IPL 2025: ২০২৪ সালের আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার (Shryeas Iyer)। দলের তৃতীয় ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। মুম্বইয়ের ক্রিকেট তারকার দল পরিচালনার দক্ষতা নজর কেড়েছিলো সকলের। মনে করা হয়েছিলো যে আগামী মরসুমের জন্য তাঁকে রিটেন করার পথেই হাঁটবে নাইটরা। কিন্তু সকলকে চমকে দিয়েই তাঁকে রিলিজ করে দিয়েছে কলকাতা। সংবাদসংস্থা রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) আভাস দিয়েছেন যে শ্রেয়াসের (Shreyas Iyer) অর্থনৈতিক দাবীদাওয়া মেনে নিতে পারে নি ফ্র্যাঞ্চাইজি। আপাতত নিলামে নাম লিখিয়েছেন তারকা ক্রিকেটার। কোন দলের হয়ে আগামীতে মাঠে নামবেন তা ঠিক হবে মেগা নিলামে। সূত্রের খবর, ট্রফিজয়ী অধিনায়ককে নিয়ে দড়ি-টানাটানি চলতে পারে বিস্তর।
Read More: TOP 5: পন্থের জায়গায় ক্যাপ্টেনের আসনে এই মেগাস্টার, নিলামে দিল্লী’র নিশানায় পাঁচ ক্রিকেটার !!
পাঞ্জাবের রেডারে রয়েছেন শ্রেয়স-
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডা শহরে বসতে চলেছে আইপিএলের (IPL) মেগা নিলামের আসর। সেখানে সর্বোচ্চ অকশন পার্স থাকছে প্রীতি জিন্টা (Preity Zinta), নেস ওয়াদিয়াদের মালিকানাধীন পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজির হাতে। মাত্র দু’জন আনক্যাপড ক্রিকেটার-শশাঙ্ক সিং (Shashank Singh) ও প্রভসিমরণ সিং-কে রিটেন করেছে তারা। মোট খরচ করেছে ৯.৫ কোটি টাকা। ফলে নিলামে পাঞ্জাবের হাতে খরচ করার জন্য থাকছে ১১০.৫ কোটি। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে শক্তিশালী দল বানাতে মরিয়া তারা। এখনও একবারও আইপিএল (IPL) জয়ের সৌভাগ্য হয় নি পাঞ্জাবের। ২০১৪ সালে ফাইনালে উঠলেও তীরে এসে ডোবে তরী। তারপর এক দশক প্লে-অফের ছাড়পত্র’ও আদায় করতে পারে ফ্র্যাঞ্চাইজি। ব্যর্থতার অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায় তারা।
নয়া কোচ হিসেবে ইতিমধ্যেই অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং-কে (Ricky Ponting) নিয়োগ করেছে পাঞ্জাব কিংস। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে খবর আগামী মরসুমের জন্য সম্ভাব্য অধিনায়কদের একটি তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন নয়া কোচ। সেখানে উপরের দিকেই রয়েছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নাম। ইতিপূর্বে দিল্লী ক্যাপিটালসে থাকাকালীন পন্টিং-এর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মুম্বইয়ের তারকার। তাঁদের জুটি দিল্লী শিবিরকে ২০২০ সালে আইপিএলের (IPL) ফাইনালেও পৌঁছে দিয়েছিলো। যদিও সেই যাত্রায় হারতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে গত বার যে পথটুকু পেরোতে পারেন নি, এবার কাঁধে কাঁধ মিলিয়ে সেটুকু পেরোতে চাইবেন পন্টিং ও শ্রেয়স দু’জনেই। প্রাক্তন নাইট অধিনায়কের জন্য মেগা অকশনে ২০-২২ কোটি খরচ করতে পারে পাঞ্জাব।
শ্রেয়সকে নিয়ে চলবে দড়ি-টানাটানি-
আসন্ন আইপিএল (IPL) মেগা অকশনে অন্যতম ‘হট প্রপার্টি’ হতে চলেছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। কেবল পাঞ্জাব কিংস (PBKS) নয়, আরও অন্তত তিন ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য ঝাঁপাতে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। এবার দিল্লী ক্যাপিটালস (DC) ছেড়েছেন ঋষভ পন্থ। আপাতত তাদের অধিনায়কের আসন ফাঁকা রয়েছে। শূন্যস্থান পূরণে শ্রেয়সকেই (Shreyas Iyer) বাজি হিসেবে ধরতে পারে তারা। ঘরের ছেলে’কে ঘরে ফেরাতে উদ্যোগী হতে পারেন কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দল’রা। অন্যদিকে অধিনায়ক প্রয়োজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর’ও (RCB)। তারা রিলিজ করে দিয়েছে ফাফ দু প্লেসি’কে। বিরাট কোহলি’র ফ্র্যাঞ্চাইজি’ও হাত বাড়াতে পারে তাঁর দিকে। কে এল রাহুলের বিদায়ে অধিনায়ক শূন্য লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও (LSG)। শ্রেয়াসকে আগামী মরসুমের অধিনায়ক করার প্রয়াস করতে পারে তারাও।