IPL 2025: ২০১৫ থেকে ২০২৫-টানা দশ মরসুম আইপিএলের প্লে-অফে উঠতে ব্যর্থ পাঞ্জাব কিংস (PBKS)। নিলামে বিপুল অর্থ প্রায়শই খরচ করতে দেখা গিয়েছে তাদের। দলে তারকা সমাগম’ও চোখে পড়েছে। কিন্তু বাইশ গজে দাগ কাটা আর সম্ভব হয় নি পাঞ্জাবের পক্ষে। ফ্র্যাঞ্চাইজির নাম পালটে কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP) থেকে হয়েছে পাঞ্জাব কিংস। রুপোলি-লাল জার্সি বদলে প্রথমে লাল-সোনালী ও পরে লাল-নীল হয়েছে রং। কিন্তু তাতেও আসে নি সাফল্য। চেষ্টার ত্রুটি রাখেন নি দলমালিকেরা। কিন্তু সাফল্য থেকছে অধরাই। ২০২৫ সালে এই ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে মুখিয়ে রয়েছেন প্রীতি জিন্টা’রা (Preity Zinta)। সেই কারণেই আরও একবার কোচ বদলের পথে হাঁটলেন তাঁরা। আগামী মরসুমে কোচের কুরসীতে দেখা যাবে নতুন মুখ। শিখর ধাওয়ান অবসর নেওয়ায় দায়িত্ব নেবেন নতুন অধিনায়ক’ও।
Read More: কানপুর টেস্টের আগে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার !!
রিকি পন্টিং’কে দায়িত্ব দিয়েছে পাঞ্জাব কিংস-
আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সাথে জড়িয়ে রয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting)। খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। প্রশিক্ষক হিসেবেও কাটিয়ে ফেলেছেন ১১ মরসুম। প্রথমে দায়িত্ব নিয়েছিলেন মুম্বই ফ্র্যাঞ্চাইজির। ২০১৮ সালে তাঁর হাতে কোচিং-এর ব্যাটন তুলে দেয় দিল্লী ক্যাপিটালস (DC)। পরবর্তী সাতটা বছর ক্যাপিটালস ডাগ-আউটেরই অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। মুম্বইয়ের কোচ হিসেবে ট্রফি জিতলেও দিল্লীকে খেতাব এনে দিতে পারেন নি তিনি। সেই কারণেই ২০২৪ আইপিএলের (IPL) পর তাঁর সাথে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রতীক গ্রান্ধী, পার্থ জিন্দল’রা। ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “…জিওফ্রে বয়কট সঠিক কথাই বলেছিলেন, রিকি পন্টিং গত ৭ বছরে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি।”
দিল্লী ক্যাপিটালস (DC) থেকে সরে দাঁড়ানোর পরেও আইপিএলে (IPL) কাজ করার ইচ্ছা ছিলো পন্টিং-এর। সংবাদমাধ্যমকে জানিয়েওছিলেন সেই কথা। বেশীদিন অপেক্ষা করতে হয় নি তাঁকে। ডাক আসে প্রীতি জিন্টার (Pretiy Zinta) পাঞ্জাব কিংসের (PBKS) তরফ থেকে। গত বুধবার প্রাক্তন অজি অধিনায়কের নাম নতুন কোচ হিসেবে ঘোষণা করে পাঞ্জাব। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ‘পান্টার’ স্বয়ং। তিনি জানিয়েছেন, “নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। মালিকদের সাথে কথাবার্তা হয়েছে দল’কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যপারে। আমার ও ওনাদের ‘ভিশন’-এ বেশ মিল রয়েছে। যে সমর্থকেরা এত বছর ধরে আমাদের পাশে আছেন তাঁদের কিছু ফিরিয়ে দিতে চাই। আগামীতে অন্য এক পাঞ্জাব’কে দেখা যাবে, কথা দিচ্ছি।”
বেলিস ও বাঙ্গারকে বিদায় জানালো পাঞ্জাব-
অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং-এর (Ricky Ponting) আগমনে পদ খোয়ালেন আরেক অস্ট্রেলীয় ট্রেভর বেলিস (Trevor Bayliss)। ২০২৩ সালে অনিল কুম্বলেকে সরিয়ে তাঁকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিলো। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জিতেছেন ট্রেভর বেলিস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঞ্জাবকে হারিয়েই জিতেছেন আইপিএল। সিডনি সিক্সার্সের কোচ হিসেবে জিতেছেন বিগ ব্যাশ। এমনকি ২০১৯ সালে ইংল্যান্ড কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজিরও রয়েছে তাঁর। কিন্তু পাঞ্জাবের প্রশিক্ষক হিসেবে দুই মরসুমে উল্লেখযোগ্য সাফল্য পান নি তিনি। ২০২৩ আইপিএলে দল শেষ করে অষ্টম স্থানে। আর এবারের আইপিএলে তারা থেমেছে নয়ে। অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজি তাই ছেঁটেই ফেলছে তাঁকে। বেলিসের পাশাপাশি পদ হারিয়েছেন সঞ্জয় বাঙ্গার’ও (Sanjay Bangar)। গত মরসুমেই হেড অফ ক্রিকেট ডেভলপমেন্ট পদে যোগ দিয়েছিলেন তিনি। এক বছরেই মোহভঙ্গ প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়াদের।