ipl-2025-pbks-vs-csk-match-highlights

IPL 2025: মরসুমের প্রথম দু’টি অ্যাওয়ে ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর আচমকাই রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচে হেরে বসেছিলো পাঞ্জাব কিংস। আজ মুল্লানপুরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো তারা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। প্রভসিমরণ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা কোনো প্রতিরোধ গড়তে পারেন নি। রান পান নি খোদ অধিনায়কও। কিন্তু প্রতিকূলতা মাঝে জাত চেনান প্রিয়াংশ আর্য। তাঁর শতরান ও শশাঙ্ক-ইয়ানসেনের দুরন্ত ক্যামিও ২১৯-এ পৌঁছে দিয়েছিলো পাঞ্জাবকে। রান তাড়া করতে নামা চেন্নাই চেষ্টা করলো যথাসাধ্য। অর্ধশতক করেন ডেভন কনওয়ে। কার্যকরী ইনিংস এলো শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, রচিন রবীন্দ্রদের ব্যাট থেকেও। কিন্তু যথেষ্ট হয় নি তা। ১৮ রানের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে পাঞ্জাব কিংস। লীগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো তারা।

Read More: IPL 2025: “জল বইতে দলে রয়েছে…” রান নেই ঋতুরাজের ব্যাটে, সমাজমাধ্যমে আক্রমণের মুখে চেন্নাই অধিনায়ক !!

১) দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাঞ্জাব-

চেন্নাইয়ের বিরুদ্ধে সাফল্য পায় নি পাঞ্জাব কিংসের ওপেনিং জুটি। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন প্রভসিমরণ সিং। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে খাতা খোলারও সুযোগ দেন নি মুকেশ চৌধুরী। ছিটকে যায় তাঁর স্টাম্প। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি যখন প্রথম উইকেট হারায় তখন তাদের স্কোর ১৭।

২) চূড়ান্ত ব্যর্থ পাঞ্জাবের মিডল অর্ডার-

PBKS vs CSK | IPL | Image: Getty Images
PBKS vs CSK | IPL | Image: Getty Images

রানের মুখ দেখে নি পাঞ্জাব কিংসের তারকাখচিত মিডল অর্ডারও। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৭ বলে ৯ করে ফেরেন তিনি। এরপর মার্কাস স্টয়নিস আউট হন ৭ বলে ৪ করে। পাঁচ নম্বরে নেহাল ওয়াধেরাকে নামিয়েছিলেন কোচ রিকি পন্টিং। সাফল্য পান নি তিনিও। আউট হন ৯ করে। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যর্থতাও অব্যাহত। আজ ১ করে রবিচন্দ্রণ অশ্বিনের শিকার হন তিনি। ৮৩ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে বসেছিলো পাঞ্জাব।

৩) একা কুম্ভ হয়ে লড়লেন প্রিয়াংশ-

Priyansh Arya | IPL | Image: Getty Images
Priyansh Arya | IPL | Image: Getty Images

এক প্রান্তে যখন পরপর উইকেট পড়ছে তখন অপরপ্রান্তে আক্রমণ চালিয়ে গেলেন প্রিয়াংশ আর্য। ২৪ বর্ষীয় ওপেনারের ব্যাটে আজ দেখা গেলো আতসবাজি। মাত্র ১৯ বলে অর্ধশতকের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। এরপর অশ্বিনকে জোড়া ছক্কা হাঁকাতে দেখা গেলো তাঁকে। মাথিশা পাথিরাণা’র ওভারে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান। ৩৯ বলে শতরান সম্পূর্ণ করেন প্রিয়াংশ। শেষমেশ ৪৩ বলে ১০৩ করে থামেন তিনি।

৪) ফিনিশিং টাচ শশাঙ্ক-ইয়ানসেনের-

Shashank Singh and MS Dhoni | IPL | Image: Getty Images
Shashank Singh and MS Dhoni | IPL | Image: Getty Images

প্রিয়াংশ আর্যের তৈরি করা ভিতের উপর ইমারত গড়লেন শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেন। লোয়ার অর্ডারে নেমে দলকে দুরন্ত ‘ফিনিশ’ উপহার দিলেন তাঁরা। ৩৬ বল খেলে ২টি ছক্কা ও ২টি চারের সাহায্যে অপরাজিত ৫২ করেন শশাঙ্ক। দক্ষিণ আফ্রিকার ইয়ানসেনের ঝুলিতে ৩৪* রান। তিনি খেলেছেন ১৯টি বল। মারেন ২টি ছক্কা ও ২টি চার। ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ তোলে পাঞ্জাব কিংস।

৫) লড়লেন রচিন, ব্যর্থ অধিনায়ক ঋতুরাজ-

Rachin Ravindra | IPL | Image: Getty Images
Rachin Ravindra | IPL | Image: Getty Images

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ডেভন কনওয়েকে সাথে নিয়ে লড়লেন রচিন রবীন্দ্র। একটা সময় চেন্নাইয়ের রান রেট প্রায় ১০ ছুঁয়েছিলো। ছন্দপতন ঘটে সপ্তম ওভারে। ২৩ বলে ৩৬ করে ম্যাক্সওয়েলের শিকার হন রচিন। স্টেপ আউটের লোভ সামলাতে না পেরে স্টাম্পড হন তিনি। তিনে নেমে দলকে ভরসা যোগাতে আজ ব্যর্থ চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১ করে লকি ফার্গুসনের বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। ৬১তে প্রথম উইকেট হারিয়েছিলো সিএসকে। ৬২তে পড়ে দ্বিতীয় উইকেট।

৬) অর্ধশতক কনওয়ের, ঝোড়ো ইনিংস খেলেন শিবম-

Devon Conway and Shivam Dube | IPL | Image: Getty Images
Devon Conway and Shivam Dube | IPL | Image: Getty Images

চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শিবম দুবে। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। এক প্রান্ত আগলে রেখেছিলেন ডেভন কনওয়ে। অর্ধশতক করেন অভিজ্ঞ কিউই ব্যাটার। তবে ইনিংসের শেষ দিকে রান তোলার গতি বাড়ানোর উদ্দেশ্যে তাঁকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ৪৯ বলে ৬৯ করে মাঠ ছাড়ান কনওয়ে। তাঁর বদলে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা।

৭) কাজে এলো না ধোনির ক্যামিও-

মহেন্দ্র সিং ধোনি’র ব্যাটিং অর্ডার নিয়ে গত কয়েক দিনে বিস্তর আলোচনা হয়েছে। চলতি আইপিএলে একটি ম্যাচে নয় নম্বরে নেমে সমালোচনার মুখে পড়েছিলেন কিংবদন্তি তারকা। আজ অবশ্য সেই পথে হাঁটেন নি তিনি। বরং পাঁচে নেমেছিলেন। চেষ্টাও করলেন যথাসাধ্য। লকি ফার্গুসনের ওভারে দু’টি ছক্কা হাঁকান। আর্শদীপ সিং-এর বিরুদ্ধেও মারেন ছক্কা ও বাউন্ডারি। কিন্তু শেষরক্ষা করতে পারেন নি তিনি। ২০তম ওভারের প্রথম বলেই যশ ঠাকুরের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়। ১২ বলেও ২৭ করে থামলেন ‘মাহি।’ ২০১ রানে সমাপ্ত হয় চেন্নাইয়ের ইনিংস। টানা চার ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকেই গেলো তারা।

Also Read:IPL 2025: প্রিয়াংশ ঝড়ে লণ্ডভণ্ড চেন্নাই সুপার কিংস, মুল্লানপুরে পাঞ্জাবের স্কোরবোর্ডে ২১৯ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *