ipl-2025-pbks-vs-dc-match-report

IPL 2025: গত রবিবার একইসাথে আইপিএলের (IPL) প্লে-অফে পৌঁছেছিলো গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। কিন্তু নক-আউট নিশ্চিত করার পরের ম্যাচে একে একে হারলো তিন দল’ই। গুজরাতকে হারিয়েছিলো লক্ষ্ণৌ, গতকাল বেঙ্গালুরু ধরাশায়ী হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আর আজ দিল্লী ক্যাপিটালসের চ্যালেঞ্জ সামলাতে পারলো না পাঞ্জাব কিংস (PBKS vs DC)। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো দিল্লী ক্যাপিটালস। শ্রেয়স আইয়ারের অর্ধশতক ও মার্কাস স্টয়নিসের জমজমাট ক্যামিও ইনিংসের সুবাদে ২০৬ রান স্কোরবোর্ডে তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসনকে অস্ত্র করেছিলো ক্যাপিটালস (DC) শিবির। করুণ নায়ারের ঝোড়ো ইনিংস ও তরুণ তুর্কি সমীর রিজভি’র অনবদ্য অর্ধশতকের সৌজন্যে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মরসুম শেষ করে জয় দিয়েই।

Read More: “আমি শুধু নিজের কাজ করেছি…” গাওস্কর’কে মোক্ষম জবাব গৌতম গম্ভীরের, ওড়ালেন ‘কৃতিত্ব কাড়ার’ দাবী !!

শেষ ম্যাচে ছন্দে ফিরলো দিল্লী ব্যাটিং-

Sameer Rizvi | IPL | Image: Getty Images
Sameer Rizvi | IPL | Image: Getty Images

 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। আজ নিয়মরক্ষার ম্যাচে ২০৭ তাড়া করতে নেমে শেষমেশ ছন্দে ফিরলো তাদের ব্যাটিং। কে এল রাহুলকে সাথে নিয়ে ওপেন করতে নেমেছিলেন ফাফ দু প্লেসি। পাঞ্জাব বোলিং-এর উপর চাপ বাড়ানোর স্ট্র্যাটেজি নেন দু’জনেই। দ্রুত পঞ্চাশের গণ্ডী পেরিয়ে গিয়েছিলো ক্যাপিটালস শিবির। তারা প্রথম ধাক্কা খায় ষষ্ঠ ওভারে। মার্কো ইয়ানসেন আউট করেন কে এল রাহুল’কে। দিল্লীর ইমপ্যাক্ট সাজঘরে ফেরেন ২১ বলে ৩৫ রান করে। এর কিছুক্ষণের মধ্যেই হরপ্রীত ব্রারের শিকার হন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। ১৫ বলে ২৩ রান করে আজ থামলেন প্রোটিয়া তারকা। আজই ভারতীয় টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন যেন উদ্‌যাপন করলেন আইপিএলের (IPL) মঞ্চে। করেন ২৭ বলে ৪৪ রান।

মুম্বইয়ের বিরুদ্ধে কার্যত একা কুম্ভ হয়ে লড়াই করেছিলেন সমীর রিজভি (Sameer Rizvi)। আজ জয়পুরেও ব্যাট হাতে উজ্জ্বল উত্তরপ্রদেশের তরুণ। সিদিকুল্লাহ্‌ অটল ১৬ বলে ২২ করে আউট হওয়ার পর নেমেছিলেন তিনি। দলকে। মাঠ ছাড়লেন দলকে ২ পয়েন্ট এনে দিয়েই। করলেন আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতক। আজ মাত্র ২৫ বলে ৫৮ রান করে অপরাজিত রইলেন রিজভি। মেরেছেন ৩টি চার ও ৫টি ছক্কা। ইউপিটি-২০ লীগে তাঁর ধুন্ধুমার ব্যাটিং নজর কেড়েছিলো। সেই সুবাদেই গত মরসুমে ৮.৪ কোটি টাকায় যোগ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে। কিন্তু ধোনিদের ফ্র্যাঞ্চাইজিতে বিশেষ সাফল্য পান নি তিনি। ২০২৫-এ দল বদলে নাম লিখিয়েছেন দিল্লীতে (DC)। নয়া দলেও শুরুটা ভালো হয় নি তাঁর। তবে মরসুমের শেষটা অনবদ্য এক ইনিংসে স্মরণীয় করে রাখলেন বছর ২১-এর তরুণ। ট্রিস্টান স্টাবস অপরাজিত থাকেন ১৮ করে।

শীর্ষস্থানে যাওয়া হলো না পাঞ্জাবের-

Sameer Rizvi and Tristan Stubbs | IPL | Image: Getty Images
Sameer Rizvi and Tristan Stubbs | IPL | Image: Getty Images

আজ দিল্লী ক্যাপিটালসকে হারাতে পারলে গুজরাত টাইটান্সকে (GT) সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছানোর সুযোগ ছিলো পাঞ্জাব কিংসের (PBKS) সামনে। কিন্তু ৬ উইকেটে পরাজয়ের পর ১৩ ম্যাচে সেই ১৭ পয়েন্টেই আটকে থাকলো প্রীতি জিন্টার দল। আপাতত দুই নম্বরে তারা। আজকের ফলাফল আরও জমিয়ে দিলো আইপিএলের লীগ পর্বের অন্তিম পর্যায়কে। প্লে-অফে পৌঁছনো চার দলের কাছেই এখনও সুযোগ রয়েছে পয়েন্ট তালিকার প্রথম দু’টি স্থান নিশ্চিত করার। আগামীকাল দুপুরে গুজরাত মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ের। যদি তারা জয় পায় সেক্ষেত্রে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবেন শুভমান গিল’রা। দ্বিতীয় স্থানের দৌড়ে থাকবে বেঙ্গালুরু, পাঞ্জাব ও মুম্বই। শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা জানতে হয়ত অপেক্ষা করতে হবে শেষ লীগ ম্যাচ অবধি।

Also Read: IPL 2025: আর মাত্র একটা ম্যাচ, লিগ পর্বের শেষ ম্যাচেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *