IPL 2025 MI vs LSG Toss Report in Bengali: টসে জয় লক্ষ্ণৌ'র, মুম্বইকে হারাতে এক্সপ্রেস পেসারকে দলে ফেরালেন ঋষভ'রা !! 1

IPL 2025: রবিবারের প্রথম খেলায় সম্মুখসমরে মুম্বই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। লীগ টেবিলের পাঁচ ও ছয় নম্বরে থাকা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ। ওয়াংখেড়েতে যে দল বাজিমাত করবে তারা প্লে-অফের দৌড়ে এগিয়ে যাবে বেশ খানিকটা। মরসুমের শুরুটা মোটেই ভালো করে নি মুম্বই ইন্ডিয়ান্স। পরপর বেশ কয়েকটি ম্যাচে হেরেছিলো তারা। কিন্তু সেই অন্ধকার কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। আজ টানা পঞ্চম জয়ের লক্ষ্য সামনে রেখে মাঠে নামতে চলেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ভরসা যোগাচ্ছে সূর্য, রোহিত, বোল্টদের ফর্ম। অন্যদিকে বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ’কে। প্রথম দফার ম্যাচে মুম্বইকে ১২ রানের ব্যবধানে হারিয়েছিলো ঋষভ পন্থ বাহিনী। আজ ওয়াংখেড়েতেও সেই সাফল্যের পুনরাবৃত্তিই চাইবেন মিচেল মার্শ, নিকোলাস পুরান’রা।

Read More: গৌতম গম্ভীরকে ISIS-এর নামে খুনের হুমকির জের, গুজরাতে আটক এক সন্দেহজনক ইঞ্জিনিয়ারিং ছাত্র !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)

ম্যাচ নং- ৪৫

তারিখ- ২৭/০৪/২০২৫

ভেন্যু- ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Wankhede Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Wankhede Stadium, Mumbai | Image: Getty Images
Wankhede Stadium, Mumbai | Image: Getty Images

আরব সাগরের তীরবর্তী ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। সাধারণত মুম্বইয়ের মাঠে ব্যাটিং সহায়ক পিচই চোখে পড়ে। লাল মাটি নির্মিত বাইশ গজে যথেষ্ট বাউন্স থাকায় বল পড়ে সহজে ব্যাটে আসে। ছোটো বাউন্ডারি ও দ্রুত আউটফিল্ডকে কাজে লাগিয়ে নিয়মিত চার-ছক্কা মারতে পারেন ব্যাটাররা। চলতি মরসুমেও এখানে প্রায়শই বড় রান উঠতে দেখা গিয়েছে। আজ দুপুরেও হাইস্কোরিং ম্যাচের প্রত্যাশা রাখছেন বিশেষজ্ঞরা। আজ অবধি ওয়াংখেড়েতে আয়োজিত হয়েছে ১২০টি আইপিএল (IPL) ম্যাচ। তার মধ্যে ৫৫টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে। আর ৬৫টি ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল।

Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Mumbai Weather Forecast | Image: Twitter
Mumbai Weather Forecast | Image: Twitter

গতকাল প্রবল বর্ষণের কারণে ভেস্তে গিয়েছে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ। আজ মুম্বইতে তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, মিলেছে পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭২ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা।

MI vs LSG হেড টু হেড পরিসংখ্যান-

MI vs LSG | IPL | Image: Getty Images
MI vs LSG | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৭
  • মুম্বইয়ের জয়- ০১
  • লক্ষ্ণৌর জয়- ০৬
  • শেষ সাক্ষাতে ফলাফল- লক্ষ্ণৌ ১২ রানে জয়ী

দুই অধিনায়কের মন্তব্য-

Hardik Pandya and Rishabh Pant | Image: Getty Images
Hardik Pandya and Rishabh Pant | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া-

আমরাও প্রথমে বোলিং-ই করতাম। কিন্তু যা গরম তাতে প্রথম ব্যাটিং করতে কোনো আপত্তি নেই। গরম নিয়ে বেশী না ভেবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টিই আসল। ESA (এডুকেশন অ্যান্ড স্পোর্টস ফর অল) দিবস অত্যন্ত স্পেশ্যাল। আম্বানিদের এই বিশেষ উদ্যোগ আমাদেরও বাড়তি মনোবল যোগায়। ওদের (শিশু ও কিশোরদের) একটা ভালো খেলা উপহার দেওয়া যাক। আমরা ছন্দে রয়েছি, সেটা সবসময়ই সাহায্য করে। তবে আইপিএলে (IPL) প্রত্যেকটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। সবসময় ঠিকটাই করতে হয়। দলে দুটো বদল রয়েছে। মিচেল স্যান্টনারের বদলে খেলছে কর্ণ শর্মা। আর করবিন বশের অভিষেক হচ্ছে আজ। (ভিগনেশ) পুথুর খেলতে পারছে না।

ঋষভ পন্থ-

আমরা প্রথমে বোলিং করবো। দুপুরের খেলায় পিচকে ব্যবহার করতে চাই। বাইশ গজ ব্যাটিং সহায়ক মনে হলেও এই গরমে বল খানিক থেকে ব্যাটে আসতে পারে। পরে ব্যাটিং করলে সেই সমস্যা হবে না। আমরা ভালো জায়গায় আছি। নিজের আগে দলকে রাখতে চাই। সেটাই সুবিধাজনক। প্রত্যেকদিনই আপনি ভালো ক্রিকেট খেলতে চান। দলে একটা পরিবর্তন রয়েছে। শার্দুল (ঠাকুর) খেলছে না। ওর বদলে মায়াঙ্ক (যাদব) খেলবে।

দুই দলের প্রথম একাদশ-

MI vs LSG | IPL | Image: Getty Images
MI vs LSG | IPL | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, করবিন বশ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, কর্ণ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- সত্যনারায়ণ রাজু, রাজ অঙ্গদ বাওয়া, জসপ্রীত বুমরাহ, রবিন মিঞ্জ, রিস টপলি।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)

মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), আয়ুষ বাদোনি, দিগভেশ সিং রাঠী,   আবেশ খান, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব।

ইমপ্যাক্ট প্লেয়ার- ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, হিম্মত সিং, যুবরাজ চৌধুরী, আকাশ মহারাজ সিং।

MI vs LSG, টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

Also Read: IPL 2025: “ঘরের টিম নাকি….”, মুম্বাইয়ের মাঠে রোহিত শর্মার দাদাগিরি, শার্দুল ঠাকুরকে শোনালেন কু-কথা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *