ipl-2025-ms-dhoni-to-play-as-finisher

IPL 2025: আগামী ২৩ মার্চ ঘরের মাঠ চেপকে আইপিএল (IPL) অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের ইতিহাসে দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথ ঘিরে স্বাভাবিক কারণেই রয়েছে ব্যাপক কৌতূহল। আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘোরাফেরা করছে একটাই নাম-মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার দীর্ঘসময় সুপার কিংস শিবিরের অধিনায়ক ছিলেন। জিতেছেন পাঁচটি আইপিএল (IPL) ট্রফি। ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এতদিন সক্রিয়া ছিলেন তিনি। কিন্তু ভক্তদের প্রিয় ‘থালা’ সম্ভবত বাইশ গজকে চিরবিদায় জানাতে চলেছেন টুর্নামেন্টের আঠারোতম মরসুম মিটলেই। তাই বাঁধভাঙা আবেগ দেখা যেতে পারে চেন্নাইয়ের হোম ম্যাচগুলিতে। গত বছর ব্যাটিং অর্ডারে অনেকটা নীচে নেমে গিয়েছিলেন তিনি। এবার কোথায় খেলবেন? চলছে চর্চা।

Read More: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” টেবিল চাপড়ে চিৎকার পন্থের, আক্রমণের নিশানায় সুনীল গাওস্কর ??

‘ফিনিশার’ হিসেবেই নামবেন ধোনি-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

জোরকদমে আইপিএলের (IPL) প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। ইতিমধ্যে অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন তারকারা। গত বছর প্লে-অফের কাছাকাছি পৌঁছেও ছিটকে যেতে গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচে ২৪ রানে হারের সুবাদে। পুরনো ভুলচুক আর করতে রাজী নয় চেন্নাই। ট্রফি জিতেই ধোনির মত মহাতারকাকে বিদায় জানাতে চান ক্রিকেটাররা। কেমন হতে পারে কোচ স্টিফেন ফ্লেমিং-এর ব্যাটিং অর্ডার? আন্দাজ করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে যে ওপেনিং-এ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে নামতে পারেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ভারতীয় বংশোদ্ভূত কিউই তারকাকে  মেগা নিলাম থেকে দলে ফিরিয়েছে সুপার কিংস থিঙ্কট্যাঙ্ক। নিউজিল্যান্ডের আরেক ওপেনার ডেভন কনওয়ে রয়েছেন স্কোয়াডে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্মের সুবাদে অগ্রাধিকার পেতে পারেন রচিনই।

তিন নম্বরে খেলার সম্ভাবনা রাহুল ত্রিপাঠী’র (Rahul Tripathi)। ঝোড়ো ব্যাটিং-এ সিদ্ধহস্ত তিনি। চার নম্বরে সম্ভবত ব্যবহার করা হবে শিবম দুবে’কে। প্রতিপক্ষের স্পিন আক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকরী হতে পারে দীর্ঘকায় অলরাউন্ডারের আগ্রাসী ব্যাটিং। গতবারের মতই অধিকাংশ ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন তিনি। অর্থাৎ কেবল ব্যাটিং-এ দেখা যাবে তাঁকে। বোলিং-এর সময় বদলি কায়কে মাঠে নামাতে পারে চেন্নাই (CSK)। পাঁচে স্যাম কারানকে (Sam Curran) নামাতে পারেন কোচ ফ্লেমিং। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কার্যকরী হতে পারেন ইংল্যান্ডের তরুণ। এরপরে অর্থাৎ ছয় নম্বরে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেরিয়ারের অধিকাংশ সময়েই ‘ফিনিশার’ হিসেবে মাঠে দেখা গিয়েছে তাঁকে। শেষ অবধি টিকে থেকে দল’কে জয় এনে দেওয়ার ক্ষেত্রে তিনিই একমেবদ্বিতীয়ম। শেষ মরসুমে পছন্দের পজিশনেই খেলতে পারেন ‘থালা।’

ধোনি’র IPL পরিসংখ্যান-

MS Dhoni | IPL | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

প্রথম আইপিএলের (IPL) নিলামে সর্বোচ্চ দামে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এরপর থেকেই অটুট রয়েছে দুই পক্ষের সম্পর্কে। মাঝে ২০১৬ ও ২০১৭ সালে যখন নির্বাসিত হয়েছিলো সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি, তখন রাইজিং পুনে সুপারজায়ান্টসে যোগ দেন তিনি। পরে ফিরেছিলেন হলুদ জার্সিতেই। পাঁচ বার আইপিএল (IPL) জিতেছেন চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে। ২০২৩-এ খেতাব জয়ের পরেই সরে দাঁড়াবেন তিনি, ধরে নিয়েছিলো ক্রিকেটদুনিয়া। কিন্তু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সমর্থকদের কথা দিয়েছিলেন ধোনি যে মাঠে ফিরবেন। কথা রেখেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে ইতিমধ্যে তিনি খেলেছেন ২৬৪ ম্যাচ। ৩৯.১৩ গড় ও প্রায় ১৩৮ স্ট্রাইক রেটে ধোনি’র ঝুলিতে রয়েছে ৫২৪৩ রান। অর্ধশতকের সংখ্যা ২৪। দস্তানা হাতেও সমান সপ্রতিভ তিনি। ধরেছেন ১৫২টি ক্যাচ। স্টাম্পিং-এর সংখ্যা ৪২।

Also Read: IPL 2025: মরসুম শুরুর আগেই বেহাল ব্রহ্মাস্ত্র, চিন্তা বাড়ছে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *