IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) কার্যত ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট (Phil Salt)। শেষ মুহূর্তে জেসন রয় সরে দাঁড়ানোয় তাঁর শরণাপন্ন হতে হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে। মরসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলিতে নজর কেড়েছিলেন ইংল্যান্ডের তারকা। ফলে রহমানুল্লাহ গুরবাজের বদলে সল্টকেই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে বেছে নেন তৎকালীন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বেগুনি-সোনালী জার্সিতে দুরন্ত পারফর্ম করেন তিনি। ইংল্যান্ড বনাম পাকিস্তান টি-২০ সিরিজ থাকায় নক-আউট পর্বে খেলতে পারেন নি সল্ট। তা সত্ত্বেও প্রায় ৪০ গড় ও ১৮২ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেন তিনি। সুনীল নারাইনের সাথে তাঁর ওপেনিং জুটি ত্রাসের সঞ্চার করেছিলো প্রতিপক্ষের মনে। ২০২৫-এর আইপিএলের আগে যখন সল্ট’কে (Phil Salt) রিলিজ করে দেয় নাইট রাইডার্স, তখন মন খারাপ হয়েছিলো সমর্থকদের।
Read More: হারিয়েছেন পুরোনো জৌলুস, এই বিস্ফোরক ব্যাটসম্যানের ব্যর্থতা জন্য ডুবছে দল !!
বেঙ্গালুরুতে ছন্দে নেই ফিল সল্ট-

জেড্ডার মেগা নিলামে সল্ট’কে ফেরানোর জন্য ঝাঁপিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে দড়ি টানাটানিতে পেরে ওঠেন নি ভেঙ্কি মাইশোররা। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার যোগ দেন বিরাটদের ফ্র্যাঞ্চাইজিতে। বিকল্প হিসেবে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় দক্ষিণ আফ্রিকার ক্যুইন্টন ডি কক’কে দলে নেয় কলকাতা। ফেরানো হয় আফগানিস্তানের গুরবাজকেও। অষ্টাদশতম আইপিএলের (IPL) শুরুটা বেশ ভালো করেছিলেন ফিল সল্ট (Phil Salt)। পুরনো দল কলকাতার বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে জ্বলে ওঠেন তিনি। স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে মাত্র ৩১ বলে করেন ৫৬ রান। আরও একটা ধুন্ধুমার মরসুমের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু এরপর থেকে ক্রমেই নিম্নগামী সল্টের ফর্মের গ্রাফ।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেপকের মাঠে সল্ট (Phil Salt) সাজঘরে ফেরেন ৩২ রান করে। বিধ্বংসী মেজাজে ইনিংসের শুরুটা করলেও নূর আহমেদের ঘূর্ণিতে বিভ্রান্ত হন তিনি। ০.১৬ সেকেন্ডের মধ্যে তাঁকে স্টাম্প করে সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নেন মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। সেখানেও অনুরাগীদের হতাশই করেন ইংল্যান্ডের তারকা। ইনিংসের প্রথম বল থেকেই নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। আউট হতে পারতেন শুরুতেই। তাঁর নিয়ন্ত্রণহীন পুল পড়ে অরক্ষিত অঞ্চলে। এরপর মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) উইকেট থেকে সরে মারতে গিয়ে সহজ ক্যাচও তুলে দিয়েছিলেন। তা ফস্কান জস বাটলার। দু’বার জীবন ফিরে পেয়েও ১৪’র বেশী এগোতে পারেন নি তিনি। বোল্ড হন সিরাজের বলে। চতুর্থ ম্যাচে আরও কমেছে রান। মুম্বইয়ের বিরুদ্ধে ফিরেছেন ৪ করে।
প্লে-অফের দৌড়ে রয়েছে বেঙ্গালুরু-

ফিল সল্টের ব্যর্থতা সত্ত্বেও আইপিএলে (IPL) এখনও অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) পারফর্ম্যান্স বেশ ভালো। উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছিলো তারা। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের বিরুদ্ধে বাজিমাত করেছিলো তাদের হোমগ্রাউন্ডে। এরপর চেন্নাই সুপার কিংসের দুর্গ’ও জয় করেন বিরাট কোহলিরা। চেপকে মহেন্দ্র সিং ধোনিদের ১৯৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। ১৪৬-এ গুটিয়ে যায় তারা। ৫০ রানের ব্যবধানে আসে দ্বিতীয় জয়। তৃতীয় ম্যাচে অবশ্য খানিক হোঁচট খেতে হয়েছে রজত পাটিদারের নেতৃত্বাধীন দল’কে। তারা ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে গুজরাত টাইটান্সের বিপক্ষে। তবে দিনকয়েকের মধ্যেই সেই ব্যর্থতাকে পিছনে ফেলে ঘুরেও দাঁড়িয়েছে বেঙ্গালুরু। মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারিয়েছে ১২ রানের ব্যবধানে। আপাতত লীগ তালিকায় তৃতীয় স্থানে তারা।
Also Read: IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT’র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !!