ipl-2025-pbks-openers-shine-vs-kkr
Prabhsimran Singh | Image: Getty Images

IPL 2025: দিনকয়েক আগে মুল্লানপুরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স গুটিয়ে গিয়েছিলো ৯৫ রানে। অবিশ্বাস্য সেই পরাজয়ের ‘বদলা’ আজ ঘরের মাঠ ইডেনে নিতে পারবেন অজিঙ্কা রাহানেরা? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। লীগ টেবিলের এখন যা পরিস্থিতি তাতে প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্যও জয় অত্যন্ত প্রয়োজনীয় কলকাতার (KKR)। ইডেনে আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। দুই ওপেনার প্রভসিমরণ সিং ও প্রিয়াংশ আর্য প্রথম ওভার থেকেই যে ঝড় তোলেন তা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেলো কলকাতার বোলিং। অর্ধশতক করেন দু’জনেই। গড়েন ১২০ রানের বিশাল জুটি। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো ইয়ানসেনরা রান না পেলেও পুরনো দলের বিরুদ্ধে কার্যকরী ক্যামিও খেললেন শ্রেয়স আইয়ার। পাঞ্জাবকে পৌঁছে দিলেন ২০১ রানে।

Read More:“আজকেও হার নিশ্চিত…” কলকাতার সামনে ২০২ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

আগ্রাসী পাঞ্জাবের ওপেনিং জুটি-

Priyansh Arya | IPL | Image: Getty Images
Priyansh Arya | IPL | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS) জার্সিতে আক্রমণের শুরুটা করেছিলেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। বছর ২৪-এর বাম হাতি আজ ইনিংস শুরুই করেন দুরন্ত কভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে। পাওয়ার-প্লে’তে একের পর এক চার-ছক্কা মেরে নাইট রাইডার্সকে রীতিমত ব্যতিব্যস্ত করে তোলেন দিল্লীর তরুণ। চতুর্থ ওভার থেকে ধ্বংসযজ্ঞে যোগ দেন প্রভসিমরণ সিং-ও। চেতন সাকারিয়াকে একই ওভারে চার ও ছক্কা হাঁকান তিনি। নেট বোলার থেকে কলকাতার মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন মধ্যপ্রদেশের বাম হাতি ফাস্ট বোলার। আজ ইডেনের মাঠে তাঁকে নিয়ে ছেলেখেলা করলেন প্রিয়াংশ’ও। দুরন্ত শটে আছড়ে ফেলেন গ্যালারিতে। হর্ষিতের (Harshit Rana) বলে ছক্কা মেরে পাঞ্জাবকে পঞ্চাশের গণ্ডী পার করান প্রভসিমরণ। দিশাহারা অজিঙ্কা রাহানেকে বাধ্য হয়েই পেস ছেড়ে স্পিনের আশ্রয় নিতে হয়।

আজও স্পিন নেই ইডেনের বাইশ গজে। বরুণ-নারাইনদের চমৎকার সামলালেন প্রিয়াংশ ও প্রভসিমরণ। ১১তম ওভারেই ১০০ পেরিয়ে যায় পাঞ্জাব। শেষমেশ ধুঁকতে থাকা নাইটদের মুখে হাসি ফোটে ১২তম ওভারে। ১২০ রানের মাথায় প্রিয়াংশ আর্যকে ফিরিয়ে সাফল্য এনে দেন বহু যুদ্ধের ঘোড়া আন্দ্রে রাসেল (Andre Russell)। ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন তিনি। এরপর ইনিংসকে টেনে নিয়ে গেলেন প্রভসিমরণ। চেতন সাকারিয়াকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক করেন তিনি। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার আজ নাইট বোলিং-এর ব্রহ্মাস্ত্র বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) বিরুদ্ধেও এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। শেষমেশ ৪৯ বলে ৮৩ রান করে যখন থামেন তিনি, ততক্ষণে ১৬০ রান উঠে গিয়েছে পাঞ্জাব কিংসের স্কোরবোর্ডে। ৬টি চার ও ৬টি ছক্কায় ইনিংস সাজান প্রভসিমরণ।

পুরনো দলের বিরুদ্ধে ক্যামিও শ্রেয়সের-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images

ট্রফি জেতানর পরেও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ধরে রাখে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। উপেক্ষার জবাব’টা মগজাস্ত্রের জোরে দিনকয়েক আগে মুল্লানপুরেই দিয়েছিলেন তিনি। আজ সুযোগ ছিলো ব্যাট হাতেও ধুন্ধুমার ইনিংস খেলে শাহরুখ খান, ভেঙ্কি মাইশোরদের দক্ষতার প্রমাণ দেওয়ার। কিন্তু প্রিয়াংশ-প্রভসিমরণদের (Prabhsimran Singh)) দাপটে দীর্ঘ ইনিংস খেলার আর সুযোগ পেলেন না তিনি। ১৬ বলে ২৫* রানের ক্যামিও এলো তাঁর ব্যাট থেকে। আরও একবার ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। ৮ বলে ৭ করে আউট হন তিনি। রান পান নি মার্কো ইয়ানসেন’ও। অজি তারকা জশ ইংলিসকে ছয়ে নামিয়েছিলো পাঞ্জাব। ৬ বলে ১১* করেন তিনি। কলকাতার বোলারদের মধ্যে সফলতম বৈভব আরোরা। ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট পান তিনি। ১টি করে সাফল্য বরুণ ও রাসেলের।

Also Read: IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *