IPL 2025: পকেটে টান পড়ছে মহেন্দ্র সিং ধোনি’র, বড়সড় আর্থিক ক্ষতির মুখে CSK-র 'থালা’ !! 1

IPL 2025: মেগা অকশন যে হচ্ছেই তা বিসিসিআই স্পষ্ট করেছিলো ৩১ জুলাইয়ের বিশেষ বৈঠকে। দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেউ কেউ মিনি অকশনের পক্ষে সওয়াল করলেও তা নাকচ করে দেওয়া হয়েছিলো বোর্ডের তরফ থেকে। মেগা নিলামে সিলমোহর দিলেও তা কবে হবে বা নিয়মবিধি কি হবে, কোন পন্থা মেনে রিটেনশন তালিকা তৈরি করবে দলগুলো সে সম্পর্কীত কোনো নীতি তখন সামনে আনা হয় নি। বরং জানিয়ে দেওয়া হয় যে বোর্ডের আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে দেরী হচ্ছে নিয়মবিধি নির্মাণে। অবশেষে বৈঠকের প্রায় দুই মাস পর নিজেদের অবস্থান স্পষ্ট করলো বিসিসিআই। রিটেনশন পলিসি’তে থাকছে বেশ কিছু নয়া চমক। একইসাথে ২০২৭ আইপিএল (IPL) অবধি বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম’ও ধরে রাখার সিদ্ধান্তে দেওয়া হলো সিলমোহর।

Read More: IPL 2025: রিটেনশন নিয়ম প্রকাশ করলো বোর্ড, KKR, MI ও SRH-এর ‘বাড়াবাড়ি’ বরদাস্ত করলেন না জয় শাহ’রা !!

রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ BCCI-এর-

IPL Auction | Image: Getty Images
IPL Auction | Image: Getty Images

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতকাল আইপিএলের (IPL) রিটেনশন সংক্রান্ত নিয়মাবলী সামনে আনলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। ৩১ জুলাইয়ের বৈঠকে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ৭ বা ৮টি রিটেনশনের দাবী করা হয়েছিলো। কিছু ফ্র্যাঞ্চাইজি আবার ১টি’ও রিটেনশনের পক্ষে ছিলো না। মধ্যপন্থা খোঁজার চেষ্টা করেছে বোর্ড। তারা ৫টি রিটেনশনের সুযোগ দিতে চলেছে দলগুলিকে। পাশাপাশি প্রত্যাবর্তন ঘটছে আরটিএম কার্ডেরও। এর আগে ২০২২-এর মেগা অকশনে এই সুযোগ ছিলো না ফ্র্যাঞ্চাইজিদের কাছে। আরটিএমের মাধ্যমে কোনো ক্রিকেটারকে নিলামে প্রাপ্ত সর্বোচ্চ মূল্যের সমান অর্থ প্রদান করে ফেরাতে পারবে তাঁর পুরনো দল। ১টি আরটিএম বিকল্প’ও রাখা হচ্ছে এবার। অর্থাৎ রিটেনশন ও আরটিএম মিলিয়ে ধরে রাখা যাবে ৬ জন’কে।

এবারই প্রথম চালু হচ্ছে ম্যাচ ফি। প্রতিটি আইপিএল (IPL) ম্যাচ বাবদ ৭.৫ লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়রা। ২০২১-এর আগের আনক্যাপড নিয়ম’ও ফেরানো হয়েছে আইপিএলে। কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় পাঁচ বছর বা তার বেশী সময় জাতীয় দলের হয়ে না খেললে বা বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত না থাকলে তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে। ২০২২-এর মেগা অকশনের আগে রিটেনশনের ক্ষেত্রে ভারতীয় ও বিদেশীর নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া হয়েছিলো। এবার তা করা হচ্ছে না। তবে সর্বোচ্চ দু’জন আনক্যাপড ক্রিকেটার ‘রিটেন’ করা যাবে বলে জানা গিয়েরকে।থাকছে শাস্তির ব্যবস্থাও। নিলামে দল পাওয়ার পর অকারণে সরে দাঁড়ালে দুই বছর নির্বাসিত হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে।

দাম কমতে চলেছে মহেন্দ্র সিং ধোনি’র-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০২১-এর আগের রিটেনশন নিয়ম ফেরানোয় খুশির হাওয়া চেন্নাই সুপার কিংস সমর্থকদের মধ্যে। মহেন্দ্র সিং ধোনি’কে ‘রিটেন’ করতে আর বিশেষ সমস্যায় পড়বে না পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ক্যাপড খেলোয়াড়দের ক্ষেত্রে পাঁচটি রিটেনশন স্লটের জন্য অর্থমূল্য যথাক্রমে ১৮, ১৪, ১১, ১৮ ও ১৪ কোটি স্থির করেছে বিসিসিআই। ৪৩ ছুঁইছূঁই ধোনি’কে (MS Dhoni) এই বিপুল অর্থ দিয়ে ধরে রাখা ব্যবসায়িক দিক থেকে সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন অনেকে। তবে ধোনি শেষ ভারতীয় দলের জার্সিতে খেলেছেন ২০১৯ সালে। অর্থাৎ পাঁচ বছর পেরিয়ে গিয়েছে তার। ফলে তাঁকে আনক্যাপড ধরতে কোনো বাধা নেই। এই বিশেষ নিয়মের সৌজন্যে এক ধাক্কায় অনেকটা নেমেছে টাকার অঙ্কটা। বোর্ড জানিয়েছে আনক্যাপড ক্রিকেটার রিটেন করতে খরচ করা যাবে ৪ কোটি টাকা।

২০০৮ সালে আইপিএলের প্রথম মেগা নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনিই একমাত্র খেলোয়াড় যাঁর জন্য দর হেঁকেছিলো সবক’টি ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ ৬ কোটি টাকা দামে তিনি যোগ দেন চেন্নাই সুপার কিংসে (CSK)। দেখতে দেখতে ২০১৮ সালে তাঁর চুক্তির অঙ্ক দাঁড়ায় ১৫ কোটি টাকায়। ২০১৮ থেকে ২০২১ সাল অবধি এই পরিমাণ অর্থই পেয়েছেন তিনি। তারপর ২০২২-এর রিটেনশনের সময় তাঁকে দ্বিতীয় স্লট’টি দেওয়া হয়েছিলো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে। দাম খানিক কমে দাঁড়ায় ১২ কোটি’তে। কিন্তু ২০২৫-এর আইপিএলে ধস নামতে চলেছে ‘মাহি’র আইপিএল বেতনে। যদি তাঁকে ‘আনক্যাপড’ স্লটে ধরে রাখতে চায় চেন্নাই তাহলে কোনো অবস্থাতেই ৪ কোটি ছাড়াবে না তাঁর বেতন, অর্থাৎ প্রায় ৮ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন তিনি। এই চুক্তিতে তিনি রাজী হন কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

Also Read: মুখ পুড়লো নিউজিল্যান্ডের, শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার নজির গড়লেন উইলিয়ামসন-সাউদীরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *