IPL 2025: ‘বিদায় ভারত…’ আইপিএলের মাঝপথে দেশে ফিরছেন কামিন্স? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা !! 1

IPL 2025: চলতি আইপিএলে (IPL) মোটেই ছন্দে নেই সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। গতবারের রানার্স-আপ’রা শুরুটা করেছিলো রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে। কিন্তু তার পর একের পর এক ম্যাচ হেরেছে তারা। দীর্ঘ অপেক্ষার দিনকয়েক আগে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছিলো ‘অরেঞ্জ আর্মি।’ কিন্তু সেই স্বস্তিও দীর্ঘস্থায়ী হয় নি। বরং গতকালই ফের হারতে হয়েছে হায়দ্রাবাদকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ সানরাইজার্সের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ। মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় তারা। ঈশান কিষণ (Ishan Kishan), ট্র্যাভিস হেড-রান পান নি কেউই। বল হাতেও বিশেষ কিছু করে উঠতে পারে নি তারা। শেষে হারতে হয় ৪ উইকেটে। ফর্মের যা অবস্থা, তাতে এই মরসুমে প্লে-অফের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন অধিকাংশ সমর্থক’ই।

Read More: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!

একেই দলের বেহাল দশা। পয়েন্ট তালিকায় দশ দলের মধ্যে ঠাঁই হয়েছে নবম স্থানে। ঘুরে দাঁড়ানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কোচ ড্যানিয়েল ভেত্তরি। এরই মধ্যে সমর্থকদের হৃদকম্পন আরও বাড়িয়ে দিয়েছিলো অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) স্ত্রী বেকি বস্টনের একটি ইন্সটাগ্রাম স্টোরি। ক্রিকেট তারকার সাথে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “বিদায় ভারত। এই সুন্দর দেশে এসে খুবই ভালো লেগেছে।” মরসুমের মাঝপথে কামিন্সের স্ত্রী’র ক্যাপশনে ‘বিদায়’ শব্দটি দেখে খানিক চমকেই গিয়েছিলেন ওনেকে। আচমকাই কি তাহলে দল ছাড়ছেন অধিনায়ক? জাঁকিয়ে বসেছিলো সেই আশঙ্কা। কিন্তু ‘অরেঞ্জ আর্মি’ শিবির সূত্রে খবর মিলেছে যে এই আশঙ্কা নেহাতই অমূলক। এতদিন তারকা ফাস্ট বোলারের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এবার দেশে ফিরে যাচ্ছেন তাঁরা। আইপিএলের বাকি সময়টা ভারতে একাই থাকবেন কামিন্স (Pat Cummins)।

দেখুন সেই স্টোরিটি-

গতকাল বল হাতে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তাও জেতাতে পারেন নি দল’কে। হতাশ অধিনায়ক ম্যাচ শেষে জানান, “উইকেটটা মোটেও সহজ ছিলো না। আশা করেছিলাম পিচ অনেক বেশী দ্রুতগতির হবে। কিন্তু তা ছিলো না। ওরা খুব ভালো বোলিং করেছে। মারার জায়গা বন্ধ করে দিয়েছিলো।” তাঁদের হিসেবে যে ভুল হয়ে গিয়েছিলো তা শিকার করে নিয়েছেন অস্ট্রেলীয় পেসার। বলেন, “১৬০ রান হাতে থাকলে মনে হয় যে কিছুটা রান যেন কম হয়েছে। আমরা বল হাতে চেষ্টা করেছি। জানতাম ইমপ্যাক্ট প্লেয়ার ১-২ ওভার করে দেবে। তাই রাহুল (চাহার)কে বেছে নিয়েছিলাম।” আশাহত কামিন্স আরও বলেন, “অ্যাওয়ে ম্যাচে ভালো খেলতে হয় ফাইনালে যেতে হলে। সেটা এই মরসুমে এখনও হয় নি। দিনকয়েকের বিরতি রয়েছে, তারপর ফের মাঠে নামব।”

Also Read: IPL 2025 RCB vs PBKS: বোলিং-এ লুকিয়ে সাফল্যের চাবিকাঠি, পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠের ‘জুজু’ কাটাতে মরিয়া বেঙ্গালুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *