IPL 2025: ২০১৬ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শুরু থেকেই রয়েছেন দিল্লী ক্যাপিটালস (DC) ফ্র্যাঞ্চাইজিতে। তাদের হয়ে ১১১ ম্যাচে ৩২৮৪ রান’ও রয়েছে তাঁর। শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্সে চলে যাওয়ার পর থেকে সামলাচ্ছেন দিল্লী’র অধিনায়কত্ব’ও। ২০২৩ সালে চোটের জন্য মাঠেই নামতে পারেন নি। তারপরেও তাঁর পাশেই থেকেছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এ ঋষভের হাতেই ফেরানো হয়েছে নেতৃত্বের ব্যাটন। প্লে-অফের ছাড়পত্র হয়ত দলকে এনে দিতে পারেন নি ঋষভ, কিন্তু নিজের পারফর্ম্যান্স দিয়ে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছেন সতীর্থদের। ২০২৫-এর আগে আচমকাই তাঁর আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে চর্চা। দিল্লীতেই (DC) থাকছেন নাকি যোগ দিচ্ছেন নতুন কোনো শিবিরে? নিরন্তর উঠতে থাকা এই প্রশ্নের জবাব দুলেন পন্থ স্বয়ং।
Read More: IPL 2025: গম্ভীরের উত্তরসূরি খুঁজে নিলো KKR, মেন্টর হচ্ছেন টি-২০ দুনিয়ার কিংবদন্তি তারকা !!
নেটিজেনকে কড়া ধমক ঋষভের-
আগামী মরসুমে ঋষভ পন্থ (Rishabh Pant) কোন দলের হয়ে খেলবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে। শোনা গিয়েছিলো যে চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে কথা চালাচ্ছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) উত্তরসূরি হিসেবে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নেওয়ার প্রচেষ্টায় রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। গতকাল হঠাৎ’ই নেটদুনিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে ঋষভ (Rishabh Pant) স্বয়ং নাকি দিল্লী ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)নাম লেখাতে উদ্যত হয়েছেন। রাজীব নামে এক এক্স (পূর্বতন ট্যুইটার) ব্যবহারকারী নিজের ওয়ালে লেখেন, “নিজের ম্যানেজার মারফত এই সপ্তাহে ঋষভ পন্থ আরসিবি’র সাথে যোগাযোগ করেছেন। কিন্তু বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে নিতে রাজী হন নি। কিন্তু ভারতীয় দল ও দিল্লী ক্যাপিটালসের অন্দরে তিনি যেমন রাজনীতি চালান, তার জন্য বিরাট কোহলি তাঁকে (পন্থ) নেওয়ার ব্যপারে সম্মতি দেন নি।”
শেয়ার, রিট্যুইট হচ্ছিলো এই পোস্ট’টি। তা চোখে পড়ে স্বয়ং ঋষভ পন্থের (Rishabh Pant)। সঙ্গে সঙ্গে জবাব দেন তিনি। গোটা বিষয়টি যে ভুয়ো তা স্পষ্ট করে দেন ক্রিকেট তারকা। চাঁচাছোলা ভাষায় লেখেন, “মিথ্যা খবর। আপনারা সোশ্যাল মিডিয়ায় এত ভুয়ো খবর ছড়ান কেন? একটু বিচক্ষণ হন। এগুলো খুবই খারাপ জিনিস। কোনো কারণ ছাড়া একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবেন না। এটা প্রথমবার নয়, জানি এটা শেষ’ও নয় কিন্তু আমায় বাধ্য হয়েই এটা বলতে হলো। নিজেদের তথ্যসূত্রগুলো একবার যাচাই করে দেখবেন। দিন দিন এগুলো খারাপ থেকে খারাপতর হচ্ছে। বাকিটা আপনাদের উপর। এই বার্তা’টা কেবল আপনার উদ্দেশ্যে ছিলো না। এটা যাঁরা মিথ্যা খবর ছড়াচ্ছেন তাঁদের সকলের জন্য।” আপাতত বেঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা যে নেই, বক্তব্যে স্পষ্ট করেছেন ঋষভ (Rishabh Pant)।
দেখে নিন পন্থের ঝাঁঝালো উত্তর-
Fake news . Why do you guys spread so much fake news on social media. Be sensible guys so bad . Don’t create untrustworthy environment for no reason. It’s not the first time and won’t be last but I had to put this out .please always re check with your so called sources. Everyday…
— Rishabh Pant (@RishabhPant17) September 26, 2024
দল ছাড়ছেন না ঋষভ পন্থ-
চেন্নাই, বেঙ্গালুরু, গুজরাত-ঋষভ পন্থের (Rishabh Pant) আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে নানা মুনির নানা মত। তবে সংবাদমাধ্যম ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে দিল্লী ক্যাপিটালস ছাড়ছেন না তিনি। এর আগে ফ্র্যাঞ্চাইজির ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিয়েছিলেন যে তরুণ বাঁ-হাতি’কে ধরে রাখার চেষ্টা করা হবে। শেষমেশ সিলমোহর পড়েছে সেই সিদ্ধান্তেই। জানা গিয়েছে যে দিল্লী’র (DC) রিটেনশন তালিকার একদম শীর্ষেই নাম থাকবে ঋষভ পন্থের। আপাতত তাঁর সাথে চুক্তির অঙ্ক ১৬ কোটি টাকা। এই টাকার অঙ্কটা এবার বাড়তে পারে বলে মনে করছে ক্রিকেটমহল। সর্বোচ্চ পাঁচটি রিটেনশনের ছাড়পত্র দেওয়া হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের। ঋষভের পাশাপাশি অক্ষর প্যাটেল, জেক ফ্রেজার ম্যাকগার্ক, কুলদীপ যাদব ও ট্রিস্টান স্টাবসকে ‘রিটেন’ করেতে পারে দিল্লী।