IPL 2025: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় ঋষভ পন্থ, ৩০ কোটিতে দলে নিচ্ছে RCB !! 1

IPL 2025: আইপিএলের (IPL) মেগা নিলাম নিয়ে উৎসাহ চরমে। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে নিলামের আসর। দল সাজানোর লড়াইতে কারা এগিয়ে যায়, কারাই বা পিছিয়ে পড়ে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার। কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত তারকা খেলোয়াড়েরা দল বদলাচ্ছেন এবার। কি হতে পারে তাঁদের সম্ভাব্য গন্তব্য? উত্তরের অপেক্ষায় সকলে। আট বছর দিল্লী ক্যাপিটালসে (DC) কাটানোর পর নতুন দলে নাম লেখানোর পথে ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। তারকা উইকেটরক্ষক-ব্যাটারের জন্য ঠিক কত টাকা খরচ করতে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো? কারাই বা পন্থের জন্য জড়াতে চলেছে নিলামযুদ্ধে? আসন্ন মেগা অকশনের মেগা প্রশ্ন সম্ভবত সেটাই। গত বছরের মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকার রেকর্ড মূল্য পেয়েছিলেন মিচেল স্টার্ক। সেই সংখ্যাটাও ছাড়িয়ে যেতে পারেন ঋষভ, মিলেছে ইঙ্গিত।

Read More: BGT হারলেই ছুটি হচ্ছে কোচ গম্ভীরের, এই শ্রীলঙ্কান মাস্টার সামলাবেন দায়িত্ব !!

পন্থ’কে নিয়ে চলবে দড়ি-টানাটানি-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০১৬ সাল থেকে আইপিএল (IPL) খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এখনও অবধি ১১১ ম্যাচে করেছেন ৩২৮৪ রান। গড় ৩৫.৩১। স্ট্রাইক রেট ১৫০’র কাছাকাছি। কেরিয়ারের শুরু থেকে ২০২৪ অবধি তিনি গায়ে চাপিয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজির জার্সি। ২০২২-এ শ্রেয়স আইয়ার (Shryeas Iyer) দল ছাড়ার পর ঋষভকে অধিনায়কত্ব’ও দিয়েছিলো দল। ২০২৩-এর আইপিএলে মাঠে নামতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে গোটা মরসুমটাই বাইরে থাকতে হয়েছিলো তাঁকে। দুঃসময়েও পাশে পেয়েছিলেন দিল্লী দল’কে। ২০২৪-এ তাঁকে শুধু প্রত্যাবর্তনের মঞ্চই প্রস্তুত করে দেয় নি ফ্র্যাঞ্চাইজি, সাথে ফেরানো হয়েছিলো অধিনায়কের আসনেও। ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা ঋষভ আচমকা রিটেনশনের প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন তা এখনও স্পষ্ট নয় অনেকের কাছেই।

সূত্রের খবর যে স্কোয়াড ও কোচিং স্টাফে যেভাবে রদবদল করতে চাইছেন কর্মকর্তারা, তাতে সায় ছিলো না ঋষভের (Rishabh Pant)। বিশেষ করে কোচের পদ থেকে রিকি পন্টিং-এর অপসারণ’ই দলত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাঁকে। আসন্ন মেগা নিলামে তিনি যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে ‘হট ফেভারিট’ হতে চলেছেন তা বলাই বাহুল্য। উইকেটরক্ষক-ব্যাটারের প্রয়োজনীয়তা রয়েছে একাধিক দলের। তাঁরা লড়াইতে নামতে পারে ঋষভের জন্য। প্রাক্তন দিল্লী কোচ রিকি পন্টিং (Ricky Ponting)  এই মুহূর্তে রয়েছেন পাঞ্জাব কিংসে (PBKS)। তিনি হাতে বাড়াতে পারেন বছর ২৭-এর তরুণের দিকে। এছাড়া মহেন্দ্র সিং ধোনি’র উত্তরসূরি হিসেবে পন্থকে (Rishabh Pant) নেওয়ার চেষ্টা করতে পারে চেন্নাই সুপার কিংস’ও। গুজরাত টাইটান্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও দৌড়ে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনীতম হতে পারেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

প্রত্যেক বছরই বদলাচ্ছে সর্বোচ্চ অর্থ প্রাপকের নাম। ২০২৩-এর আইপিএল (IPL) মিনি নিলামে ১৮.৫০ কোটি টাকা পেয়ে রেকর্ড গড়েছিলেন স্যাম কারান। ২০২৪-এর মিনি নিলামে সেই রেকর্ড প্রথমে ভাঙেন প্যাট কামিন্স। ২০.৫০ কোটিতে যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে। এর কিছুক্ষণের মধ্যেই নতুন নজির গড়েন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটিতে সামিল হন কলকাতা নাইট রাইডার্সে। মনে করা হচ্ছে যে আগামী ২৪ ও ২৫ তারিখের নিলামে ভাঙতে চলেছে স্টার্কের রেকর্ড। পন্থের (Rishabh Pant) জন্য যে এরও বেশী পরিমাণ অর্থ খরচে প্রস্তুত থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো তার আভাস মিলেছে অনলাইলে আয়োজিত একাধিক মক নিলামে। একাধিক ক্রিকেট ইনফ্লুয়েন্সার’রা, এমনকি নাইট রাইডার্সের মত ফ্র্যাঞ্চাইজিও মহড়া নিলামের আয়োজন করেছেন। তেমনই একটিতে ২৯.২৫ কোটি টাকায় বেঙ্গালুরু দলে যোগ দিতে দেখা গিয়েছে ঋষভকে।

Also Read: IPL 2025: নেতৃত্বে তরুণ মুখ, মরসুম শুরুর আগে চমকে দেওয়ার মত ঘোষণা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *