকে সমর্থন যোগাবো তা তো আগেই বলেছি। আশা রাখছি আমাদের বাকি মরসুমটা দুর্দান্ত কাটবে, ধন্যবাদ,” সংযোজন তাঁর।

দেখুন ঋতুরাজের ভিডিও বার্তাটি-

বিকল্প হতে পারেন পৃথ্বী শ-

Prithvi Shaw | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ছিটকে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণের জন্য একজন টপ-অর্ডার ব্যাটারের প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। বিকল্প হিসেবে আদর্শ হতে পারেন পৃথ্বী শ, মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ। ২০১৮ থেকে ২০২৪ অবধি আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেছেন পৃথ্বী (Prithvi Shaw)। প্রতিভাবান তরুণ ৭৯ ম্যাচে প্রায় ২৪ গড় ও ১৪৮ স্ট্রাইক রেটে করেছেন ১৮৯২ রান। করেছেন ১৪টি অর্ধশতকও। বেহিসেবী জীবনযাপন, উচ্ছৃঙ্খল আচরণের জন্য গত কয়েক বছর বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। জেড্ডার মেগা নিলামের আগে তাই পৃথ্বী’কে আর রিটেন করে নি দিল্লী। বেস প্রাইস কমিয়ে ৭৫ লক্ষ টাকা রেখেছিলেন। তার পরেও আগ্রহ দেখায় নি কোনো দল। কিন্তু মরসুমের মাঝপথে ঋতুরাজের চোট আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে তাঁর জন্য। চেন্নাইয়ের জার্সিতেই ক্রিকেটের আঙিনায় ‘পুনর্জন্ম’ হতে পারে পৃথ্বীর।

Also Read: IPL 2025: “KL-এর কামাল…” চিন্নাস্বামীতে দিল্লীকে জেতালেন রাহুল, প্রশংসার বন্যা নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *