IPL 2025: ২০১৬ থেকে আইপিএলে (IPL) অংশ নিচ্ছেন ঋষভ পন্থ। আগাগোড়াই খেলেছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০২২-এ শ্রেয়স আইয়ার দলত্যাগ করার পর ঋষভের (Rishabh Pant) কাঁধেই তুলে দেওয়া হয় নেতৃত্বের ভার। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২০২৩-এ আইপিএল (IPL) খেলতেই পারেন নি তিনি। কিন্তু ২০২৪-এ তাঁকে রিলিজ করে দেওয়ার কথা ভাবে নি ফ্র্যাঞ্চাইজি। বরং তৈরি করে দিয়েছে প্রত্যাবর্তনের মঞ্চ। এমনকি পন্থের হাতেই ফেরানো হয়েছে অধিনায়কত্বের ব্যাটন। বিরাট কোহলির (Virat Kohli) সাথে যেমন বেঙ্গালুরু, রোহিত শর্মার (Rohit Sharma) সাথে যেমন মুম্বই ইন্ডিয়ান্স জড়িয়ে অঙ্গাঙ্গীভাবে, তেমন নতুন প্রজন্মের তারকাদের মধ্যে ঋষভ’ই ‘ওয়ান ক্লাব ম্যান’ হতে পারেন বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই ধারণা বদলাচ্ছে ২০২৫ নিলামের আগে। সংবাদমাধ্যম জানাচ্ছে যে আট মরসুম পর দল বদলাচ্ছেন পন্থ।
Read More: নিলামে নামছে ঋষভ পন্থ, প্রথম খেলোয়াড় হিসাবে ছাড়লো দিল্লি ক্যাপিটালস !!
দিল্লী’র সাথে সম্পর্ক ত্যাগ পন্থের-

দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে ১১১ টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৩৫.৩১ গড়ে করেছেন ৩২৮৪ রান। ১৮টি অর্ধশতক ও ১টি শতরান’ও রয়েছে তাঁর। ২০২৫-এর আইপিএলে (IPL) তিনি কোন শিবিরের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন তা নিয়ে অনেক দিন ধরেই ধন্ধে ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পূর্বতন কোচ রিকি পন্টিং-কে (Ricky Ponting) ফ্র্যাঞ্চাইজি বরখাস্ত করায় অখুশি হয়েছিলেন তিনি, মিলেছিলো খবর। তার পরেও ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আশ্বাস দিয়েছিলেন যে ঋষভকে ধরে রাখার জন্য সর্বতভাবে চেষ্টা করা হবে। কিন্তু এরপর নিজেদের গঠনতন্ত্রে বড়সড় বদল আনে দিল্লী দল’ই (DC)। দুই বছরের জন্য সৌরভকে সরিয়ে ডায়রেক্টর পদে বসানো হয় বেণুগোপাল রাও’কে (Venugopal Rao)। এই রদবদল সম্ভবত পছন্দ হয় নি পন্থের। সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নেন তিনি।
ঋষভ পন্থ (Rishabh Pant) যে দিল্লী ক্যাপিটালসকে (DC) বিদায় জানাচ্ছেন তার প্রথম ইঙ্গিত মিলেছিলো তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে। উইকেটরক্ষক-ব্যাটার লেখেন, “আমি যদি নিলামে অংশ নিই তাহলে কোন দলে সুযোগ পেতে পারি? কত অর্থ’ই বা পেতে পারি?” এই ট্যুইটকে অনেকেই কোনো বিজ্ঞাপনী চমক মনে করেছিলেন শুরুতে, কিন্তু পরে তেমন কিছু দেখা যায় নি। অর্থাৎ স্পষ্টতই নিলামে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন টি-২০ বিশ্বকাপজয়ী তারকা। এরপর ইন্সটাগ্রামে দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজিকে আনফলো’ও করে দেন তিনি। সূত্রের খবর যে ঋষভকে (Rishabh Pant) ধরে রাখার চেষ্টা সত্যিই করেছিলেন দিল্লী কর্মকর্তারা। ১৮ কোটি টাকার প্রথম রিটেনশন স্লটের প্রস্তাব দেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু রাজী হন নি তিনি। পুরনো দল ছেড়ে নিলামেই অংশ নিতে চান টিম ইন্ডিয়ার ‘স্পাইডি।’
দেখুন ঋষভের সেই ট্যুইট-
If go to the auction. will I be sold or not and for how much ??
— Rishabh Pant (@RishabhPant17) October 11, 2024
চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন ঋষভ পন্থ ?

প্রথম যখন ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লী ত্যাগের গুঞ্জন সামনে এসেছিলো, তখন থেকেই তাঁর সাথে নাম জড়িয়েছিলো চেন্নাই সুপার কিংসের (DC)। পাঁচ বারের আইপিএল (IPL) ট্রফিজয়ীদের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু তাঁর বয়স পেরিয়েছে ৪৩-এর গণ্ডী। আর কতদিন তিনি মাঠে নামতে পারবেন সেই বিষয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট। তাঁর বিকল্প হিসেবে কোনো ‘বড় নাম’কে চাইছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে আদর্শ বিকল্প হতে পারেন ঋষভ পন্থ’ই (Rishabh Pant)। ভারতীয় দলের তারকা যদি নিলামে যোগ দেন তাহলে তাঁর জন্য ২০ কোটি বা তারও বেশী অর্থ খরচ করতে রাজী থাকতে পারে চেন্নাই (CSK)।
তবে পন্থ-সিএসকে জুটি বাঁধার ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে অকশন পার্স। গতকাল ইমোজির মাধ্যমে যে পাঁচ রিটেনশনের ঘোষণা করেছে সুপার কিংস’রা, সেখানে ঋতুরাজ (Ruturaj Gaikwad), ধোনি (MS Dhoni), পথিরাণাদের (Matheesha Pathirana) মত তারকারা রয়েছেন। তাঁদের ধরে রাখার পর চেন্নাই সুপার কিংসের হাতে আদৌ ঋষভকে সই করানোর মত অর্থ থাকবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টসে প্রকাশিত রিপোর্টে দাবী করা হয়েছে যে ঋষভের জন্য অর্থের সংস্থান করতে জাদেজা’কে (Ravindra Jadeja) ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে চেন্নাই। তারা আপাতত প্রাক্তন অধিনায়ক’কে রিলিজ করে পরে আরটিএমের মাধ্যমে দলে ফেরাতে পারে। পূর্বে ডোয়েন ব্র্যাভো ও ফাফ দু প্লেসির ক্ষেত্রেও এই পন্থা ব্যবহার করে দেখেছে তারা।