ipl-2025-mujeeb-in-for-ghaznafar-in-mi

IPL 2025: পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের (MI) জন্য মোটের সুখের ছিলো না ২০২৪ আইপিএল (IPL) মরসুম। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) অধিনায়ক করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছিলো তাদের জন্য। সমর্থকদের মধ্যেই তৈরি হয়েছিলো ক্ষোভ। নড়ে গিয়েছিলো সাজঘরের ফোকাসও। যার সরাসরি প্রতিফলন চোখে পড়েছিলো মাঠের পারফর্ম্যান্সে। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকার একদম শেষে ছিলো মুম্বই। এমনকি ক্রিকেটারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবরও এসেছিলো সামনে। গতবারের এহেন হতশ্রী পারফর্ম্যান্সের পর এবার ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে মাঠে নামতে চলেছে মুকেশ আম্বানির দল। ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডার মেগা নিলামে দলও গুছিয়ে নিয়েছে তারা। তবে মরসুম শুরুর আগে পরিকল্পনায় খানিক রদবদল করতে হয়েছে মুম্বইকে। চোট পেয়ে তরুণ স্পিনার আল্লাহ গজনফর (Allah Ghaznafar) ছিটকে যাওয়ায় খুঁজতে হয়েছে বিকল্প।

Read More: টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব পাচ্ছেন যশস্বী জয়সওয়াল, কপাল খুলছে কোচ গম্ভীরের সৌজন্যে !!

গজনফরের বদলে মুজিবকে নিলো মুম্বই-

Allah Ghaznafar | IPL | Image: Getty Images
Allah Ghaznafar | Image: Getty Images

২০২৪-এর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে ছিলেন আল্লাহ গজনফর (Allah Ghaznafar)। তরুণ আফগান স্পিনার একটি ম্যাচেও খেলার সুযোগ পান নি। নয়া মরসুমের আগে স্বাভাবিক কারণেই তাঁকে রিলিজ করে দিয়েছিলো বেগুনি-সোনালী বাহিনী। জেড্ডার মেগা নিলামে তাঁকে ফেরানোর জন্য চেষ্টা অবশ্য করেছিলেন ভেঙ্কি মাইশোর’রা। কিন্তু প্রথমে আরসিবি ও পরে মুম্বইয়ের প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হয় তাদের। আম্বানিদের দর ৪.৮০ কোটি ছুঁলে শেষমেশ পিছিয়েই আসে গতবারের চ্যাম্পিয়নরা। বেস প্রাইসের বহুগুণ বেশী দাম পেয়ে মুম্বইতে নাম লেখান তিনি। যদিও নিলামে বাজিমাত করলেও মাঠে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে ঝড় তোলার সুযোগ আপাতত পাচ্ছেন না ১৮ বর্ষীয় তরুণ। দেশের জার্সিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার সময় শিঁড়দাঁড়ায় গুরুতর চোট পেয়েছিলেন আল্লাহ (Allah Ghaznfar)। ছিটকেই গেলেন আইপিএল (IPL) থেকে।

২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। তার আগেই আল্লাহ গজনফরের বদলি খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আফগানিস্তানেরই আরেক স্পিনার মুজিব-উর-রহমানকে (Mujeeb Ur Rahman) স্কোয়াডে সামিল করেছে তারা। ২৩ বর্ষীয় মুজিব আইপিএলে নতুন নন। এর আগে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে মাঠে নেমেছেন। ১৯ ম্যাচে ১৯ উইকেটও রয়েছে তাঁর। সম্প্রতি পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকার SA20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ ভালো পারফর্ম্যান্স করেছেন মুজিব। আইপিএলের (IPL) সেই ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি, আশায় মুম্বই ইন্ডিয়ান্স (MI) সমর্থকেরা। ২০২৪ মরসুমের মিনি নিলামে মুজিবকে দলে নিয়েছিলো কলকাতা। কিন্তু আফগান বোর্ড তাঁকে নির্বাসিত করায় মাঠে নামা হয় নি তাঁর। বদলি হিসেবে গজনফরকে দলে নিয়েছিলো নাইটরা। এবার কাকতালীয় ভাবে গজনফরের বদলি হিসেবে মাঠে দেখা যাবে মুজিবকে।

প্রকাশ্যে IPL-এর ক্রীড়াসূচি-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

আজ বিকালবেলা আইপিএলের অষ্টাদশতম মরসুমের ক্রীড়াসূচি প্রকাশ করলো বিসিসিআই। গ্রুপ পর্ব ও নক-আউট মিলিয়ে থাকছে মোট ৭৪টি ম্যাচ। টুর্নামেন্টের রীতি মেনে উদ্বোধনী দ্বৈরথ ও ফাইনাল রাখা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোমগ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। ২২ তারিখ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি নাইটরা। ২০০৮-এ আইপিএলের প্রথম মরসুমের উদ্বোধনী ম্যাচেও কলকাতা ও বেঙ্গালুরুই নেমেছিলো মাঠে। ফ্র্যাঞ্চাইজি লীগের সাবালক হওয়ার বছরেও পুনরাবৃত্তি হচ্ছে তারই। দ্বিতীয় দিনে রয়েছে দু’টি ম্যাচ। দুপুরে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। আর সন্ধ্যেবেলা চেপকে সম্মুখসমরে দুই সফলতম্ ফ্র্যাঞ্চাইজি-চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ২০ মে থেকে শুরু হচ্ছে নক-আউট পর্ব। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ (২১ মে) দুটি হবে হায়দ্রাবাদে। আর ২৩ ও ২৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের আসর বসবে ইডেনে।

দেখুন সম্পূর্ণ সূচি-

Also Read: IPL 2025: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা-বেঙ্গালুরু, প্রকাশ্যে অষ্টাদশ আইপিএলের সম্পূর্ণ সূচি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *