IPL 2025: গত মরসুমে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নেমে গিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)। এবার ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে মাঠে নেমেছে তারা। অষ্টাদশতম আইপিএলের (IPL) শুরুটা পাঞ্জাবের বিপক্ষে হার দিয়ে হলেও মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মত দুই হেভিওয়েটের বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচ জিতে এক লাফে লীগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। গুজরাতের হয়ে ব্যাট হাতে প্রথম তিনটি ম্যাচে চমৎকার পারফর্ম্যান্স করেছেন সাই সুদর্শন। রান পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার’ও। বোলিং বিভাগের মুখ হয়ে উঠতে দেখা গিয়েছে মহম্মদ সিরাজকে। পাঞ্জাব ম্যাচে ৫৪ রান খরচ করলেও মুম্বই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি। মসৃণ ছন্দে এগোতে থাকা গুজরাত বাহিনীর চিন্তা কাগিসো রাবাডা’কে (Kagiso Rabada) নিয়ে। আচমকাই শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন তিনি।
Read More: আইপিএল থেকে অবসর নিচ্ছেন MS ধোনি, বাবা-মায়ের সামনে খেলছেন শেষ ম্যাচ !!
রাবাডার বদলি হচ্ছেন মুস্তাফিজুর ?

জেড্ডার মেগা নিলাম থেকে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা’কে (Kagiso Rabada) দলে নিয়েছিলো গুজরাত টাইটান্স। আইপিএল (IPL) মরসুমের প্রথম দুই ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছিলেন। এরপর মুম্বইয়ের বিপক্ষেও ১ টি উইকেট নেন ৪২ রানের বিনিময়ে। তৃতীয় ম্যাচে হঠাৎ’ই একাদশ থেকে বাদ পড়েন তিনি। রাবাডার বদলে চিন্নাস্বামীতে অলরাউন্ডার আর্শাদ খানকে মাঠে নামাতে বাধ্য হয় গুজরাত টাইটান্স (GT)। টসের সময় অধিনায়ক শুভমান গিল ঘোষণা করেন যে ব্যক্তিগত কারণে মাঠে নামতে পারছেন না প্রোটিয়া ক্রিকেটার। পরে গুজরাত ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দেশে ফিরে গিয়েছেন রাবাডা (Kagiso Rabada)। কেন ভারত ছাড়লেন তা স্পষ্ট করা হয় নি বিজ্ঞপ্তিতে। কবে ফিরতে পারবেন, জানানো হয় নি তাও।
চলতি মরসুমে এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচই খেলেছে গুজরাত টাইটান্স (GT)। লীগ পর্বেই বাকি এখনও ১১টি ম্যাচ। এরপর প্লে-অফ পর্ব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াতে পারে ১৪তে। রাবাডা যদি ফিরতে না পারেন তাহলে বাধ্য হয়েই বিকল্পের সন্ধান করতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। সূত্রের খবর যে কোচ আশিষ নেহরার রেডারে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুরের। সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। এখনও পর্যন্ত একমাত্র অভারতীয় হিসেবে ২০১৬ সালে জিতেছেন সেরা এমার্জিং প্লেয়ারের পুরস্কার। মরসুমের মাঝপথে তাঁকেই ডেকে আনতে পারে গুজরাত। তবে অতীতে আইপিএলের (IPL) মাঝপথে বিসিবি’র ডাকে দেশে ফিরতে হয়েছিলো তাঁকে। এবারও এনওসি মিলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
অফ ফর্মে রশিদ খান-

গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজির হয়ে গত তিন বছরে দারুণ পারফর্ম্যান্স ছিলো আফগানিস্তানের তারকা রশিদ খানের। সেই কারণেই ২০২৫-এর আইপিএলের জন্য সর্বোচ্চ মূল্যের স্লটে তাঁকে রিটেন করেছে তারা। কিন্তু এই মরসুমে এখনও অবধি ১৮ কোটির প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করতে পারেন নি রশিদ (Rashid Khan)। পাঞ্জাবের ৪৮ রান খরচ করে ১টি মাত্র উইকেট পেয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে করেন ৬ রান। তাঁকে মাত্র ২ ওভার হাত ঘোরানোর সুযোগ দেন অধিনায়ক শুভমান গিল। আইপিএলের (IPL) কেরিয়ারে এই প্রথম ২০ ওভারের কোনো ম্যাচে নিজের ৪ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেন নি রশিদ। চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও চূড়ান্ত হতাশ করেন তারকা লেগস্পিনার। ৪ ওভারে খরচ করেন ৫৪ রান। চলতি আইপিএলে এখনও অবধি তিন ম্যাচ মিলিয়ে তাঁর ইকোনমি রেট ১১.২, বোলিং গড় ১১২।