IPL 2025: গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধ পরপর দুটি অ্যাওয়ে ম্যাচে জিতে লীগ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছিলো পাঞ্জাব কিংস। কিন্তু তাদের মুখ থুবড়ে পড়তে হলো ঘরের মাঠে এসে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০ রানে হারলো শ্রেয়স আইয়ারের দল। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের অনবদ্য জুটি শুরুতেই অনেকটা এগিয়ে দিয়েছিলো রাজস্থানকে। এরপর কার্যকরী ইনিংস খেলেন রিয়ান পরাগ, শিমরণ হেটমায়াররাও। শেষমেশ ২০ ওভারে ২০৫ তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভাঙে পাঞ্জাবের টপ অর্ডার। প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার-ব্যর্থ সকলেই। নেহাল ওয়াধেরা একা কুম্ভ হয়ে লড়াই চেষ্টা করলেও যথেষ্ট ছিলো না তা। শেষমেশ ১৫৫ রানেই আটকে যায় তারা।
Read More: সমর্থকদের সাথে হাতাহাতি খুশদিল শাহ’র, মাউন্ট মঙ্গানুইতে ইনজামামের স্মৃতি ফেরালেন পাক তারকা !!
১) সফল রাজস্থানের ওপেনিং জুটি-
আইপিএলের (IPL) প্রথম তিনটি ম্যাচে সাফল্য পায় নি সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। আজ মুল্লানপুরের মাঠে বড় রানের ভিত গড়ে দিলেন দু’জনে। ৮৯ রান স্কোরবোর্ডে তোলেন তাঁরা। শেষমেশ পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেন লকি ফার্গুসন। কিউই পেসারের বল কভারের উপর দিয়ে চিপ করতে গিয়ে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন সঞ্জু। ২৬ বলে ৩৮ করেন রাজস্থান রয়্যালস অধিনায়ক।
২) অর্ধশতক যশস্বী জয়সওয়ালের-

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই অফ ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। আজ ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সঞ্জু ফেরার পরেও আক্রমণ জারি রাখেন তিনি। যুজবেন্দ্র চাহালকে পর পর ছক্কা ও চার মেরে সম্পূর্ণ করেন অর্ধশতক। ৪০ বলে স্পর্শ করেন মাইলস্টোন। শেষমেশ ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে লকি ফার্গুসনের বলে থামেন তিনি।
৩) কার্যকরী ইনিংস রিয়ান-হেটমায়ারের-
আজ রাজস্থান জার্সিতে বড় রান পান নি নীতিশ রাণা। ৭ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিনি। ১২ বলে ২০ রানের ক্যামিও দেখা গিয়েছিলো শিমরণ হেটমায়ারের ব্যাটে। মাঝের ওভারগুলোতে স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন রিয়ান পরাগ। অসমের তরুণ আজ ২৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন। মেরেছেন ৩টি চার ও ৩টি ছক্কা। ধ্রুব জুরেলের আজকের সংগ্রহ ৫ বলে ১৩* রান।
৪) বেহাল দশা পাঞ্জাব বোলিং-এর-

ঘরের মাঠে দাগ কাটতে ব্যর্থ পাঞ্জাব কিংসের বোলিং বিভাগ। লকি ফার্গুসন ৪ ওভারে ২ উইকেট নিলেও খরচ করেছেন ৩৭ রান। আর্শদীপের ঝুলিতে ৩৫ রানের বিনিময়ে ১ উইকেট। মার্কো ইয়ানসেন ১ উইকেট পেয়েছেন ৪৩ রান খরচ করে। বেহাল দশা যুজবেন্দ্র চাহালেরও। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর ঝুলি শূন্য আজ। ৩ ওভারে খরচ করেছেন ৩২। ধুন্ধুমার ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে দেয় রাজস্থান।
৫) বল হাতে ঝড় তুললেন আর্চার-

২০৪-এর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই ওপেনার প্রিয়াংশ আর্যকে সাজঘরে ফেরান জোফ্রা আর্চার। মরসুমের প্রথম দু’টি ম্যাচে ইংল্যান্ডের পেসারের হতশ্রী পারফর্ম্যান্স নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিলো। ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। আজ পাওয়ার প্লে’তে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও বোল্ড করেন তিনি। গত দুই ইনিংসে যথাক্রমে ৯৭ ও ৫২ রান করেছিলেন তিনি। আজ ৫ বলে ১০ করে আউট হওয়ায় চাপ বাড়ে প্রীতি জিন্টার দলের উপর।
৬) ব্যর্থ প্রভসিমরণ, রান পান নি স্টয়নিস’ও-
খাদের কিনার থেকে পাঞ্জাব কিংসকে টেনে তুলতে ব্যর্থ প্রভসিমরণ সিং ও মার্কাস স্টয়নিস’ও। ১৬ বলে ১৭ করে কুমার কার্তিকেয় সিং-এর বলে আউট হন ভারতীয় তরুণ। অজি তারকাকে ফেরান সন্দীপ শর্মা। ৭ বল খেলে কেবল ১ রানই করতে পেরেছিলেন তিনি।
৭) মরিয়া লড়াই ওয়াধেরার-

৪৩ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গিয়েছিলো পাঞ্জাবের। মরসুমের প্রথম হারের স্বাদ যে তারা পেতে চলেছে তা এক প্রকার স্পষ্টই হয়ে গিয়েছিলো তখন। কিন্তু কঠিন পরিস্থিতিতে এরপর ঢাল হয়ে দাঁড়ান নেহাল ওয়াধেরা। গত ম্যাচে ভালো খেলেছিলেন তিনি। আজও তাঁকে দেখা গেলো ফর্ম ধরে রাখতে। গ্লেন ম্যাক্সওয়েল (৩০)-এর সাথে জুটিতে ৮৮ রান স্কোরবোর্ডে যোগ করেন তিনি। অস্ট্রেলীয় অলরাউন্ডার তীক্ষণার শিকার হওয়ার পরেও ওয়াধেরার ব্যাটে আশা বেঁচে ছিলো পাঞ্জাবের। কিন্তু সেই প্রদীপ নিভিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪১ বলে ৬২ করে থামতে হয় তাঁকে।
৮) জয় ছিনিয়ে নিলো রাজস্থান-
সানরাইজার্স ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে অনেকখানি পিছিয়ে পড়েছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু গত দু’টি খেলায় দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ঘরের মাঠ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর অ্যাওয়ে গ্রাউন্ডে পাঞ্জাবকেও ৫০ রানের ব্যবধানে পরাজিত করলেন সঞ্জু, রিয়ান, ধ্রুব’রা। আজকের ম্যাচ শুরুর আগে পয়েন্ট টেবিলে নবম স্থানে ছিলো রাজস্থান। ২ পয়েন্ট পেয়ে এক লাফে উঠে এলো সপ্তম স্থানে।