২০২৫-এর আইপিএলের (IPL) জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ছক কষা। টুর্নামেন্ট শুরুর আগে রয়েছে মেগা অকশন। নতুন উদ্যমে দল গড়ার কাজে নামতে হচ্ছে দশ দলকেই। হিসেবনিকেশে কোনো রকম ভুলচুক রাখতে চায় না তারা। এখনও পর্যন্ত নিলাম সংক্রান্ত কোনো নিয়মাবলী ফ্র্যাঞ্চাইজিদের হাতে তুলে দেয় নি আয়োজন সংস্থা বিসিসিআই (BCCI)। ২০২৫-এর আইপিএলের (IPL) জন্য পুরনো স্কোয়াড থেকে কতজনকে ধরে রাখা যাবে, কতজনকে রিলিজ করতে হবে এমনকি আরটিএম কার্ড ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য নেই কারও কাছে। বিষয়গুলি নিয়ে আলোচনা করতে গত ৩১ জুলাই মুম্বইতে একটি বৈঠকে ফ্র্যাঞ্চাইজিদের ডেকেছিলো বোর্ড। সেখানে নিজেদের দাবীদাওয়া রেখেছে দলগুলি। বিসিসিআই-এর বিজ্ঞপ্তি সামনে এলেই বোঝা যাবে সম্পূর্ণ চিত্রটা।
Read More: ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ঈশান কিষণ, কোটি টাকার বিনিময়ে এই দেশের হয়ে খেলার প্রস্তাব পেলেন !!
দল গুছিয়ে নেওয়ার চেষ্টায় বেঙ্গালুরু-
সতেরো বছরের ট্রফিশূন্যতা কাটানোই এখন লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RcB)। তাদের মেয়েদের দল ২০২৪-এ উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) ট্রফি এনেছেন ঠিকই, কিন্তু আইপিএল (IPL) অধরা রয়ে গিয়েছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির। চার বার ফাইনালে পৌঁছেও ট্রফি না জেতার ক্ষত এখনও টাটকা রয়েছে সমর্থকদের হৃদয়ে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স। মুম্বইতে যে বৈঠক হয়েছে বিসিসিআই-এর সদর দপ্তরে, সেখানে সশরীরে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স (MI), সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাত টাইটান্সের মত দল মিনি নিলামের জন্য সওয়াল করলেও সম্মত হন নি রয়্যাল চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট। দলে আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে মেগা অকশনের পক্ষেই মত দিয়েছেন তাঁরা।
কাদের ধরে রাখা হতে পারে সেই নিয়ে রয়েছে কৌতূহল। যদি ২০২২-এর মত বিসিসিআই-এর তরফে মাতে ৪টি রিটেনশনের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে হয়ত বিরাট কোহলি’র (Virat Kohli) সাথে রজত পতিদার (Rajat Patidar), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও উইল জ্যাকস’কে ধরে রাখতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাকি সকলকেই নাম লেখাতে হবে নিলামের টেবিলে। চল্লিশ ছুঁইছুঁই অধিনায়ক ফাফ দু প্লেসির (Faf du Plessis) বিদায় এক প্রকার নিশ্চিত। কোহলি নেতৃত্বে ফিরতে রাজী না হলে নিলাম থেকে নেতা হওয়ার যোগ্য কাউকে দলে নিতে হবে বেঙ্গালুরুকে। একইসাথে পূরণ করতে হবে ওপেনারের শূন্যস্থানও। ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন চলে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজির রেডারে থাকবেন অলরাউন্ডাররাও। এছাড়াও উইকেটকিপারও প্রয়োজন তাদের। বোলিং বিভাগ’ও শক্তিশালী করার দিকে নজর থাকবে বেঙ্গালুরুর।
গ্যালারিতে থাকছে জমজমাট বিনোদন-
আইপিএলে (IPL) ক্রিকেট প্রধান উপকরণ হলেও একমাত্র কখনও নয়। বাইশ গজের ধুন্ধুমার যুদ্ধের সাথে বিনোদনের উপাদেয় ককটেলই বিসিসিআই আয়োজিত এই টুর্নামেন্টের জনপ্রিয়তার অন্যতম কারণ। সেই বিনোদন কোশেন্টেই এবার বাজিমাত করার কথা চিন্তা করতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RcB) কর্মকর্তারা। নাইট রাইডার্সের সাথে যুক্ত রয়েছেন শাহরুখ খান, জুহি চাওলা, পাঞ্জাব কিংসের সাথে রয়েছেন প্রীতি জিন্টা। এবার বলিউডের সাথে গাঁটছাড়া বাঁধতে পারে বিরাটদের ফ্র্যাঞ্চাইজিও। আইপিএলের (IPL) একদম শুরুর দিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ’কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলো তারা। পরে আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও প্রায়শই বেঙ্গালুরু জার্সিতে দেখা যেত গ্যালারিতে। সেই ট্র্যাডিশন ফিরতে পারে। দীপিকা বা ক্যাটরিনা নয়। মরোক্কান হার্টথ্রব নোরা ফতেহি’কে (Nora Fatehi) দেখা যেতে পারে চিন্নাস্বামী স্টেডিয়ামে।