ipl-2025-pbks-fans-on-maxwell-injury

IPL 2025: গতকাল চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের (IPL) প্লে-অফের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেলো পাঞ্জাব কিংস। ১০ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা এখন ১৩। লীগ তালিকায় শ্রেয়স আইয়াররা রয়েছেন দ্বিতীয় স্থানে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাঞ্জাব (PBKS)। তারা প্রতিপক্ষকে আটকে রাখে ১৯০ রানে। ৮৮ করেন স্যাম কারান। আইপিএলে দ্বিতীয়বার হ্যাট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। রান তাড়া করতে নেমে ‘কিংস’ শিবিরকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন প্রভসিমরণ সিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষমেশ ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। গতকাল চোটের কারণে মাঠে নামতে পারেন নি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কিন্তু ম্যাচে তাঁর অভাব একেবারের অনুভব করে নি পাঞ্জাব। বরং তিনি ছিটকে যাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সমর্থকদের একাংশ।

Read More: চলতি আইপিএলে এই দুই ফ্রাঞ্চাইজিকে ব্যান করলো বোর্ড, ক্রিকেট মহলে বিতর্কের ঝড় !!

জেড্ডার মেগা নিলামে ৪ কোটি ২৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) দলে সামিল করেছিলো পাঞ্জাব কিংস। কিন্তু টি-২০ ক্রিকেটের ‘বিগ শো’র থেকে আশানুরূপ পারফর্ম্যান্স পায় নি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ২০২৫-এর আইপিএলে (IPL) ব্যাট হাতে তিনি ৭ ম্যাচে করেছেন মাত্র ৪৮ রান। গড় ৮.০০। অধিকাংশ ম্যাচেই ১০-এর গণ্ডীই পেরোতে পারেন নি ম্যাক্সওয়েল। বল হাতে তাঁর পরিসংখ্যানও বিশেষ আহামরি নয়। ২৭.৫০ গড়ে ৪টি মাত্র উইকেট পেয়েছেন অজি তারকা। কেন বাদ দেওয়া হচ্ছে না তাঁকে? কোচ পন্টিং-কে দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন করে আসছিলেন সমর্থকেরা। শেষমেশ ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) সরতেই হলো চোট পেয়ে। অনুশীলনে আঙুল ভেঙেছে তাঁর। এবারের আইপিএলের বাকি অংশে খেলা সম্ভব হবে না তাঁর পক্ষে। অফ ফর্মে থাকা তারকার বিদায়ে সহানুভূতির পাশাপাশি স্বস্তিও দেখা গিয়েছে ‘কিংস’ অনুরাগীদের মধ্যে।

‘পন্টিং তো বাদ দিচ্ছিলেন না। অন্তত চোটের কারণে সরাতে বাধ্য হলো,’ অলরাউন্ডারের পাশাপাশি কোচকেও বিঁধেছেন এক নেটিজেন। ‘এবার অন্তত স্টয়নিস, ওমরজাইরা নিয়মিত সুযোগ পাবে,’ লিখেছেন আরেকজন। ‘ম্যাক্সওয়েলকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু আইপিএলে আর খেলবে না সেটা স্বস্তির বিষয়,’ মনের ভাব ব্যক্ত করেছেন আরও এক পাঞ্জাব সমর্থক। ‘চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা দেখিয়ে দিলো যে ম্যাক্সওয়েলকে আমাদের কোনো প্রয়োজনই নেই। শুধুশুধু এতদিন বোঝা বয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো,’ মন্তব্য অন্য এক নেটনাগরিকের। ‘অস্ট্রেলিয়া থেকে দলকে সমর্থন করুন, ওটাই বরং ভালো হবে। মাঠে তো কিছু করতে পারছিলো না,’ খোঁচা দিয়েছেন অন্য একজন। তবে নেটদুনিয়া যাই বলুক না কেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বিদায়কে ‘বড় ক্ষতি’ বলেই মনে করছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: পর্যুদস্ত পাঁচ বারের চ্যাম্পিয়নরা, পাঞ্জাবের বিরুদ্ধে হেরে ছিটকে গেলো চেন্নাই সুপার কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *