ipl-2025-pant-failure-criticized-on-x

IPL 2025: গত নভেম্বরের মেগা নিলামে রেকর্ড গড়েছিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিটালসকে পিছনে ফেলে বাজিমাত করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। তাঁর হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা। লক্ষ্ণৌর পূর্বতন অধিনায়ক কে এল রাহুল তিন বছরের মধ্যে দুই বার দলকে তুলেছিলেন প্লে-অফে। এবার ঋষভের হাত ধরে বাকি পথটাও এগোবে ফ্র্যাঞ্চাইজি, ভেবেছিলেন কর্মকর্তারা। কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাকটা স্পষ্ট হয়ে গিয়েছে মরসুম শুরু হতেই। অধিনায়ক পন্থের পারফর্ম্যান্স যথেষ্ট হতাশাজনক। সেই ব্যর্থতা ব্যাট হাতেও ঢাকতে পারছেন না তিনি। সুপারজায়ান্টস জার্সিতে আইপিএল (IPL) যাত্রা শুরু করেছিলেন শূন্য করে। এরপরে একের পর এক ম্যাচে কেবল ব্যর্থই হয়ে চলেছেন ২৭ কোটির সুপারস্টার।

Read More: “আজকেও বসের বকুনি শুনতে হবে…” লখনউয়ের সামনে ২৩৭ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

আজ ধর্মশালার মাঠেও রানের মুখ দেখলেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। অষ্টম ওভারে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে অফ সাইডে বড় শট খেলতে গিয়েছিলেন তিনি। হাত থেকে ব্যাট ছিটকে গিয়েছিলো স্কোয়্যার লেগের দিকে আর ঋষভের দুর্বল শট সোজা জমা পড়ে স্যুইপার কভারে দাঁড়ানো শশাঙ্ক সিং-এর হাতে। ১৭ বলে ১৮ রান করেই থামতে হলো তাঁকে। এই নিয়ে চলতি আইপিএলে (IPL) ১০ ইনিংসে ঋষভের মোট রান সংখ্যা দাঁড়ালো ১২৮। গড় ১২.৬৮। এর মধ্যে থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা মন্থর ৬৩ রানের ইনিংসটি বাদ দিলে আরও হতশ্রী দেখাবে পরিসংখ্যান। দিনের পর দিন এমন ‘জঘন্য’ পারফর্ম্যান্স করেও কি করে খেলে চলেছেন ঋষভ? আজকের পর প্রশ্ন তুলতে শুরু করেছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস সমর্থকেরাই। উঠছে নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবী।

‘কে এল রাহুলের সাথে যে দুর্ব্যবহারটা করেছিলেন গোয়েঙ্কা (Sanjiv Goenka), সেটা আদতে ঋষভের প্রাপ্য,’ লিখেছেন একজন। ‘গাদা গাদা টাকা নিয়ে এই নাকি পারফর্ম্যান্স? টাকা ফেরত দিক,’ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন অন্য এক নেটিজেন। ‘এর চেয়ে পাড়ার ক্রিকেটাররা ভালো খেলে,’ ক্ষোভ লুকিয়ে রাখেন নি আরও এক নেট নাগরিকও। ‘আমি বুঝে পাই না গোয়েঙ্কা ওর মধ্যে কি দেখেছেন? সাদা বলের ক্রিকেটে ঋষভ খুবই সাধারণ,’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক ক্রিকেটপ্রেমী। ’২৭ কোটি টাকা নিয়ে গোটা মরসুমে ২৭০ রান অবধি করে নি। একে রেখে দিয়ে কি লাভ?’ কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। ‘ঋষভ পন্থের থেকে খারাপ আইপিএল ইতিহাসে কোনো ক্যাপ্টেন কোনো মরসুমে পারফর্ম করেছেন বলে মনে পড়ছে না,’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও এক নেটনাগরিক।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: ধর্মশালায় ধুন্ধুমার ব্যাটিং পাঞ্জাবের, লক্ষ্ণৌর বিরুদ্ধে স্কোরবোর্ডে ২৩৬ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *