ipl-2025-pbks-scores-big-vs-lsg

IPL 2025: মুল্লানপুর ছেড়ে পাঞ্জাব কিংস পাড়ি জমিয়েছে ধর্মশালায়। হিমাচল প্রদেশের পাহাড়ঘেরা স্টেডিয়ামে আজ ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাতে দেখা গেলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ। সেই সুযোগই দুই হাতে লুফে নিলেন পাঞ্জাব ব্যাটাররা। প্রথম ওভারেই প্রিয়াংশ আর্য সাজঘরে ফিরলেও অনবদ্য ইনিংস খেললেন তরুণ উইকেটরক্ষক প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতরান থেকে মাত্র ৯ রান দূরে থামলেন তিনি। কার্যকরী ইনিংস অধিনায়ক শ্রেয়সেরও। অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করলেন তিনি। পাঁচে নেমে অনবদ্য ক্যামিও নেহাল ওয়াধেরার। আজ লক্ষ্ণৌর বিরুদ্ধে ডেথ ওভারে ‘ফিনিশিং টাচ’ দিলেন শশাঙ্ক সিং ও মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। তাঁদের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ২৩৬-এ পৌঁছে গেলো পাঞ্জাব।

Read More: “আজকেও বসের বকুনি শুনতে হবে…” লখনউয়ের সামনে ২৩৭ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

স্বপ্নের ফর্মে প্রভসিমরণ-

Prabhsimran Singh | IPL | Image: Getty Images
Prabhsimran Singh | IPL | Image: Getty Images

স্বপ্নের ফর্মে রয়েছেন প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে তিনি করেছিলেন ৮৩ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তরুণ উইকেটরক্ষক-ব্যাটার করেছিলেন ৫৪। আজও জ্বলে উঠলো তাঁর ব্যাট। প্রথম ওভারেই প্রিয়াংশ আর্য আউট হওয়ার পর জশ ইংলিস ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) সাথে নিয়ে তিনিই ভোঁতা করলেন লক্ষ্ণৌর বোলিং আক্রমণ’কে। আজ ধর্মশালার মাঠে ৬টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দৃপ্ত পদক্ষেপে এগোছিলেন শতরানের দিকে। কিন্তু তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার সৌভাগ্য হয় নি তাঁর। ব্যক্তিগত ৯১ রানের মাথায় দিগভেশ রাঠীর বলে উইকেট হারান তিনি। প্রভসিমরণের সাথে যোগ্য সঙ্গত করতে দেখা গেলো জশ ইংলিস ও শ্রেয়স আইয়ারকে। ইংলিস তিনে নেমে মাত্র ১৪ বলে করেন ৩০ রান। আর অধিনায়ক শ্রেয়সের আজকের সংগ্রহ ২৫ বলে ৪৫।

পাঁচ নম্বরে নেহাল ওয়াধেরাকে নামিয়েছিলেন কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। বড় রান না পেলেও ব্যাট হাতে কার্যকরী অবদান রেখে গেলেন পাঞ্জাবের তরুণ। ২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৯ বলে করেন ১৬ রান। ফর্মে ফিরলেন শশাঙ্ক সিং-ও (Shashank Singh)। মাত্র ১৫ বলে ৩৩ করে অপরাজিত রইলেন তারকা ‘ফিনিশার।’ মারেন ৪টি চার ও ১টি ছক্কা। চেন্নাই সুপার কিংস (CSK) ম্যাচের আগে আঙুল ভেঙেছিলো গ্লেন ম্যাক্সওয়েলের। আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন তিনি। আজ তাঁর বদলে মার্কাস স্টয়নিসকে মাঠে নামিয়েছিলো পাঞ্জাব কিংস। যখন মাঠে নামেন তখন বাকি আর মাত্র ৭ বল। তবে তার মধ্যেও জাত চেনালেন তিনি। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মাত্র ৫ বল খেলে করলেন অপরাজিত ১৫ রান। ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনিও। সম্পূর্ণ করেন টি-২০ কেরিয়ারের ৬৫০০ রান।

বেহাল দশা লক্ষ্ণৌ বোলিং-এর-

Akash Maharaj Singh | IPL | Image: Getty Images
Akash Maharaj Singh | IPL | Image: Getty Images

লক্ষ্ণৌ বোলিং-এর কঙ্কালসার দশা আরও একবার প্রকাশ্যে এলো আজ। এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদবকে (Mayank Yadav) বিপুল অর্থ দিয়ে ‘রিটেন’ করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। আজ ৪ ওভারে ৬০ রান খরচ করেছেন তিনি। ইকোনমি রেট ছুঁয়েছে ১৫। প্রিন্স যাদব ১টি উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। এগারো ছুঁইছুঁই ইকোনমি তাঁর। কার্যত একই অবস্থা দিগভেশ রাঠীরও (Digvesh Rathee) । তিনি ২ উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু ১১.৫০ ইকোনমি রেটে বিলিয়েছেন ৪৬ রান। আজ লক্ষ্ণৌ পেস ইউনিটকে নেতৃত্ব দেওয়ার ভার ছিলো আবেশ খানের উপর। প্রভসিমরণ, শশাঙ্ক, স্টয়নিসদের দাপটে ৪ ওভারে ১৪.২৫ ইকোনমি রেটে ৫৭ রান বিলয়েছেন মধ্যপ্রদেশের পেসারও। উইকেটের ঝুলিও শূন্য তাঁর। মন্দের ভালো কেবল আকাশ মহারাজ সিং। ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট তাঁর। ইকোনমি রেট ৭.৫০।

Also Read: ৬,৬,৬,৬,৬,৬… টানা ছয় বলে ছটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন রিয়ান পরাগ, ভাঙলেন রিংকু সিংয়ের দুরন্ত রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *