ipl-2025-opening-ceremony-complete-schedule

IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সেজে উঠছে ইডেন গার্ডেন্স‌। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru) ম্যাচের আগে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন একাধিক বলিউড তারকা। ইতিমধ্যেই কলকাতা পৌঁছেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Sharukh Khan)। সব মিলিয়ে আজ উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। সমর্থকদের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। জানুন এই বছর আইপিএলের (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ সূচি।

Read More: IPL 2025 KKR vs RCB: নতুন ভূমিকায় রিঙ্কু-ভেঙ্কটেশ, উদ্বোধনী ম্যাচে নাইট একাদশে নেই ট্রফি জয়ের অন্যতম নায়ক !!

মঞ্চ মাতাবেন শাহরুখ খান-

Shah Rukh Khan | IPL | Image: Getty Images
Shah Rukh Khan | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) প্রতিবছর আইপিএল স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন করেন। ক্রিকেটের প্রতি তার ভালোবাসার ছবি বহুবার সামনে এসেছে। এই বছর আইপিএলের (IPL 2025) আগেও নাইট বাহিনীদের নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী শাহরুখ।তিনি আজ দলের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন। অষ্টাদশতম মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে ‘হোস্ট’ বা সঞ্চালক হিসেবেও দেখা যাবে তাঁকে। কলকাতা পা রেখে এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন বলিউড বাদশা। জানিয়ে দিয়েছেন শুধু দর্শক আসনে নন আজ মঞ্চ মাতাবেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan) লিখেছেন, “পার্টি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়েগা অউর পাটাকে ভি লে আয়েগা। আজ সন্ধ্যা ৬ টায় হবে আইপিএল ১৮-এর মেগা সেলিব্রেশন।”

IPL ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ সময়সূচি-

Shreya Ghoshal and Disha Patani | Image: Twitter
Shreya Ghoshal and Disha Patani | Image: Twitter

সন্ধ্যা ৬:১১- শাহরুখ খানের স্বাগতম বক্তৃতা দিয়ে শুরু হবে আইপিএলের অষ্টাদশতম মরসুম।

সন্ধ্যা ৬:১৩- শ্রেয়া ঘোষালের গানের অনুষ্ঠান।

সন্ধ্যা ৬:৩০- দিশা পাটানির ডান্স পারফর্মেন্স।

সন্ধ্যা ৬: ৩৪- করণ আউজলার গানের অনুষ্ঠান (শেষ গানে নাচবেন দিশা পাটানি)।

সন্ধ্যা ৬:৪৪- ক্রিকেটারদের সঙ্গে মঞ্চে কথা বলবেন শাহরুখ খান।

সন্ধ্যা ৬: ৫২- বিসিসিআই আধিকারিক এবং নিমন্ত্রিত তারকাদের মঞ্চে ডেকে নেবেন শাহরুখ খান‌।

সন্ধ্যা ৬: ৫৩- কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই অধিনায়কের সঙ্গে কথা বলবেন শাহরুখ খান‌।

সন্ধ্যা ৬:৫৪- বেলুন ওড়ানো, কেক কাটা, ফটো শুট, ড্রোন শো।

সন্ধ্যা ৬:৫৯- আতশবাজি প্রদর্শন।

Also Read: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *