ipl-2025-phil-salt-might-join-rcb

IPL 2025: এগিয়ে আসছে আইপিএল (IPL) ২০২৫-এর মেগা অকশন। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত আগামী ডিসেম্বরে বসবে নিলামের আসর। এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে সবক’টি ফ্র্যাঞ্চাইজি। রিলিজ-রিটেনশনের যাবতীয় পারমুটেশন-কম্বিনেশন ছকে ফেলতে চাইছেন কর্মকর্তারা। নতুন মরসুমের জন্য নিশানা করা হবে কোন খেলোয়াড়দের, সেই সব নাম’ও ইতিমধ্যে উঠে গিয়েছে টিম ম্যানেজমেন্টের নোটবুকে। বিসিসিআই-এর তরফে নিলাম নিয়ে কোনো নিয়মবিধি প্রকাশ করা হয় নি। কতজন রিটেন হচ্ছেন, কতজনকেই বা রিলিজ করতে হবে তা স্পষ্ট নয় এখনও। ছ’টি রিটেনশন বা চারটি রিটেনশন ও দুটি আরটিএম কার্ডের বিকল্প দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। সেইমতই ঘুঁটি সাজাচ্ছে দলগুলি। যত সময় এগোবে, ততই স্পষ্ট হবে চিত্রটা।

Read More: IPL 2025: সিরাজের জন্য দরজা বন্ধ করছে বেঙ্গালুরু, নয়া মরসুমের আগে কঠিন সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির !!

নজর থাকবে ফিল সল্টের দিকে-

Phil Salt | IPL | Image: Getty Images
Phil Salt | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)। আহামরি ছিলো না পারফর্ম্যান্স। তাঁকে আর ধরে রাখে নি ফ্র্যাঞ্চাইজি। ‘মিনি’ নিলামে অংশ নিলেও কোনো দল পান নি তিনি। হয়ত ২০২৪-এর আইপিএল খেলাই হতে না তাঁর। আচমকাই সুযোগ এসে যায় জেসন রয় (Jason Roy) সরে দাঁড়ানোয়। স্বদেশীয় রয়ের বদলি হিসেবেই কলকাতা নাইট রাইডার্স সই করায় ফিল সল্ট’কে। প্রস্তুতি ম্যাচগুলিতে ভালো পারফর্ম্যান্স করে নজর কেড়েছিলেন। ওপেনিং-এ তাঁর উপরেই ভরসা রেখেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর। তাঁদের আস্থার দাম দিয়েছিলেন সল্ট (Phil Salt)। সুনীল নারাইনের সাথে তাঁর জুটি গোটা টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ হয়ে উঠেছিলো।

ইনিংসের গোড়াতেই ঝড় তুলে ম্যাচ প্রতিপক্ষের হাতের মুঠোর বাইরে নিয়ে যেতে প্রায়শই দেখা গিয়েছে ফিল সল্ট’কে (Phil Salt)। ১২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ৩৯.৫৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৩৫ রান। নাইটদের (KKR) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সল্ট। ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করেছেন ১৮২.০১ স্ট্রাইক রেটে। যদি ছ’টি রিটেনশনের সুযোগ দেওয়া হয় তাহলে নাইটদের ভাবনা ছিলো আগামী মরসুমের জন্য’ও উইকেটরক্ষক-ব্যাটারকে ধরে রাখা। চারটি রিটেনশন ও দুটি আরটিএমের বিকল্প থাকলে তাঁর জন্য একটি আরটিএম কার্ড ব্যবহার করার কথাও ভেবেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু তার সুযোগ হয়ত থাকছে না আর। দল ছাড়ছেন ইংল্যান্ড তারকা।

বেঙ্গালুরু’র জার্সিতে দেখা যেতে পারে সল্ট’কে-

Phil Salt | IPL | Image: Getty Images
Phil Salt | Image: Getty Images

মাত্র ১.৫০ কোটি টাকার বিনিময়ে ফিল সল্টকে গত মরসুমে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ভালো পারফর্ম্যান্স করায় নিঃসন্দেহে দর বেড়েছে তাঁর। প্রাইস ট্যাগ বাড়ানোর লক্ষ্যে কলকাতার রিটেনশনের প্রস্তাব ফিরিয়ে হয়ত নিলামের মঞ্চেই নামতে চলেছেন তিনি। সল্ট’কে দলে নিতে আগ্রহী হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দীনেশ কার্তিক অবসর নেওয়ায় উইকেটরক্ষক-ব্যাটার পদ শূন্য বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজিতে। সল্টের (Phil Salt) মত একজন বিস্ফোরক ক্রিকেটারকে পেলে তা পুরণ হয়ে যাবে। শোনা যাচ্ছে ৪০ পেরোনো ফাফ দু প্লেসিকেও নাকি ছেড়ে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স। সেক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গী হিসেবে একজন ওপেনার’ও প্রয়োজন তাদের। সেই ওপেনিং স্লটেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না তাঁর। নিলামে সল্টের জন্য ৮ থেকে ১০ কোটিও তাই খরচ করতে পারে বেঙ্গালুরু।

Also Read: বাদ সুহানা, এই আফগান সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিংকু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *