IPL 2025: নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ মাঠে নামছে পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৪৫ রান স্কোরবোর্ডে তুলেও হারতে হয়েছিলো। সেই ব্যর্থতার গ্লানি মুছে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। কোচ রিকি পন্টিং আজকের খেলায় ওপেনার হিসেবে আরও একবার সুযোগ দিতে পারেন দুই তরুণ-প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং-কে। পাওয়ার-প্লে’র সদ্ব্যবহারর দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। তিন নম্বরে থাকছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিন বছর নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। পুরনো দলের বিপক্ষে কেমন পারফর্ম্যান্স করেন সেদিকে নজর থাকবে সকলের। চলতি আইপিএলে (IPL) চূড়ান্ত ব্যর্থ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই অজি তারকাকে আজ ছেঁটে ফেলা হতে পারে। বদলে সুযোগ পেতে পারেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই।
পাঁচ নম্বরে থাকতে পারেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। ভালো ফর্মে রয়েছেন তিনি। এরপর ‘ফিনিশার’ হিসেবে দেখা যেতে পারে শশাঙ্ক সিং (Shashank Singh) ও মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis)। গত বছর ইডেনে আকাশছোঁয়া লক্ষ্য তাড়া করে নাইটদের (KKR) বিরুদ্ধে পাঞ্জাবকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন শশাঙ্ক। এবারও তাঁকে ঘিরে রয়েছে প্রত্যাশা। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেন’ও থাকছেন একাদশে। চোট পেয়ে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন। তাঁর বদলি হিসেবে আজ প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন অজি পেসার জেভিয়ার বার্টলেট (Xavier Bartlet)। তাঁর সঙ্গী হবেন আর্শদীপ সিং। স্পিন বিভাগে থাকছেন যুজবেন্দ্র চাহাল। অফ ফর্ম কাটিয়ে উঠতে চাইবেন তিনি। এছাড়া বোলিং-এর সময় বাড়তি স্পিনার হিসেবে জুড়ে দেওয়া হতে পারে হরপ্রীত ব্রার’কে।
Read More: LSG vs CSK: “আবার ক্লাস নেবেন..” চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে ঋষভ পান্থকে নিয়ে চর্চা নেট পাড়ায় !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
পাঞ্জাব কিংস (PBKS) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ৩১
তারিখ- ১৫/০৪/২০২৫
ভেন্যু- মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
MYSICS Pitch Report (পিচ রিপোর্ট)-

মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সম্মুখসমরে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এই মাঠে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা যায়। প্রথম ইনিংসের গড় স্কোর এখানে ১৮০। চলতি আইপিএলেও যে ম্যাচগুলি এখানে আয়োজিত হয়েছে সেখানে বড় রান উঠেছে। আজও ব্যাটিং বান্ধব বাইশ গজেরই প্রত্যাশা রাখছেন বিশেষজ্ঞরা। ইনিংসের শুরুতে পেসাররা নতুন বল’কে ব্যবহার করে খানিক কার্যকরী অবশ্য হতে পারেন। পরিসংখ্যান বলছে যে মুল্লানপুরে ইতিপূর্বে আয়োজিত ৭টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে ৪টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে আর ৩টিতে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। যেহেতু সন্ধ্যের ম্যাচ সেহেতু টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
PBKS vs KKR হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ৩৩
- পাঞ্জাবের জয়- ১২
- কলকাতার জয়- ২১
- শেষ সাক্ষাতে ফলাফল- পাঞ্জাব ৮ উইকেটে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
শ্রেয়স আইয়ার-
পুরনো দলের বিরুদ্ধে আজ মাঠে নামছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত বছর নাইট রাইডার্সকে অধিনায়ক হিসেবে ট্রফি জেতানোর পরেও তাঁকে ‘রিটেন’ করে নি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। জবাব দেওয়ার বাড়তি তাগিদ নিঃসন্দেহে থাকবে তাঁর মধ্যে। চলতি আইপিএলে (IPL) পাঞ্জাবের হয়ে এখনও পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলেছেন শ্রেয়স। বেশ কয়েকটি বড় ইনিংস খেলেছেন। আজও সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য হবে তাঁর।
প্রিয়াংশ আর্য-
চলতি আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসের আবিষ্কার বছর ২৪-এর প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। ইতিমধ্যে একটি শতরান করে ফেলেছেন তিনি। গত ম্যাচেও ওপেন করতে নেমে ৩০০ স্ট্রাইক রেটে একটি ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেছেন বাম হাতি ব্যাটার। আজও পাওয়ার-প্লে’তে যদি তিনি জ্বলে ওঠেন তাহলে নিঃসন্দেহে চাপ বাড়বে কলকাতা নাইট রাইডার্সের উপর।
মার্কো ইয়ানসেন-
চোটের জন্য নেই লকি ফার্গুসন (Lockie Ferguson)। কিউই পেসার ছিটকে যাওয়ার পর দায়িত্ব দ্বিগুণ হয়েছে মার্কো ইয়ানসেনের (Marco Jansen)। আর্শদীপ সিং-কে পাশে নিয়ে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নেতৃত্ব দিতে হবে পেস বিভাগের। এছাড়া লোয়ার অর্ডারে কার্যকরী ইনিংস খেলে দলের স্কোর ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ারও চেষ্টায় থাকবেন দীর্ঘদেহী ক্রিকেটার।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- প্রিয়াংশ আর্য*, প্রভসিমরণ সিং
মিডল অর্ডার- শ্রেয়স আইয়ার, আজমাতুল্লাহ ওমরজাই, নেহাল ওয়াধেরা
ফিনিশার- মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং
বোলার- মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট, যশ ঠাকুর*
উইকেটরক্ষক- প্রভসিমরণ সিং
*-ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন।
এক নজরে পাঞ্জাব কিংস একাদশ-
প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-
প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট।
প্রথম বোলিং-এর ক্ষেত্রে-
প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট।
ইমপ্যাক্ট প্লেয়ার- প্রিয়াংশ আর্য/হরপ্রীত ব্রার, জশ ইংলিস, বৈশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, বিষ্ণু বিনোদ।